চন্দ্রঘণ্টা (দেবী)

দেবী পার্বতীর একটি রূপ

শ্রীশ্রী চণ্ডী বা দেবী সপ্তশতীর উত্তর চরিত্রের সূচনায় দেবী চন্দ্রঘণ্টা দেবীমহাসরস্বতীর নবদুর্গা অবতারের তৃতীয় মূর্তি বলে বর্ণিত। দেবী চন্দ্রঘণ্টার পূজা নবরাত্রিক ব্রতের তৃতীয় দিনে শুক্লতৃতীয়াকল্পে সম্পন্ন হয়। মণিপুর চক্রে অবস্থিতা,কোটিসূর্যসঙ্কাশা দশভুজা ত্রিনেত্রা এই দেবী সাধকের সকল দুর্গতি,বিঘ্ন নাশ করেন। তিনি হিমালয়দুহিতাশিবের পত্নী।
দেবীর বিস্তৃত ধ্যানমন্ত্র-
বন্দে বাঞ্ছিতলাভায়াং চন্দ্রার্ধকৃতশেখরাম্।
সিংহস্থাং দশভুজাং চন্দ্রঘন্টাং যশস্বিনীম্।।
মণিপুরস্থিতাং নিত্যাং তৃতীয়দুর্গাং ত্রিনয়নাম্।
খড়্গং গদাং ত্রিশূলঞ্চ চাপং শরং তথা পরম্।।
পদ্মং কমণ্ডলুং মালাধরাং বরাভীতিকরাম্।
পট্টবস্ত্রপরিধানাং স্মেরাননাং বরাং শুভাম্।।
হারমঞ্জীরকেয়ূরকিঙ্কিনীরত্নকুণ্ডলমণ্ডিতাম্।
নানালঙ্কারশোভাঢ্যাং সূর্য্যকোটিসমং প্রভাম্।‌।
প্রফুল্লবদনাং কান্তকপোলাং পীনোত্তুঙ্গপয়োধরাম্।
কমনীয়াং লাবণ্যাং ক্ষীণকটিং নিতম্বিনীম্।।

চন্দ্রঘন্টা
দেবী চন্দ্রঘন্টা
দেবনাগরীचन्द्रघन्ढा
অন্তর্ভুক্তিমহাসরস্বতীর অবতার
আবাসহিমবৎ পর্বত, মণিপুর চক্র
গ্রহচন্দ্র
মন্ত্রপিণ্ডজপ্রবরারূঢ়া চণ্ডকোপাস্যকৈর্যুতা। প্রসীদ তনুতে দেবী চন্দ্রঘন্টেতি বিশ্রুতা॥
অস্ত্রত্রিশূল, পদ্ম, গদা, কমণ্ডলু, খড়্গ, ধনুক, তীর, অক্ষমালা, অভয়মুদ্রা, বরমুদ্রা
বাহনসিংহ
সঙ্গীচন্দ্রচূড়/চন্দ্রশেখর (শিব)

প্রচলিত লোককাহিনী অনুসারে শিব-পার্বতীর বিবাহের দিনে অনুষ্ঠান পণ্ড করার মানসে তারকাসুর দৈত্যবাহিনী প্রেরণ করলে বিবাহকার্য নির্বিঘ্নে সম্পন্ন করতে দেবী পার্বতী ত্রিনেত্রা দশভুজা সিংহবাহিনী রূপে আবির্ভূতা হন ও চন্দ্রসম বিশাল ও শুভ্র ঘণ্টা বাজিয়ে সকল দৈত্য বিতাড়ন করেন। আরেক মতে শিব বিবাহকালে বিকট রূপ পরিগ্রহ করে ভূতপ্রেতাদি অনুচর সহ বিবাহসভায় উপস্থিত হলে তাঁদের দেখে মেনকা মূর্ছিতা হন। দেবী পার্বতী শিবের এই রূপের বিপ্রতীপে চন্দ্রঘণ্টা রূপ ধারণ করেন। দেবীর এই যোদ্ধৃরূপ দেখে শিব চণ্ড রূপ সংবরণ করেন ও বিবাহের জন্যে অপূর্ব মনোহর চন্দ্রচূড় বা চন্দ্রশেখর রূপ পরিগ্রহ করেন।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র সম্পাদনা

বহিসংযোগ সম্পাদনা