গ্রাহাম গ্রিন
হেনরি গ্রাহাম গ্রিন ওএম সিএইচ (ইংরেজি: Henry Graham Greene; ২ অক্টোবর ১৯০৪ - ৩ এপ্রিল ১৯৯১) ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক। অনেকেই তাকে বিশ্ব শতাব্দীর অন্যতম সেরা লেখক বলে অভিহিত করে থাকেন।[১] ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি সমাদৃত গ্রিন তার জীবনের শুরুতেই গম্ভীর ক্যাথলিক উপন্যাস ও থ্রিলারধর্মী উপন্যাস লিখে প্রধান সারির লেখক হিসেবে সুনাম অর্জন করেন। তিনি ১৯৬৬ ও ১৯৬৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কারের ক্ষুদ্রতালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন।[২][৩] ৬৭ বছরের সাহিত্য জীবনে তিনি ২৫টির অধিক উপন্যাস রচনা করেছেন।
গ্রাহাম গ্রিন | |
---|---|
স্থানীয় নাম | Graham Greene |
জন্ম | হেনরি গ্রাহাম গ্রিন ২ অক্টোবর ১৯০৪ বার্কহ্যামস্টিড, হার্টফোর্ডশায়ার, ইংল্যান্ড |
মৃত্যু | ৩ এপ্রিল ১৯৯১ ভেভি, সুইজারল্যান্ড | (বয়স ৮৬)
পেশা | লেখক |
শিক্ষা প্রতিষ্ঠান | বালিওল কলেজ, অক্সফোর্ড |
সময়কাল | ১৯২৫–১৯৯১ |
ধরন | কথাসাহিত্য, থ্রিলার |
দাম্পত্যসঙ্গী | ভিভিয়েন ডেরেল-ব্রাউনিং (বি. ১৯২৭; বি. ১৯৪৭) |
সঙ্গী | লেডি ক্যাথরিন ওয়ালস্টন (১৯৪৬–১৯৬৬) ইভোন ক্লোয়েটা (১৯৬৬-১৯৯১) |
সন্তান | লুসি ক্যারোলিন (জ. ১৯৩৩) ফ্রান্সিস (জ. ১৯৩৬) |
গ্রিন নিজেকে রোমান ক্যাথলিক ঔপন্যাসিক বলার চেয়ে ঔপন্যাসিক যিনি ক্যাথলিক বলার দাবী জানান। ক্যাথলিক ধর্মীয় বিষয়বস্তু তার বেশিরভাগ লেখনীর মূলভিত্তি, বিশেষ করে তার প্রধান চারটি ক্যাথলিক উপন্যাস - ব্রাইটন রক, দ্য পাওয়ার অ্যান্ড দ্য গ্লোরি, দ্য হার্ট অব দ্য ম্যাটার এবং দি এন্ড অব দি অ্যাফেয়ার; যেগুলোকে ক্যাথলিক উপন্যাসের সুবর্ণ মানদণ্ড বলে অভিহিত করা হয়।[৪] তার কয়েকটি কাজ, যেমন দ্য কনফিডেনশিয়াল এজেন্ট, দ্য কোয়ায়েট আমেরিকান, আওয়ার ম্যান ইন হাভানা, দ্য হিউম্যান ফ্যাক্টর এবং দ্য থার্ড ম্যান চলচ্চিত্রের জন্য তার চিত্রনাট্যে আন্তর্জাতিক রাজনীতি ও গুপ্তচরবৃত্তির কর্মকাণ্ড ও ঔৎসুক্যতায় গ্রিনের আগ্রহ প্রকাশ করে।
নির্বাচিত সাহিত্যকর্ম
সম্পাদনাদ্য ম্যান উইদিন (১৯২৯, প্রথম উপন্যাস)
- ব্রাইটন রক (১৯৩৮)
- দ্য কনফিডেনশিয়াল এজেন্ট (১৯৩৯)
- দ্য কোয়ায়েট আমেরিকান (১৯৫৫)
- দ্য পাওয়ার অ্যান্ড দ্য গ্লোরি (১৯৪০)
- দ্য হার্ট অব দ্য ম্যাটার (১৯৪৮)
- দ্য থার্ড ম্যান (১৯৪৯, উপন্যাসিকা যা একই নামের চলচ্চিত্রের চিত্রনাট্য হিসেবে ব্যবহৃত হয়)
- দি এন্ড অব দি অ্যাফেয়ার (১৯৫১)
- আওয়ার ম্যান ইন হাভানা (১৯৫৮)
- দ্য হিউম্যান ফ্যাক্টর (১৯৭৮)
- ইট’জ আ ব্যাটলফিল্ড (১৯৩৪)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ গ্রিন (১৯৯৬), পৃ. ৫, ১৮৩।
- ↑ "Candidates for the 1966 Nobel Prize in Literature"। নোবেল পুরস্কার। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯।
- ↑ শেভালিয়ের, ট্রেসি (১৯৯৭)। Encyclopedia of the Essay (ইংরেজি ভাষায়)। টেলর অ্যান্ড ফ্রান্সিস। পৃষ্ঠা ৩৬৪। আইএসবিএন 9781884964305। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯।
- ↑ বস্কো, মার্ক (২১ জানুয়ারি ২০০৫)। Graham Greene's Catholic Imagination (ইংরেজি ভাষায়)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ৩।
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- ডাইমার্ট, ব্রায়ান (১৯৯৬)। Graham Greene's Thrillers and the 1930s (ইংরেজি ভাষায়)। ম্যাকগিন-কুইন্স প্রেস। আইএসবিএন 9780773566170। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- কার্লিতে গ্রাহাম গ্রিন (ইংরেজি)
- ইন্টারনেট আর্কাইভে গ্রাহাম গ্রিন কর্তৃক কাজ বা সম্পর্কে তথ্য
- লিব্রিভক্সের পাবলিক ডোমেইন অডিওবুকসে গ্রাহাম গ্রিন
- "Graham Greene Interviewed by Simon Raven & Martin Shuttleworth, The Art of Fiction No. 3"। The Paris Review। Autumn ১৯৫৩।