চন্দ্রকান্ত সন্দিকৈ ভবন

অসম সাহিত্য সভার মুখ্য কার্যালয়

চন্দ্রকান্ত সন্দিকৈ ভবন হচ্ছে অসম সাহিত্য সভার মুখ্য কার্যালয়।[১] এই ভবনটি যোরহাট জেলাতে অবস্থিত। অসমের বিভিন্ন জনগোষ্ঠীর ভাষাসমূহের উন্নতির কাজের সঙ্গে এই ভবনটি জড়িত হয়ে আছে। ১৯২৬ সালে রাধাকান্ত সন্দিকৈ তার পুত্র চন্দ্রকান্ত সন্দিকৈর স্মৃতিতে এই ভবনটি দান করেন।[১]

চন্দ্রকান্ত সন্দিকৈ ভবন
সাধারণ তথ্য
ধরনভবন
অবস্থানযোরহাট, অসম

পুনরায় নির্মাণ সম্পাদনা

পুরানো ভবনটির কিছু অংশ ক্ষতি হওয়ায় এটি পুনরায় নির্মাণ করা হয়। অসম সরকার এই ভবনটির পুনরায় নির্মাণ করার দায়িত্ব নেন। পূর্বের ভবনটির স্থানে নতুন ভবনটি নির্মাণ করা হয়।[১][২]

উদ্বোধন সম্পাদনা

 
চন্দ্রকান্ত সন্দিকৈ ভবনের ভিতরে থাকা অসম সাহিত্য সভার আগের সভাপতিদের ছবি।

২০১১ সালের ১১ জানুয়ারিতে অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ উদ্বোধন করেন।[২] সাথে অসম সরকার এই ভবনটিকে চন্দ্রকান্ত সন্দিকৈ ঐতিহ্য ভবন বলে নামকরণ করেন।[২] তরুণ গগৈ সঙ্গে বলেন যে, "রাধাকান্ত সন্দিকৈ সেই সময় অসমীয়া সংস্কৃতি ও সাহিত্যের প্রয়োজনীয়তার কথা বুঝেছিলেন। সেজন্য, ১৯২৬ সালে রাধাকান্ত সন্দিকৈ অসম সাহিত্য সভাকে এই ভবনটি দান করেন।"[২]

 
চন্দ্রকান্ত সন্দিকৈ ভবনের একটি দৃশ্য

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Buildings and Monuments in Jorhat"। Pan India Internet Private Limited। সংগ্রহের তারিখ January 09, 2013  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Chandrakanta Handique Bhavan inaugurated"। assam tribune। January 12, 2011। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ January 09, 2013  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:যোরহাট জেলা