চাঁদনী চক্ মেট্রো স্টেশন (কলকাতা)
(চাঁদনী চক্ মেট্রো স্টেশন থেকে পুনর্নির্দেশিত)
চাঁদনি চক হল কলকাতা মেট্রোর একটি স্টেশন।[১] [২] ১৯৯৫ সালের ১৯ ফেব্রুয়ারি এই স্টেশনটি চালু হয়েছিল। স্টেশনটি কলকাতার চাঁদনি চক বাজারের কাছে অবস্থিত। দ্য স্টেটসম্যান পত্রিকার কেন্দ্রীয় কার্যালয় ভিক্টোরিয়া হাউস, আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর প্রধান কার্যালয়, যোগাযোগ ভবন ও এয়ার ইন্ডিয়ার কলকাতা কার্যালয় এই স্টেশনটির কাছে অবস্থিত। চাঁদনি চক স্টেশনটি কলকাতার একটি ব্যস্ত বাজার অঞ্চলে অবস্থিত। এই স্টেশনের কাছে কলকাতার কয়েকটি শপিং মলও গড়ে উঠেছে।
চাঁদনি চক | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
কলকাতা মেট্রো স্টেশন | |||||||||||
প্ল্যাটফর্ম | আইল্যান্ড প্ল্যাটফর্ম | ||||||||||
রেলপথ | ২ | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরন | ভূগর্ভস্থ | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ১৯ ফেব্রুয়ারি, ১৯৯৫ | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
পাদটীকা
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৩।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৯ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৩।