চেঙ্গা বিধানসভা কেন্দ্র

আসামের বিধানসভা কেন্দ্র

চেঙ্গা বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৬৭ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (আট বার)।

চেঙ্গা
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৪৭ নং চিহ্নিত কেন্দ্রটি চেঙ্গা
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৪৭ নং চিহ্নিত কেন্দ্রটি চেঙ্গা
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগনিম্ন আসাম
জেলাবড়পেটা
কেন্দ্র নং.৪৭
লোকসভা কেন্দ্র৬. বড়পেটা
নির্বাচনী বছর১,৪৫,০৫৩ (২০২১)

ভোটার পরিসংখ্যান সম্পাদনা

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৪৫,০৫৩ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭৫,১০২ জন এবং নারী ভোটার ৬৯,৯৪৬ জন। এছাড়াও পাঁচজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। চেঙ্গা বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৩১।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,২২,৬৬২ জন যার মধ্যে পুরুষ ভোটার ৬৪,৩৯৫ জন এবং নারী ভোটার ৫৮,২৫৭ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,০৫,৪৮২ জন যার মধ্যে পুরুষ ভোটার ৫৫,৬৭৪ জন এবং নারী ভোটার ৪৯,৮০৮ জন।[৩]

বিধানসভার সদস্য সম্পাদনা

নির্বাচন[৪] বিধায়ক দল সময়কাল
২০২১ আশ্রাফুল হুসেইন এআইইউডিএফ ২০২১-বর্তমান
২০১৬ শুকুর আলী আহমেদ আইএনসি ২০১১-২১
২০১১
২০০৬ লিয়াকত আলী খান অগপ ২০০৬-১১
২০০১ শুকুর আলী আহমেদ আইএনসি ১৯৯৬-২০০৬
১৯৯৬
১৯৯১ লিয়াকত আলী খান স্বতন্ত্র ১৯৯১-৯৬
১৯৮৫ মুক্তার হোসেন ১৯৮৫-৯১
১৯৮৩ দানিস আলী আহমেদ আইএনসি ১৯৭৮-৮৫
১৯৭৮
১৯৭২ আবদুল হান্নান চৌধুরী ১৯৭২-৭৮
১৯৬৭ এ.আর চৌধুরী ১৯৬৭-৭২

নির্বাচনী ফলাফল সম্পাদনা

২০২১ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : চেঙ্গা[৫]
দল প্রার্থী ভোট % ±%
গণতান্ত্রিক মোর্চা আশ্রাফুল হুসেইন ৭৫,৩১২ ৫৮.৮৩% +৩২.৮৬
অগপ রবিউল হোসেন ২৩,৩৭৩ ১৮.২৬% অপ্রযোজ্য
কংগ্রেস শুকুর আলী আহমেদ ২২,৫৭৩ ১৭.৬৩% -২৯.৬১
তৃণমূল আব্দুল গনি ১,৬১৭ ১.২৬% অপ্রযোজ্য
বহুএমপি রূপধন আহমেদ ১,২৯০ ১.০১% অপ্রযোজ্য
স্বতন্ত্র নুরুল আমিন ৭৮৮ ০.৬২% অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৩,০৫৪
জয়ের ব্যবধান ৫১,৯৩৯ ৪০.৫৭% +১৯.৩০
ভোটার উপস্থিতি ১,২৮,০০৭ ৮৮.১১% -১.৫১
কংগ্রেস থেকে গণতান্ত্রিক মোর্চা অর্জন করেছে সুইং

২০১৬ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬ : চেঙ্গা
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস শুকুর আলী আহমেদ ৫১,৮৮২ ৪৭.২৪
গণতান্ত্রিক মোর্চা মনোয়ারা খাতুন ২৮,৫২৫ ২৫.৯৭
বিজেপি গুণজিত অধিকারী ২৫,৯০২ ২৩.৫৮
তৃণমূল শফিকুল হক ২,১৯০ ১.৯৯
স্বতন্ত্র সূর্য মালেক ৬৩৯ ০.৫৮
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৬৬৭ ০.৬০
সংখ্যাগরিষ্ঠতা ২৩,৩৫৭ ২১.২৭
ভোটার উপস্থিতি ১,০৯,৮০৫ ৮৯.৬২
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About Chenga constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/chenga-election-result-s03a047/
  4. "List of Wiining MLA's from Chenga Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)।