ঘাটভোগ ইউনিয়ন

খুলনা জেলার রূপসা উপজেলার একটি ইউনিয়ন

ঘাটভোগ ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[১]

ঘাটভোগ ইউনিয়ন
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাখুলনা জেলা
উপজেলারূপসা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন সম্পাদনা

১৯৬০ সালে প্রতিষ্ঠিত ৫নং ঘাটভোগ ইউনিয়নের আয়তন ৫৭.২৮ বর্গ কিঃ মিঃ। ২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এই ইউনিয়নের লোকসংখ্যা – ৩১,৬৮৭ জন (প্রায়) যার মধ্যে নারীর সংখ্যা ১৫,৫১৪ জন (প্রায়) এবং পুরুষ ১৬,১৭৩ জন (প্রায়)। ইউনিয়নে গ্রামের সংখ্যা ২০ টি ও মৌজার সংখ্যা ১৩ টি। এই ইউনিয়নে ৪ টি বাজার আছে। উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম হচ্ছে ভ্যান, বেবীট্যাক্সী, মটরসাইকেল ইত্যাদি। ২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী এখানকার শিক্ষার হার – ৪৯%।[২]

গ্রাম সমূহ সম্পাদনা

  • আনন্দনগর
  • পুটিমারী
  • আলাইপুর
  • চাঁদপুর
  • গোয়াড়া
  • শিয়ালী
  • ডোবা
  • বামনডাঙ্গা
  • নূতুনদিয়া
  • বান্দাখাল
  • বলটি
  • ঘাটভোগ
  • বিল মৌভোগ
  • নারিকেলী
  • চাদপুর
  • নরনীয়া
  • ধোপাখোলা
  • গোয়ালবাড়ীর চর
  • পিঠাভোগ
  • সিন্দুরডাঙ্গা

শিক্ষাপ্রতিষ্ঠান সম্পাদনা

মহাবিদ্যালয়
  • আলাইপুর কলেজ (ডিগ্রি)
  • চাদপুর কলেজ
  • শিয়ালী এস,জি,সি কলেজ[৩]
উচ্চমাধ্যমিক বিদ্যালয়
  • আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, আলাইপুর,রূপসা,খুলনা
  • আনন্দনগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আনন্দনগর, রূপসা, খুলনা।
  • গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, গোয়াড়া, রূপসা, খুলনা।
  • শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, শিয়ালী, রূপসা, খুলনা।
  • বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, বামনডাঙ্গা, রূপসা, খুলনা
  • ডোবা বহুমূখি মাধ্যমিক বিদ্যালয়, ডোব, রূপসা, খুলনা।
  • পিঠাভোগ ডি,জি,সি মাধ্যমিক বিদ্যালয়, পিঠাভোগ, রূপসা, খুলনা
  • নরনীয়া মাধ্যমিক বিদ্যালয়[৪]
মাদ্রাসা
  • মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা আনন্দনগর
  • আনন্দনগর এতিখানা মাদ্রাসা আনন্দনগর
  • আলাইপুর ইবতেদায়ী মাদ্রাসা আলাইপুর
  • আলাইপুর হাফেজিয়া মাদ্রাসা আলাইপুর
  • আলাইপুর নিছারিয়া শেখপাড়া মাদ্রাসা আলাইপুর
  • বামনডাঙ্গা সালাফিয়া মাদ্রাসা বামনডাঙ্গা
  • চাদপুর দাখিল মাদ্রাসা[৫]

দর্শনীয় স্থান সম্পাদনা

  • বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃকূলের পিঠাভোগের কুশারী বাড়ী [৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন সমূহ - রূপসা উপজেলা - জাতীয় তথ্য বাতায়ন"। ২০ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৮ 
  2. "ঘাটভোগ ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৪ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮ 
  3. "কলেজ ঘাটভোগ ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১১ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮ 
  4. "উচ্চমাধ্যমিক বিদ্যালয় ঘাটভোগ ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১১ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮ 
  5. "মাদ্রাসা ঘাটভোগ ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১১ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮ 
  6. "দর্শনীয় স্থান ঘাটভোগ ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১১ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮