ঢাকা ক্লাব
এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়ার সংশ্লিষ্ট নিবন্ধ অনুবাদ করে সম্প্রসারণ করা যেতে পারে। (ডিসেম্বর ২০২৪) অনুবাদ করার আগে গুরুত্বপূর্ণ নির্দেশাবলি পড়ার জন্য [দেখান] ক্লিক করুন।
|
ঢাকা ক্লাব বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত প্রাচীনতম বিনোদনমূলক সংগঠন। রমনা এলাকায় অবস্থিত এই পার্কটি ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ও অন্যান্য ইউরোপীয়দের বিনোদনের জন্য প্রতিষ্ঠিত হয়, এবং বিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত এখানে কেবল শ্বেতাঙ্গদেরই প্রবেশাধিকার ছিল।
চিত্র:Dhaka Club Logo.png ঢাকা ক্লাবের লোগো | |
গঠিত | ১৯ আগস্ট ১৯১১ |
---|---|
ধরন | সামাজিক, খেলাধুলা এবং বিনোদন মূলক ক্লাব |
সদরদপ্তর | শাহবাগ, ঢাকা, বাংলাদেশ |
অবস্থান |
|
সদস্যপদ | ৪৫০০ |
দাপ্তরিক ভাষা | ইংরেজি |
সভাপতি | আশরাফুজ্জামান খান |
ওয়েবসাইট | http://www.dhakaclubltd.com/ |
ক্লাবটির যাত্রা শুরু ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে। তখন পুরানো ঢাকার আন্টাঘর ময়দান (বর্তমানের বাহাদুর শাহ পার্ক) এর একটি কোনায় আর্মেনীয়দের বিলিয়ার্ড খেলার ক্লাব অবস্থিত ছিলো। পরে ইংরেজরা এটি কিনে নেয়। [১]
ক্লাবটি নিবন্ধন করা হয় ১৯১১ সালে।
১৯৪১ সালে রমনা এলাকার ৫২৪ বিঘা জমি ক্লাবটিকে ইজারা দেয়া হয়। পরে ঐ জমিতে স্থাপিত হয়েছে ঢাকা শেরাটন হোটেল, বেতার ভবন, বারডেম, ইত্যাদি।


আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ মুনতাসীর মামুন, "ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী", ৩য় সংস্করণ, ৪র্থ মূদ্রণ, জানুয়ারি ২০০৪, অনন্যা প্রকাশনালয়, ঢাকা, পৃষ্ঠা ১০৪, ISBN 984-412-104-3।