গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ

বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[১] এটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়।[২]

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের মনোগ্রাম
ধরনবেসরকারী বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০০৩
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যখাজা ইফতেখার উদ্দিন (ভারপ্রাপ্ত)
শিক্ষার্থী৮০০০
ঠিকানা
২২০/ডি, বেগম রোকেয়া সরণি
, , ,
২৩°৪৭′১৩″ উত্তর ৯০°২২′৩৯″ পূর্ব / ২৩.৭৮৭০০১° উত্তর ৯০.৩৭৭৫৩৪° পূর্ব / 23.787001; 90.377534
শিক্ষাঙ্গনশহুরে
পোশাকের রঙ    
সংক্ষিপ্ত নামGUB
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.green.edu.bd
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি) ২০০৩ সালে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২-এর অধীনে প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালে ইউএস-বাংলা গ্রুপ গ্রিন ইউনিভার্সিটি পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে।[৩][৪]

একাডেমিক সম্পাদনা

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ সম্পাদনা

স্নাতক প্রোগ্রাম:

  • ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সে বি.এসসি
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে বি.এসসি
  • টেক্সটাইল প্রকৌশলে বি.এসসি

ব্যবসা অনুষদ সম্পাদনা

স্নাতক প্রোগ্রাম:

  • ব্যবসা প্রশাসনে ব্যাচেলর (বিবিএ)

স্নাতক প্রোগ্রাম:

  • ব্যবসা প্রশাসনে মাস্টার (এমবিএ)
  • ব্যাংক প্রশাসনে মাস্টার (এমবিএম)

কলা ও মানবতা ও সামাজিক বিজ্ঞান সম্পাদনা

স্নাতক প্রোগ্রাম:

  • ইংরেজিতে ব্যাচেলর অফ আর্টস (অনার্স)
  • ব্যাচেলর অফ ল (এলএলবি-মাননীয়)
  • ব্যাচেলর অফ ল (এলএলবি পাস)
  • সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ (বিএসএস অনার্স)
  • সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স)
  • নৃতত্ত্বে বিএসএস (অনার্স)

স্নাতক প্রোগ্রাম:

  • মাস্টার অফ ল (এলএল.এম)

একাডেমিক সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক সদস্যপদ সম্পাদনা

  • হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয়
  • রেজিনা বিশ্ববিদ্যালয়
  • উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
  • অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এপিইউবি)
  • ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি)
  • অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি অফ এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এইউএপি)

একাডেমিক সেশন সম্পাদনা

জিইউবি তে শিক্ষা বছরকে তিনটি সেমিস্টারে ভাগ করা হয়েছে, তা নিম্নরুপ:

  • বসন্ত: জানুয়ারি থেকে এপ্রিল
  • গ্রীষ্মকাল: মে থেকে আগস্ট
  • বসন্ত: সেপ্টেম্বর থেকে ডিসেম্বর

গ্রন্থাগার সুবিধা সম্পাদনা

শিক্ষার্থীদের মেধা এবং মননের বিকাশ ঘটাতে এখানে পড়াশোনার পাশাপাশি রয়েছে গ্রন্থাগার সুবিধা রয়েছে। গ্রন্থাগার দেশী-বিদেশী বই রয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্লাবসমূহ সম্পাদনা

  • গ্রিন মিডিয়া ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি বিতর্ক ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি 'ইইই' ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি 'ল' ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি বিজ্ঞান ও কম্পিউটার ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি ব্যবসা ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি ক্রীড়া ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি আলোকচিত্র ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি ভাষা ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি সংস্কৃতি ও সাইন ক্লাব
  • গ্রিন রক্তদান ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি সামাজিক বন্ধন ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি থিয়েটার ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি অনলাইন প্রফেশনাল
  • গ্রিন ইউনিভার্সিটি ইকো ওরিয়্যর ক্লাব

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ১২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১২ 
  2. "বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন"www.ugc-universities.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-১০-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-২৪ 
  3. "গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নতুন স্বপ্ন, প্রাণোচ্ছ্বল ভাবনা"Jugantor। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৬ 
  4. "History"Green University of Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৬ 

বহিঃসংযোগ সম্পাদনা