চাকমা রাজবাড়ি
চাকমা রাজবাড়ি বাংলাদেশ এর চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক রাজবাড়ি।[১]
চাকমা রাজবাড়ি | |
---|---|
সাধারণ তথ্য | |
ধরন | বাসস্থান |
অবস্থান | রাঙ্গুনিয়া উপজেলা |
ঠিকানা | রাজানগর |
শহর | রাঙ্গুনিয়া উপজেলা, চট্টগ্রাম জেলা |
দেশ | বাংলাদেশ |
খোলা হয়েছে | আনুমানিক ১৭০০ শতকে |
স্বত্বাধিকারী | অজানা |
কারিগরী বিবরণ | |
উপাদান | ইট, সুরকি ও রড |
ইতিহাস
সম্পাদনাচট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে একটি হলো চাকমা। আর এই চাকমা নৃগোষ্ঠীদের একটি আলাদা রাজ্য ছিল। যা বর্তমান চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নে অবস্থিত। ১৭৫৭ সাল থেকে চাকমা রাজন্যবর্গ শুকদেব রায়, শেরদৌলত খাঁ, জানবক্স খাঁ, টব্বর খাঁ, জব্বর খাঁ, ধরম বক্স খাঁ, রাণী কালীন্দি, হরিশচন্দ্র রায় প্রমুখ এ অঞ্চলে রাজত্ব করেছেন। ১৮৭৪ সালে চাকমা রাজা হরিশচন্দ্র রাজধানী রাঙ্গুনিয়ার রাজানগর হতে রাঙ্গামাটিতে স্থানান্তরিত করেন।[২] তবে কে এই রাজবংশের প্রতিষ্ঠাতা তার কোন তথ্য পাওয়া যায়নি।
অবকাঠামো
সম্পাদনাবাড়িটিতে একটি রাজপ্রাসাদ, সৈন্যশালা, বন্দিশালা, হাতি ও গোড়াশালা সহ অনেকগুলো স্থাপনা রয়েছে।
বর্তমান অবস্থা
সম্পাদনারাঙামাটি জেলার রাজবন বিহারের পাশে কাপ্তাই লেক দিয়ে ঘেরা চাকমা রাজার রাজবাড়ি অবস্থিত। বর্তমানে ৫১তম চাকমা সার্কেল চিফ রাজা অর্থাৎ চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, তাঁর স্ত্রী ইয়েন ইয়েন ও মা আরতি রায় এই বাড়িতে থাকেন। বর্তমান চাকমা রাজবাড়িতে রাজদরবার, কাছারি, সজ্জিত কামানের দেখা মিলবে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চাকমা রাজবাড়ি!"। ২৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- ↑ "রাঙ্গুনিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |