চন্দ্রপুর ইউনিয়ন, শরীয়তপুর সদর

শরীয়তপুর জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

চন্দ্রপুর ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[১][২]

চন্দ্রপুর
ইউনিয়ন
চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ
চন্দ্রপুর ঢাকা বিভাগ-এ অবস্থিত
চন্দ্রপুর
চন্দ্রপুর
চন্দ্রপুর বাংলাদেশ-এ অবস্থিত
চন্দ্রপুর
চন্দ্রপুর
বাংলাদেশে চন্দ্রপুর ইউনিয়ন, শরীয়তপুর সদরের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৭′৫৩″ উত্তর ৯০°১২′৩৯″ পূর্ব / ২৩.১৩১৩৯° উত্তর ৯০.২১০৮৩° পূর্ব / 23.13139; 90.21083 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাশরীয়তপুর জেলা
উপজেলাশরীয়তপুর সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা সম্পাদনা

ইতিহাস সম্পাদনা

হাজী শরীয়তুল্লাহর নামানুসারে শরীয়তপুরের নাম নামকরণ করা হয়। শরীয়তপুর সদর উপজেলার,ছোট্ট একটি ঐতিহ্যবাহী অঞ্চল বা ইউনিয়নের নাম চন্দ্রপুর ইউনিয়ন। আনুমানিক অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে তৎকালীন এ অঞ্চলের মাতুব্বর চন্দ্রা-বৈঢ়াগী এর নামানুসারে চন্দ্রপুর গ্রামের এর নামকরণ করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে বৃহত্তম চিকন্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ড হিসেবে পরিচিত ছিল। তৎকালীন চেয়ারম্যান মোঃ ইমানোদ্দিন মোল্লা এর নেতৃতে চন্দ্রপুর গ্রামকে ইউনিয়ন হিসাবে বিভক্ত করেন। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী চন্দ্রপুর ইউনিয়নের বর্তমান জনসংখ্যা 20 হাজারেরও বেশি। মোট জনসংখ্যার প্রায় 12 হাজার পুরুষ ,এবং বাকি নারী । চন্দ্রপুর ইউনিয়নের মোট আয়তন 5 বর্গকিলোমিটার বা 3860 একর। চন্দ্রপুর ইউনিয়নে মোট 11 টি ওয়ার্ড রয়েছে এবং মোট 14 টি গ্রাম রয়েছে। গ্রাম গুলোর নাম হল: চন্দ্রপুর, বাহের চন্দ্রপুর, উত্তর চন্দ্রপুর ,দক্ষিণ চন্দ্রপুর , গাজীপুর, চর গাজীপুর ,চর কীর্তি নগর ,কীর্তি নগর ,রনখোলা, রনখোলা শিবপুর ,দরিকান্দি ,রায়পুর ,সন্তোষপুর। মৌজা রয়েছে 9 টি। সর্বশেষ গণনা অনুযায়ী চন্দ্রপুর ইউনিয়নের মোট ঘর সংখ্যা 2211 টি ।

বর্তমান হিসাব অনুযায়ী চন্দ্রপুর ইউনিয়নের শিক্ষা হার প্রায় 45%। 

চন্দ্রপুর ইউনিয়ন হতে , মূল পদ্মা নদীর দূরত্ব মাত্র 15 কিলোমিটার। তাছাড়া চন্দ্রপুর ইউনিয়নের অতি নিকটে রয়েছে আড়িয়াল খাঁ নদ। এই বড় নদী ছাড়াও বেশকিছু ছোট ছোট খাল এবং শাখা নদী ও রয়েছে। দর্শনীয় স্থান হিসেবে রয়েছে ,বাহের চন্দ্রপুর বাইতুল আল-আকসা জামে মসজিদ ,সাবেক চেয়ারম্যান নয়ন খান সাহেবের বাড়ি ,চন্দ্রপুর-ছিলারচর হাওর রয়েছে। চন্দ্রপুর ইউনিয়নের একটি অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্সটি রনখোলা,দরিকান্দি গ্রামে অবস্থিত। শরীয়তপুর 1 আসনের মাননীয় এমপি মহোদয় জনাব ইকবাল হোসেন অপু মিয়ার বাড়ি চন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত। হাট-বাজার: চন্দ্রপুর বাজার, রায়পুর হাট, লক্ষ্মীর মোর বাজার, গাজিপুর দুধ-বাজার, কীর্তি নগর দুধ-বাজার। ভৌগলিক অবস্থান অনুযায়ী শরীয়তপুর সদর উপজেলার পশ্চিমে শরীতপুর-মাদারীপুর বর্ডারের শেষাংশে চন্দ্রপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠান

দর্শনীয় স্থান সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান-Abdus Salam Khan

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ Noyon Khan Shaheb
০২ Abdul Halim Molla
০৩ Mohammad Jahangir Shikder
০৪ Faruk molla
০৫ Abdus Salam Khan
০৬ Dabir Molla
০৭

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চন্দ্রপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০ 
  2. "শরীয়তপুর সদর উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০