চাকিয়াভিটা
চাকিয়াভিটা ভারতের পূর্বপ্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার একটি জনগণনা নগর এবং বৃহত্তর শিলিগুড়ি নগরের অংশ৷
চাকিয়াভিটা | |
---|---|
জনগণনা নগর | |
ভারত তথা পশ্চিমবঙ্গে চাকিয়াভিটার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°৩৮′৫৫″ উত্তর ৮৮°৩০′৫৫″ পূর্ব / ২৬.৬৪৮৫° উত্তর ৮৮.৫১৫৩° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | জলপাইগুড়ি |
আয়তন | |
• মোট | ৩.৮৪ বর্গকিমি (১.৪৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫,২৫১ |
• জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৫০০/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক | বাংলা[১][২], ইংরাজী[১] |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭৩৫১৩৫ |
যানবাহন নিবন্ধন | WB (ডব্লু বি) |
ওয়েবসাইট | darjeeling |
ভূগোল
সম্পাদনাচাকিয়াভিটা জনগণনা নগরটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের অন্তর্ভুক্ত৷ এটি করতোয়া নদীর তীরে অবস্থিত৷ শহরটি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার অন্তর্গত৷
জনতত্ত্ব
সম্পাদনা২০১১ খ্রিষ্টাব্দের ভারতের জনগণনা অনুসারে চাকিয়াভিটা জনগণনা নগরের জনসংখ্যা ৫২৫১ জন, যার মধ্যে ২৭২০ জন পুরুষ ও ২৫৩১ জন নারী৷ প্রতি হাজার পুরুষে ৯৩১ জন নারী৷ ৬ বছর অনুর্দ্ধ ৫৬৮ জন শিশু, যা সমগ্র জনসংখ্যার ১০.৮৬ %৷ ৬ বছরোর্দ্ধ জনসংখ্যার ৭৯.০৯% অর্থাৎ ৩৭০৪ জন সাক্ষর৷[৩] পুরুষ সাক্ষরতার হার ৮৪.৬০ % এবং নারী সাক্ষরতার হার ৭৩.২০ %৷
পরিবহন
সম্পাদনাশহরটি আমবাড়ি রোডের দ্বারা ২৭ নং জাতীয় সড়ক, ১২এ নং রাজ্য সড়কের সাথে যুক্ত৷ বাগডোগরা বিমানবন্দরটি শহরটির নিকটেই অবস্থিত৷ উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ির পার্শ্ববর্তী হওয়ার জন্য এই শহরটি থেকে জেলাটির বিভিন্ন শহরসহ কোচবিহার, জলপাইগুড়ি ও কিশানগঞ্জ শহর সড়কপথে যুক্ত৷ নিকটবর্তী রেলস্টেশনটি হলো আমবাড়ি ফালাকাটা রেলওয়ে স্টেশন৷
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Fact and Figures"। www.wb.gov.in। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
- ↑ "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (পিডিএফ)। nclm.nic.in। Ministry of Minority Affairs। পৃষ্ঠা 85। ২৫ মে ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
- ↑ https://www.census2011.co.in/data/town/306884-chakiabhita-west-bengal.html