চাপড়া সমষ্টি উন্নয়ন ব্লক

পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর সদর মহকুমার একটি ব্লক
(চাপড়া থেকে পুনর্নির্দেশিত)

চাপড়া হল পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর সদর মহকুমার অন্তর্গত একটি সমষ্টি উন্ননয়ন ব্লক এবং সেন্সাস টাউন। এটি চাপড়া থানা ও চাপড়া বিধানসভা কেন্দ্রের অধীন।

চাপড়া
কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক
নদীয়া জেলার চাপড়ায় গির্জা
নদীয়া জেলার চাপড়ায় গির্জা
চাপড়া পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
চাপড়া
চাপড়া
পশ্চিমবঙ্গে এর অবস্থান, ভারত
স্থানাঙ্ক: ২৩°৩২′১৪″ উত্তর ৮৮°৩৩′১০″ পূর্ব / ২৩.৫৩৭১৩° উত্তর ৮৮.৫৫২৭৪২° পূর্ব / 23.53713; 88.552742
দেশভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলানদিয়া
আয়তন
 • মোট৩০৫.৯৭ বর্গকিমি (১১৮.১৪ বর্গমাইল)
উচ্চতা১৭ মিটার (৫৬ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩,১০,৬৫২
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল)
ভাষা
 • দাপ্তরিকবাংলা, ইংরেজি
স্বাক্ষরতা (২০১১)
 • মোট সাক্ষর১৮৬,১১৯ (৬৮.২৫%)
সময় অঞ্চলভারত মান সময় (ইউটিসি+০৫:৩০)
মোট সাক্ষর৭৪১১২৩ (বাঙ্গালঝি)
টেলিফোন/এসটিডি কোড০৩৪৭২
লোকসভা নির্বাচনী এলাকাকৃষ্ণনগর
বিধানসভা নির্বাচনী এলাকাচাপড়া
ওয়েবসাইটnadia.nic.in

ভৌগোলিক অবস্থান

সম্পাদনা

চাপড়া ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। উত্তরে তেহট্ট মহকুমা, পূর্বে বাংলাদেশের মেহেরপুর, চুয়াডাঙা জেলা জেলা, পশ্চিম দিকে কৃষ্ণনগর ২ নং ব্লক ও নাকাশীপাড়া এবং দক্ষিণে কৃষ্ণগঞ্জ সমষ্টি উন্নয়ন ব্লক অবস্থিত। [][]

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের জনগননা অনুযায়ী চাপড়ার মোট জনসংখ্যা হল ৩১০৬৫২ যার মধ্যে পুরুষ ও নারী অনুপাত যথাক্রমে ৫১% ও ৪৯%। অনূর্ধ্ব ৬ বছরের শিশুর জনসংখ্যা ৩৭৯৫৩ জন। এই ব্লকের অধীনে একটি মাত্র সেন্সাস টাউন হল চাপড়া।

যোগাযোগ

সম্পাদনা

১১ নং রাজ্য সড়ক চাপড়ার ওপর দিয়ে গেছে। এই রাস্তার মাধ্যমে চাপড়া জেলাসদর শহর কৃষ্ণনগরের সাথে যুক্ত। কৃষ্ণনগর হতে চাপড়ার দূরত্ব ২০ কিলোমিটার। নিকটবর্তী রেলস্টেশন কৃষ্ণনগর সিটি জংশন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Tehsil Map of Nadia"CD Block/ Tehsil। Maps of India। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮ 
  2. ইমন সিদ্দিক (২০১২)। "দামুড়হুদা উপজেলা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743