চার্লি (২০১৫-এর মালয়ালম চলচ্চিত্র)

চার্লি হল মার্টিন প্রক্কট পরিচালিত ২০১৫ সালের ভারতীয় মালয়ালম ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন যৌথভবে প্রক্কট ও উন্নি আর. এবং প্রযোজনা করেছেন প্রক্কট, জোজু জর্জ ও শেবিন বেকার। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দুলকার সালমান,[২][৩] এবং অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পার্বতী তিরুবোত, অপর্ণা গোপীনাথনেদুমুদি বেণু। চলচ্চিত্রটির সুর করেছেন গোপী সুন্দর ও চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন জমন টি. জন।

চার্লি
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
ചാർലി
পরিচালকমার্টিন প্রক্কট
প্রযোজক
  • শেবিন বেকার
  • জোজু জর্জ
  • মার্টিন প্রক্কট
চিত্রনাট্যকার
  • মার্টিন প্রক্কট
  • উন্নি আর.
কাহিনিকারউন্নি আর.
শ্রেষ্ঠাংশে
সুরকারগোপী সুন্দর
চিত্রগ্রাহকজমন টি. জন
সম্পাদকশামির মোহাম্মদ
প্রযোজনা
কোম্পানি
ফাইন্ডিং সিনেমা
পরিবেশকপ্লেহাউজ রিলিজ, ট্রাইকালার এন্টারটেইনমেন্ট
মুক্তি
  • ২৪ ডিসেম্বর ২০১৫ (2015-12-24) (কেরল)
স্থিতিকাল১২৯ মিনিট[১]
দেশভারত
ভাষামালয়ালম

চলচ্চিত্রটি ২০১৫ সালের ২৪শে ডিসেম্বর কেরলে মুক্তি পায়। এটি ৪৬তম কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কারে ৮টি বিভাগে পুরস্কৃত হয়, তন্মধ্যে রয়েছে শ্রেষ্ঠ অভিনেতা, অভিনেত্রী, পরিচালক ও চিত্রগ্রহণ। চলচ্চিত্রটি ২০১৭ সালে মারাঠি ভাষায় দেব নামে পুনর্নির্মিত হয়, যাতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন অঙ্কুশ চৌধুরী, তেজস্বিনী পণ্ডিত ও স্পৃহা জোশি;[৪] এবং তামিল ভাষায় মারা নামে পুনর্নির্মিত হয়, যাতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন আর. মাধবন, শ্রদ্ধা শ্রীনাথ ও শিবাদা।[৫]

কুশীলব সম্পাদনা

  • দুলকার সালমান - চার্লি, স্বাধীনচেতা এক রহস্যময় যুবক।
  • পার্বতী তিরুবোত - টেসা, একজন গ্রাফিক শিল্পী যে চার্লিকে খুঁজছে।
  • অপর্ণা গোপীনাথ - কানি, আত্মহত্যা করতে যাওয়া ডাক্তার যাকে চার্লি বাঁচায়।
  • নেদুমুদি বেণু - কুঞ্জাপ্পান
  • চেম্বন বিনোদ জোসে - মাথাই/প্যাটরোজ
  • কল্পনা - কুইন ম্যারি / মারিয়া
  • সৌবিন শাহির - সুনিকুট্টান / মিস্টার ডিসুজা, চার্লির ঘরে চুরি করতে যাওয়া ব্যক্তি।
  • নীরজ মাধব - আনসারি
  • পি. বালচন্দ্রন - উসমান ইক্কা
  • কে. পি. এ. সি. ললিতা - রাহেল আম্মাচি
  • সীতা - টেসার মা
  • রেশমা সেবাস্টিয়ান - শাহিনা, টেসার বান্ধবী
  • মাস্টার মিনন - বাল্লান পিল্লাই
  • রমেশ পিশারডি - সোজান
  • জয়রাজ ওয়ারিয়ার - বাট্টু জোসে
  • সুরজিৎ - আদু আবুট্টি
  • রেঞ্জি পানিকার - ডাক্তার পানিকার, অতিথি ভূমিকায়
  • জয় ম্যাথু - উমর, অতিথি ভূমিকায়
  • তোবিনো টমাস - জর্জি, অতিথি ভূমিকায়
  • নাসার - জাদুকর, অতিথি ভূমিকায়
  • রাজেশ শর্মা - কুইন ম্যারির স্বামী

পুরস্কার সম্পাদনা

কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার[৬]

  • শ্রেষ্ঠ পরিচালক - মার্টিন প্রক্কট
  • শ্রেষ্ঠ অভিনেতা - দুলকার সালমান
  • শ্রেষ্ঠ অভিনেত্রী - পার্বতী তিরুবোত
  • শ্রেষ্ঠ চিত্রনাট্য - উন্নি আর. ও মার্টিন প্রক্কট
  • শ্রেষ্ঠ চিত্রগ্রহণ - জমন টি. জন
  • শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা - জয়শ্রী লক্ষ্মী নারায়ণন
  • শ্রেষ্ঠ শব্দ মিশ্রণ - এম. আর. রাজাকৃষ্ণন
  • শ্রেষ্ঠ প্রক্রিয়াকরণ গবেষণাগার - প্রসাদ কালার ল্যাব, মুম্বই, জে. ডি. ও কিরণ

এশিয়াভিশন পুরস্কার

  • শ্রেষ্ঠ অভিনেত্রী - পার্বতী তিরুবোত
  • শ্রেষ্ঠ চিত্রগ্রহণ - জমন টি. জন

এশিয়ানেট চলচ্চিত্র পুরস্কার

  • শ্রেষ্ঠ অভিনেত্রী - পার্বতী তিরুবোত
  • শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী - কল্পনা (মরণোত্তর বিজয়ী)
  • শ্রেষ্ঠ চিত্রগ্রহণ - জমন টি. জন

বণিতা চলচ্চিত্র পুরস্কার[৭]

  • শ্রেষ্ঠ অভিনেত্রী - পার্বতী তিরুবোত
  • শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - চেম্বন বিনোদ জোসে
  • শ্রেষ্ঠ চিত্রগ্রহণ - জমন টি. জন

তথ্যসূত্র সম্পাদনা

  1. "CHARLIE (12A)"ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ৫ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০ 
  2. "'Charlie' First Poster: Dulquer Salmaan Spotted in Trendy New Look"ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস (ইংরেজি ভাষায়)। ১৫ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০ 
  3. "Dulquer starts shooting for 'Charlie'"সাইফি (ইংরেজি ভাষায়)। ১৫ জুন ২০১৫। ১৫ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০ 
  4. জেমস, অনু। "Dulquer Salmaan's Charlie gets Marathi version: Deva teaser trends on top; netizens have a field day [Memes]"ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০ 
  5. "'ചാർലി'യുടെ തമിഴ് റീമേക്ക് എത്തുന്നു: ദുൽഖറിന്റെ റോളിൽ മാധവൻ"মঙ্গলম (মালয়ালম ভাষায়)। ১০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২১ 
  6. জেমস, অনু (১ মার্চ ২০১৬)। "Kerala State Film Awards 2015"ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০ 
  7. জেমস, অনু (১৬ ফেব্রুয়ারি ২০১৬)। "Vanitha Film Awards 2016: Prithviraj, best actor; Parvathy bags best actress award [Full winners list]"ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা