গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড

পাখির প্রজাতি

গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড (Ardeotis nigriceps) বা ইন্ডিয়ান বাস্টার্ড হল এক ধরনের বাস্টার্ড পাখি, যা প্রধানত ভারতে এবং ভারত সংলগ্ন পাকিস্তানে দেখা যায়। এক কথায় ভারতীয় উপমহাদেশে দেখা যায়। আয়তনে বিশাল, শরীরটা অনুভূমিক, দীর্ঘ পা ও গ্রীবা যুক্ত এই পাখিটি দেখতে অনেকটা অস্ট্রিচ বা উটপাখির মতো। উড়ন্ত পাখিদের মধেয্য সম্ভবত সবথেকে ভারী পাখি এটি। ২০১১ সালের পাখি শুমারি অনুযায়ী ভারতীয় উপমহাদেশের শুষ্ক সমভূমিতে খুবই অল্প সংখ্যক মাত্র ২৫০ টি পাখি দেখা গিয়েছিল।[] ২০১৮ সালের গননাতে দেখা যাচ্ছে বাসস্থান হ্রাস, শিকারিদের বিরূপ প্রতিক্রিয়া ও বাস্তুতন্ত্রের ভারসাম্য হ্রাসের ফলে এই পাখির সংখ্যা কেবলমাত্র ১৫০ এসে দাঁড়িয়েছে। ফলে আইইউসিএন দ্বারা এই পাখি মহাবিপন্ন বলে চিহ্নিত হয়েছে। এই পাখি ও কৃষ্ণসার হরিণদের সাধারণত একই স্থানে দেখা যেত। এরা ১৯৭২ সালের ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অধীনে সুরক্ষিত।

গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড
At Naliya grasslands, Kutch, India
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Otidiformes
পরিবার: Otididae
গণ: Ardeotis
প্রজাতি: A. nigriceps
দ্বিপদী নাম
Ardeotis nigriceps
(Vigors, 1831)
Points where the species has been recorded. Once widespread, the species is today found mainly in central and western India.
প্রতিশব্দ

Choriotis nigriceps
Eupodotis edwardsi
Otis nigriceps

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ardeotis nigriceps"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 
  2. "Only 150 Great Indian Bustards Left In India | The Weather Channel"The Weather Channel (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-০৬