চট্টগ্রাম ক্লাব লিমিটেড
চট্টগ্রাম ক্লাব লিমিটেড (বা চিটাগাং ক্লাব লিমিটেড) বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত সামাজিক সংগঠন। ১৮৭৮ সালে[২] ব্রিটিশ শাসনামলে সামাজিক ক্লাব হিসেবে এটি প্রতিষ্ঠিত হয় যা দক্ষিণ এশিয়ার প্রাচীনতম অভিজাত ক্লাব হিসেবে বিবেচিত।[২]
সংক্ষেপে | সিসিএল |
---|---|
নামকরণ | চট্টগ্রাম |
উত্তরসূরী | প্রোভিশনাল ক্লাব |
গঠিত | ১৮৭৮ |
প্রতিষ্ঠাতা | ডব্লিও এ ক্যাম্পরেল |
প্রতিষ্ঠাস্থান | চট্টগ্রাম |
ধরন | সামাজিক ক্লাব |
আইনি অবস্থা | সক্রিয় |
সদরদপ্তর | এস এস খালেদ সড়ক |
অবস্থান |
|
স্থানাঙ্ক | ২২°২০′৫২″ উত্তর ৯১°৪৯′১১″ পূর্ব / ২২.৩৪৭৭০১° উত্তর ৯১.৮১৯৭৮৫৪° পূর্ব |
যে অঞ্চলে | চট্টগ্রাম জেলা |
মালিক | প্রতিরক্ষা মন্ত্রণালয় |
সভাপতি | জসিম উদ্দিন চৌধুরী[১] |
সহ-সভাপতি | আল সাদাত দোভাষ[১] |
সম্পাদক | নুরুল আমিন |
ওয়েবসাইট | chittagongclubltd |
ইতিহাস
সম্পাদনা১৮৭৬ সালে চা বাগান মালিক ডব্লিও এ ক্যাম্পবেল চট্টগ্রাম ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ১৮৭৮ সালের ২৩ আগস্ট পুরাতন টেলিগ্রাফ কার্যালয়ের নিকট ক্লাবের স্থান নির্ধারিত হয়। পরবর্তীতে ১৯০৩ সালের ২৭ মার্চ তৎকালীন জমিদার রায় নিত্যানন্দ রায় বাহাদুর কর্তৃক পাইওনিয়ার হিলে বরাদ্দকৃত জমিতে ক্লাবের স্থান নির্ধারন করা হয়। ১৯০১ সালের ২৭ মার্চ ক্লাবটি চালু করা হলেও নিবন্ধিত কোম্পানি হিসাবে অনুমোদন লাভ করে ১৯০৮ সালে।[২][৩] প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক বাহিনীকে সমগ্র এলাকাটির মালিকানা ৯৯ বছরের জন্য চট্টগ্রাম ক্লাব লিমিটেডের পক্ষে স্বীকৃতি দেয়া হয়, যা ২ জানুয়ারি ১৯৫৬ সাল থেকে এই চুক্তি কার্যকর হয়।[২]
বিবরণ
সম্পাদনাক্লাবে সাধারণ সুবিধাগুলো মধ্যে রয়েছে গেস্ট হাউস কমপ্লেক্স, কেটারিং, বার, বেকস ও ফ্লেক্স, লন ক্যাফে, সি-ম্যাক্স সিনেমা হল, গ্রন্থাগার, সেলুন, ব্যাঙ্কুয়েট হল, পারিবারিক ডাইনিং হল, সম্মেলন কেন্দ্র, মিলনায়তন কক্ষ। পাশাপাশি ক্রীড়া সুবিধার মধ্যে রয়েছে স্বাস্থ্য ক্লাব,[৪] সুইমিং পুল, টেনিস কোর্ট, স্কোয়াশ, বাস্কেটবল, বিলিয়ার্ড ও স্নুকার, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবলের ব্যবস্থা।[২] ক্লাবটি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে।[৫] ২০১২-১৩ সালে সদস্যদের জন্য একটি চার তলা বিশিষ্ট ভবন নির্মিত হয়।
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "আল সাদাত দোভাষ ভাইস চেয়ারম্যান টিটাগং ক্লাবের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী"। দৈনিক পূর্বকোণ। ১৪ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ ঙ "সম্পর্কে"। চট্টগ্রাম ক্লাব লিমিটেড (ইংরেজি ভাষায়)। চট্টগ্রাম ক্লাব লিমিটেড। ১৩ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৯।
- ↑ খালেদ, মোহাম্মদ; দাশগুপ্ত, অরুণ; হক, মাহবুবুল, সম্পাদকগণ (নভেম্বর ১৯৯৫)। "চট্টগ্রাম ক্লাব"। নগরজীবন। হাজার বছরের চট্টগ্রাম (৩৫ বর্ষপূর্তি বিশেষ সংখ্যা)। চট্টগ্রাম: এম এ মালেক, দৈনিক আজাদী: ৩১৩।
- ↑ "চিটাগাং ক্লাবে নবনির্মিত হেলথ ক্লাব উদ্বোধন"। দৈনিক পূর্বকোণ। ৬ ডিসেম্বর ২০১৮। ১৩ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৯।
- ↑ "চট্টগ্রাম ক্লাবের ব্যবস্থাপনায় প্রথমবারের মত স্কোয়াশ টুর্নামেন্ট কাল উদ্বোধন"। ctgnews.com। ২০১৪-০৫-০৩। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]