ঘরোয়া বাগান

ঐতিহ্যপূর্ণ ঘরোয়া বাগান

ঐতিহ্যপূর্ণ ঘরোয়া বাগান হল একটা পাত্র হিসেবেও পরিচিত যেটা ফরাসি ভাষায় জার্দিন পটেগার অথবা স্কটল্যান্ডে একে বলা হয় কাইলাইয়ার্ড,[১] বাড়ির লাগোয়া বাগানের বাহারি উদ্ভিদ এবং চত্বর অঞ্চলগুলির থেকে এটা একটা আলাদা জায়গা। অধিকাংশ সবজি বাগান এখনো পর্যন্ত পুরোনো পারিবারিক খামার ভূখণ্ডের ছোটো সংস্করণ হিসেবে রয়ে গিয়েছে, কিন্তু ঘরোয়া বাগান কেবল ইতিহাস নয়, তার নকশা থেকেও আলাদা।

গাজর এবং পেঁয়াজের সঙ্গী বপন
ঘরোয়া বাগানে লেবুগাছ, হাওড়া, ভারত

ঘরোয়া বাগান একটা কেন্দ্রীয় বৈশিষ্ট্যযুক্ত বাহারি, সব ঋতুর ভূদৃশ্য হিসেবে থাকতে পারে অথবা এটা একটা নিচু সবজি ভূখণ্ড থেকে খানিকটা বেশি হতে পারে। এই বাগান ওষধি, শাকসবজি এবং ফলের উৎস, কিন্তু অনেক সময় এটা একই ধরনের জ্যামিতিক নকশার ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটা বাগান হয়ে যায়।

ঘরোয়া বাগানের সম্বৎসরের জন্যে এক দৃশ্যমান আবেদন বর্তমান এবং স্থায়ী বহুবর্ষজীবী উদ্ভিদ অথবা বনজ গুল্মের গাছপালার সঙ্গে একবর্ষজীবী গাছও সামিল হতে পারে।

পটেগার বাগান সম্পাদনা

পটেগার হল একটা ফরাসি শব্দ, যার অর্থ বাহারি শাকসবজি অথবা ঘরোয়া বাগান। ঐতিহাসিক নকশাটা হল ফরাসি নবজাগরণ উদ্যান এবং বারোক গার্ডেন অ্যা লা ফ্রাঞ্চাইজ যুগগুলোর একটা উদাহরণ। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্যে অনেক সময় শাকসবজির সঙ্গে ফুল (ভোজ্য এবং অ-ভোজ্য) এবং ওষধি গাছ রোপণ করা হয়।[২] খাবার সংস্থানের সঙ্গে নান্দনিকভাবে আনন্দদানের বিষয়টাও লক্ষ্য রাখা হয়।

উদ্ভিদকুলকে পছন্দ করা হয় তাদের রং এবং গঠনের সঙ্গে তাদের কার্যকরতার নিরীখে।[৩] অনেককে প্রশিক্ষণ দেওয়া হয় ঊর্ধ্বমুখী উন্নয়ন জারি রাখার জন্যে। অতি সামান্য যত্নে একটা ভালোভাবে সাজানো ঘরোয়া বাগান বাড়ির জন্যে খাবার জিনিসের সঙ্গে তোলা ফুল এবং ভেষজের জোগানও দিতে পারে।[২] ঘরোয়া বাগানগুলো কাঠামোর বিস্তৃত বিন্যাসে বাড়ির জন্যে সরবরাহে প্রচ্ছন্নভাবে কাজ করতে পারে--রক্ষণাবেক্ষণহীন ধরনের কুটির বাগান থেকে আনুষ্ঠানিকতাযুক্ত বন্ধন বাগানে পর্যবসিত হতে পারে।

শাকসবজি বাগান সম্পাদনা

 
বেলজিয়ামের বের্নেমে একটি ভেষজ বাগান
 
বোরেজ সাধারণত ভেষজ বাগানে বেড়ে ওঠে। এর ফুলগুলো খাদ্য আভরণ হিসেবে ব্যবহৃত হতে পারে
 
কাউব্রিজ ফিজিক গার্ডেন, ওয়েলস
 
লাওসের উঁচু মাচায় একটা ঘরোয়া বাগানে সবুজ লেটুস
 
ভারতের ঘরোয়া বাগানে হলুদ গাছ

একটা শাকসবজি বাগান (এটাকে শাকসবজি খণ্ড বা শাকসবজি ভূখণ্ড নামেও ডাকা যায়) হল নান্দনিক প্রয়োজনে থাকা ফুল বাগানের বদলে এরকম একটা বাগান যেখানে মানুষের ভোগের জন্যে দরকারি শাকসবজি এবং অন্যান্য উদ্ভিদের সমাবেশ দেখা যায়,[৪] [৫] এটা ক্ষুদ্রায়তন ধরনের শাকসবজি জন্মানোর একটা বাগান। সাধারণভাবে একটা শাকসবজি বাগানের মধ্যে একটা কম্পোস্ট স্তূপ এবং কয়েকটা ভূখণ্ড অথবা জমির ভাগ করা অঞ্চল থাকে, যেখানে প্রত্যেক ভূখণ্ডে এক বা দু-ধরনের উদ্ভিদ জন্মাবে। ভূখণ্ডগুলো অনেক সারিতে ভাগ করা হয় যাতে একেকটা সারিতে আলাদা আলাদা শাকসবজি জন্মায়। এট সাধারণভাবে একান্তে পিছন বাগান কিংবা পিছন উঠোনে থাকে। যুক্তরাজ্য এবং আমেরিকার প্রায় এক-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তিগত উদ্যোগ অথবা গোষ্ঠী রান্নাঘর অথবা শাকসবজি বাগানগুলোতে খাবার তৈরি করে।[৬] [৭] দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক মানুষের একটা 'বিজয় বাগান' ছিল যা খাদ্যের জোগান দেয় এবং এভাবে যুদ্ধের প্রচেষ্টার জন্য সংস্থানগুলোকে মুক্ত করে।[৮]

অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে এবং জৈব ও টেকসই জীবনযাত্রার প্রতি আগ্রহ বেড়ে যাওয়ায় অনেক মানুষ শাকসবজি বাগানকে তাদের পরিবারের খাদ্য সম্পূরক হিসেবে বদল করছে। পিছনের অঙ্গনে যে খাদ্য জন্মেছে তার পরিবহন কিংবা রক্ষণাবেক্ষণের জন্যে যদি সামান্য ইন্ধন খরচ হয়ে থাকে যা উৎপাদক অবশ্যই জানে যে, এটা জন্মাতে ঠিক কী ব্যবহৃত হয়। আধুনিক বাড়ির বাগান প্রস্তুতকারকদের জন্যে জৈব বাগানপালন, অথবা জৈব বাগান তৈরি ক্রমান্বয়েই জনপ্রিয় হয়ে উঠেছে।[৯]

ভেষজ বাগান সম্পাদনা

বাগানের একটা আলাদা জায়গা অনেক সময় এক বিশেষ ভেষজ গোষ্ঠীর উদ্ভিদ জন্মানোর জন্যে উৎসর্গিত হয়, যাকে ভেষজ বাগান বলে। এই বাগানগুলো কিছু সংখ্যক অনাড়ম্বরমূলক গাছে পূর্ণ হতে পারে, অথবা সেগুলো সমাদরে নকশা করা হতে পারে, এমনকি একটা বিশেষ ধারায় সেগুলো বন্ধন বাগানের মতো সাজানো এবং ছাঁটাই করা হয়।

ভেষজ বাগানগুলো পুরোপুরি কার্যকর হতে পারে অথবা এগুলোতে কার্যকর এবং আভরণমূলক গাছের সংমিশ্রণ থাকতে পারে। ভেষজগুলো সাধারণত রান্নায় খাবারের গন্ধের জন্যে ব্যবহৃত হয়, যদিও এগুলো কীটপতঙ্গ নিরুৎসাহ করা, মনোগ্রাহী সুগন্ধি সরবরাহ করার মতো অন্য উপায়ে অথবা ওষধির উদ্দেশ্যে সাধন করা (যেমন একটা ভেষজ বাগান ) ইত্যাদিতে ব্যবহার করা যেতে পারে।

এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করার বাড়তি সুবিধেসহ পাত্র অথবা ধারকে বিভিন্ন ভেষজ গাছ লাগিয়ে একটা ঘরোয়া বাগান বানানো যেতে পারে। যদিও সকল ভেষজ পাত্র বা ধারক সাফল্য লাভ করেনা, কিছু ভেষজ অন্যদের থেকে ভালো বাড়ে। পুদিনা একটা সুগন্ধি হলেও আক্রমণাত্মক ওষধি, এটা এমন একটা ওষধির উদাহরণ যা একটা ধারকে রাখার পরামর্শ দেওয়া হয় অথবা এটা পুরো বাগানটাই দখল করবে।[১০] [১১] [১২]

রান্না করে খাওয়া যায় এরকম ভেষজগুলো নাতিশীতোঞ্চ আবহাওয়ায় মধ্যযুগীয় সময়কালের মতোই বর্তমানেও বৃহৎ পরিসরে দেখা যায়। অনেক সময় ভেষজগুলোর বহুমুখী ব্যবহার হয়। উদাহরণস্বরূপ, পুদিনা রান্না, চা এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহার হতে পারে। ওষধির অনেক ব্যবহারের মধ্যে আছে:[১৩]

  • বছরভর রান্না করে খাওয়া হয় এরকম ভেষজ গাছ : তুলসী, মৌরি, গ্রীষ্মকালীন খাবার
  • বহুবর্ষজীবী রান্না করে খাওয়া ভেষজ: পুদিনা, রোজমেরি, আজোয়ানের ফুল, নাগদোনা, ভূঁইতুলসী
  • শুকনো আতরে ব্যবহৃত ভেষজ: ল্যাভেন্ডার, লেবু গুল্ম
  • চায়ে ব্যবহৃত ভেষজ: পুদিনা, লেবু গুল্ম, ক্যামোমিল, আজোয়ানের ফুল, মোনারদা, গোলাপ ফুল, লেবু সুগন্ধ পদার্থ, ক্যালেন্ডুলা, পবিত্র তুলসী, একিনাসিয়া, পুদিনাবিশেষ
  • অন্যান্য উদ্দেশ্যে ব্যবহৃত ভেষজগুলো: মিষ্টির জন্য স্টেভিয়া, বাগানে কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্য ফিভারফিউ।[১৪]

আরও দেখুন সম্পাদনা

  • বাগানের ধরনের তালিকা
  • কাইলিয়ার্ড স্কুল
  • ভিক্টোরিয়ান কিচেন গার্ডেন

তথ্যসূত্র সম্পাদনা

  1. Scots "kailyaird" or "kailyard", means a small cabbage patch (see kale) or kitchen garden, usually adjacent to a cottage.--Cuddon, J. A. (1977) A Dictionary of Literary Terms. London: André Deutsch; p. 343.
  2. Titmarsh, Alan (জানুয়ারি ২৬, ২০১৪)। "Grow your veggies in style! How to create a kitchen garden"The Express। সংগ্রহের তারিখ মে ৯, ২০১৭ 
  3. Hendry, Ann Marie। "How to Design a Potager Garden"। growveg.co.uk। সংগ্রহের তারিখ মে ৯, ২০১৭ 
  4. Komar, Stephen (মে ৭, ২০১৭)। "Some tips as you prepare your spring vegetable garden"New Jersey Herald। njherald.com। মে ৭, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ৯, ২০১৭ 
  5. "Planning a vegetable garden"। rhs.org.uk। সংগ্রহের তারিখ মে ৯, ২০১৭ 
  6. "'Rising numbers' growing own food"। মে ১৭, ২০১২ – www.bbc.co.uk-এর মাধ্যমে। 
  7. "Gardening Boom: 1 in 3 American Households Grow Food"Farmer Foodshare। ২৮ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০ 
  8. Pack, Charles Lathrop (১৯১৯)। War Gardens Victorious। J. B. Lippincott। পৃষ্ঠা 15। 
  9. Buckland, Toby। "The beginner's guide to starting a veg garden"। The Telegraph। সংগ্রহের তারিখ মে ৯, ২০১৭ 
  10. "Gardening Design"Neta Design। মে ২৪, ২০২০। জুলাই ২৮, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  11. "Mint and the Home Vegetable Garden"। VegetableGardenHub.com। সংগ্রহের তারিখ মে ১৯, ২০১২ 
  12. "Gardening Guide"  Sunday, March 15, 2020
  13. "পুদিনা পাতার উপকারিতা ও গুনাবলি"অনলাইনপ্রেস ২৪ (ইংরেজি ভাষায়)। ১৬ জুন ২০২০। ১০ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২০ 
  14. John Davidson and Dueep J. Singh গুগল বইয়ে A Beginner's Guide to Raised Bed Gardening – Gardening Tips and Techniques ..., পৃ. 27,

অতিরিক্ত পাঠ সম্পাদনা

  • বার্টলে, জেনিফার আর (২০০৬)। ডিজাইনিং দ্য নিউ কিচেন গার্ডেন: অ্যান আমেরিকান পটেগার হ্যান্ডবুক। পোর্টল্যান্ড: টিম্বার প্রেস। আইএসবিএন 978-0-88192-772-6 
  • ডেভিস, জেনিফার (১৯৮৭)। ভিক্টোরিয়ান কিচেন গার্ডেন । লন্ডন: বিবিসি বুকস। আইএসবিএন 978-0-563-20442-8
  • এমডি (১৯০১) 'ফর্মেশন অব দ্য ফ্রুট অ্যান্ড কিচেন গার্ডেন': থম্পসন, রবার্ট: দ্য গার্ডেনার্স অ্যাসিস্ট্যান্ট ; নতুন সংশোধিত সংস্করণ, উইলিয়াম ওয়াটসন নির্দেশিত এবং সাধারণ সম্পাদিত। চতুর্থ খণ্ড, পৃষ্ঠা ১-৩২। লন্ডন: গ্রেশাম পাবলিশিং কোম্পানি।
  • শেওয়েল-কুপার, ডব্লিউই (১৯৪৭) দ্য এবিসি অব ভেজিটেবল গার্ডেনিং, লন্ডন: ইংলিশ ইউনিভার্সিটিজ প্রেস (প্রথম প্রকাশ: ১৯৩৭)।
  • উইলসন, সিএ (সম্পাদনা) (১৯৯৮)। কান্ট্রি হাউস কিচেন গার্ডেন ১৬০০--১৯৫০: হাউ প্রডিউস ওয়াজ গ্রোন অ্যান্ড হাউ ইট ওয়াজ ইউজড। সাটন পাবলিশিং। আইএসবিএন   978-0-7509-1423-9

বহির্সংযোগসমূহ সম্পাদনা