লিয়াকত আলী খান (ভারতীয় রাজনীতিবিদ)

ভারতীয় রাজনীতিবিদ

লিয়াকত আলী খান (১৯৫৫ – ২৫ সেপ্টেম্বর ২০১৯) একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন যিনি ভারতীয় জনতা পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি চেঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে দুইবার আসাম বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

লিয়াকত আলী খান
আসাম বিধানসভা
কাজের মেয়াদ
১৯৯১ – ১৯৯৬
পূর্বসূরীমুখতার হোসেন
উত্তরসূরীশুকুর আলী আহমেদ
সংসদীয় এলাকাচেঙ্গা
কাজের মেয়াদ
২০০৬ – ২০১১
পূর্বসূরীশুকুর আলী আহমেদ
উত্তরসূরীশুকুর আলী আহমেদ
সংসদীয় এলাকাচেঙ্গা
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৫৫
মৃত্যু২৫ সেপ্টেম্বর ২০১৯ (বয়স ৬৪)
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি

লিয়াকত আলী খান ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন।[১] তিনি নির্দল প্রার্থী হিসেবে ১৯৯১ সালে চেঙ্গা থেকে আসাম বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[২] তিনি সরকার গঠনের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসকে সমর্থন প্রদান করেছিলেন। তিনি আসাম সরকার কর্তৃক কৃষি শিল্প বোর্ডের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। পরবর্তীতে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন।[১]

এরপর তিনি অসম গণ পরিষদে যোগদান করেন ও দলটির মনোনয়নে ২০০১ সালে চেঙ্গা থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন।[১][৩] ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের পূর্বে তিনি সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চায় যোগদন করেন।[১] তিনি ২০১৭ সালে দলটি ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন ও দলটির আসাম শাখার কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৪]

লিয়াকত আলী খান ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর প্রয়াত হন।[১][৪]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ex-MLA Liakat Ali Khan passes away"The Assam Tribune। ২৫ সেপ্টেম্বর ২০১৯। ২৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  2. "Assam Legislative Assembly - Members 1991-96"Assam Legislative Assembly। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  3. "Assam Legislative Assembly - Members 2006-2011"Assam Legislative Assembly। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  4. "Former Chenga MLA Passes Away"Pratidin Time। ২৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯