ঘোষ কণ্ঠনালীয় উষ্মধ্বনি
ঘোষ কণ্ঠনালীয় ঊষ্মধ্বনি একটা ব্যঞ্জনধ্বনি। এই ব্যঞ্জনধ্বনিটা বিশ্বের অনেকগুলো কথ্য ভাষায় ধ্বনিমূলক হিসাবে ব্যবহার করা হয়।
আইপিএতে [ɦ]
বাংলা লিপিতে হ্ যেমন "মহান", "বেহুশ", "গৃহ", ইত্যাদি।
বাংলা বর্ণমালায় "হ" বর্ণটি শব্দের আদিতে বসলে অঘোষ কণ্ঠনালীয় ঊষ্মধ্বনি হিসেবে উচ্চারিত, যেমন "হাত", "হুকুম", "হিমালয়"।