ঙ
ঙ (নাম: উঙ, আধ্বব: [uŋɔ], প্রাচীন ব্রাহ্মীরূপ: 𑀗) হলো বাংলা বর্ণমালার পঞ্চম ব্যঞ্জনবর্ণ এবং বাংলা বর্ণমালার বর্তমান বিন্যাস অনুযায়ী ১৬তম বর্ণ। 'ঙ' হলো একটি মাত্রাবিহীন ব্যঞ্জনবর্ণ।
ঙ | |
---|---|
ব্যবহার | |
লিখনপদ্ধতি | বাংলা লিপি |
ধরন | শব্দীয় বর্ণমালা লিপি |
উৎপত্তির ভাষা | বাংলা ভাষা |
উচ্চারণ ব্যবহার | [ŋ] |
ইউনিকোড মান | U+0999 |
বর্ণমালায় অবস্থান | ১৬ |
ইতিহাস | |
ক্রমবিকাশ | |
অন্যান্য | |
লেখার দিক | বাম থেকে ডানে |
বর্ণনা
সম্পাদনা'ঙ' বাংলা বর্ণমালার পঞ্চম ব্যঞ্জনবর্ণ হওয়ার সাথে সাথে ক-বর্গীয় ধ্বনিরও পঞ্চম ধ্বনি।'ঙ' এবং 'ং' এর উচ্চারণ অভিন্ন। আবু ইসহাকের মতে, 'ঙ' কে সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে 'ং' বর্ণের সৃষ্টি।[১] 'ঙ' কোনো শব্দের আদ্যবর্ণ রূপে ব্যবহৃত হয় না । তবে 'ঙাপ্পি' শব্দে 'ঙ' আদিবর্ণ রূপে অভিধানে সংকলিত হয়েছে যদিও বানানটির 'নাপ্পি' রূপ বহুল প্রচলিত। 'ঙ' এর পরিবর্তে 'ন' দিয়ে লেখা হয়। কিন্তু বিখ্যাত ছড়াকার সুকুমার রায় তাঁর 'খাই খাই' ছড়ায় শব্দটি 'ঙাপ্পি' লিখেছেন।[২]
ব্যঞ্জনসন্ধির ক্ষেত্রে "ক" এর "ঙ" রূপ পরিগ্রহণ বিশেষভাবে লক্ষণীয়। যেমন: দিঙ্নির্ণয়(দিক্+নির্ণয়),বাঙ্ময় (বাক্+ময়),বাঙ্মুখ (বাক্+মুখ) ইত্যাদি।
ব্যবহার
সম্পাদনাস্বরবর্ণ | ঙ'র সাথে যুক্ত হলে |
---|---|
অ | ঙ |
আ | ঙা |
ই | ঙি |
ঈ | ঙী |
উ | ঙু |
ঊ | ঙূ |
ঋ | ঙৃ |
এ | ঙে |
ঐ | ঙৈ |
ও | ঙো |
ঔ | ঙৌ |
যুক্তবর্ণ (ঙ যোগ)
সম্পাদনাপৃথকরূপে | যুক্তরূপ | শব্দ |
---|---|---|
ঙ্ + ক | ঙ্ক | অঙ্ক |
ঙ্ + খ | ঙ্খ | শঙ্খ |
ঙ্ + গ | ঙ্গ | গঙ্গা |
ঙ + ঘ | ঙ্ঘ | সঙ্ঘ |
ঙ্ + ঘ + র | ঙ্ঘ্র | অঙ্ঘ্রি |
ঙ্ + ন | ঙ্ন | বাঙ্নিষ্ঠ |
ঙ্ + ম | ঙ্ম | বাঙ্ময় |
ধ্বনিগত বৈশিষ্ট্য
সম্পাদনা'ঙ' একটি নাসিক্য ধ্বনি। 'ঙ' প্রথাগতভাবে কন্ঠ্যধ্বনি অভিহিত হয় তবে অন্যান্য ক-বর্গীয় ধ্বনির মতোই এর উচ্চারণস্থান জিহ্বামূল বা পশ্চাত্তালু । এটি একটি ঘোষ ধ্বনি।
উদাহরণ
সম্পাদনা- রঙিন
- রাঙা
- জঙ্গি (ঙ্+গ)
- মাছরাঙা
- জঙ্গল (ঙ্+গ)
- পঙ্কজ (ঙ্+ক) ইত্যাদি।
কম্পিউটিং কোড
সম্পাদনাঅক্ষর | ঙ | |
---|---|---|
ইউনিকোড নাম | বাংলা অক্ষর ঙ | |
এনকোডিং | দশমিক | হেক্স |
ইউনিকোড | 2457 | U+0999 |
ইউটিএফ-৮ | 224 166 153 | E0 A6 99 |
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র | ঙ | ঙ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সমকালীন বাংলা ভাষার অভিধান। বাংলা একাডেমি।
- ↑ "খাই খাই (ছড়া)"। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]