চাকমা রাজবাড়ি (রাঙ্গামাটি)

বাংলাদেশের রাঙ্গামাটিতে রাজবাড়ি

চাকমা রাজবাড়ি বাংলাদেশ এর রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সদর উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। এটি রাজবন বিহারের পূর্ব দিকে, কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত।[]

চাকমা রাজবাড়ি, রাঙ্গামাটি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থানরাঙ্গামাটি সদর উপজেলা
শহররাঙ্গামাটি সদর উপজেলা, রাঙ্গামাটি জেলা
দেশবাংলাদেশ
খোলা হয়েছেঅজানা
স্বত্বাধিকারীঅজানা
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড

ইতিহাস

সম্পাদনা

কবে বা কত সাল নাগাদ এই রাজবংশ এবং রাজবাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এছাড়াও এর প্রতিষ্ঠাতা কে? তারও কোনো তথ্য জানা যায়নি। বর্তমান বাংলাদেশের ভিতরে পড়া মোট দুটি চাকমা উপজাতির রাজবাড়ি ছিল। এটি একটি। আর আরেকটি হলো চাকমা রাজবাড়ি (রাঙ্গুনিয়া)

অবকাঠামো

সম্পাদনা

বর্তমান অবস্থা

সম্পাদনা

কালের ক্রমে পানির নিচে ডুবে গেছে রাজবাড়িটি। অনেকের মতে এটি ২০০৯ সালে দেখা গিয়েছিল, পানি শুকিয়ে যাওয়ায়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ঐতিহ্যবাহী চাকমা রাজার রাজবাড়ি"রাঙ্গামাটি জেলা। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০২