ঘটপ্রভা নদী
ভারতের নদী
ঘটপ্রভা নদী কৃষ্ণা নদীর ডানদিকের একটি গুরুত্বপূর্ণ উপনদী এবং চিকসঙ্গমে কৃষ্ণা নদীর সাথে মিলিত হওয়ার পূর্বে এটি পূর্ব দিকে ২৮৩ কিলোমিটার প্রবাহিত হয়েছে। নদীর অববাহিকাটি ৮,৮২৯ বর্গকিলোমিটার প্রশস্ত এবং মহারাষ্ট্র এবং কর্ণাটক রাজ্য জুড়ে প্রসারিত।
ঘটপ্রভা নদী | |
---|---|
অবস্থান | |
দেশ | ভারত |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
দৈর্ঘ্য | ২৮৩ কিলোমিটার (১৭৬ মাইল) |
মার্কন্ডেয় নদী ঘটপ্রভা নদীর একটি শাখা নদী। এই নদী গোদচিনামালকি জলপ্রপাতের জন্য বিখ্যাত (গোকাক জলপ্রপাতের নিকটবর্তী) এবং গোককের কাছে ঘটপ্রভা নদীতে মিলিত হয়েছে।[১][২]
সেতু
সম্পাদনাগোকাক জলপ্রপাতের কাছে নদীর উপর একটি জুলন্ত সেতু রয়েছে। এই সেতুটি ঊনবিংশ শতকের শেষের দিকে বা বিংশ শতকের প্রথম দিকে নির্মিত হয়েছিল।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Morphometric Analysis of Markandeya River Sub Basin (MRSB), Belgaum District, Karnataka using Remote Sensing and Geographical Information System
- ↑ Markandeya river
- ↑ David Denenberg। "Suspension Bridges crossing Ghataprabha River"। Bridgemeister। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১২।