গ্নুনেট (ইংরেজি: GNUnet) বিকেন্দ্রিক, পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্কিঙের জন্যে সফটওয়্যার ফ্রেমওয়ার্ক এবং প্রাতিষ্ঠানিক গ্নু প্যাকেজ। এ ফ্রেমওয়ার্ক লিংক এনক্রিপশন, পিয়ার ডিস্কভারি, রিসোর্স লোকেশন, অনেকগুলো ট্রান্সপোর্টের মাধ্যমে যোগাযোগ (যেমন টিসিপি, ইউডিপি, এইচটিটিপি, এইচটিটিপিএস) এবং রাউটিং, মাল্টিকাস্ট ও নেটওয়ার্ক সাইজ এস্টিমেশনের জন্যে অন্যান্য প্রাথমিক পিয়ার-টু-পিয়ার অ্যালগরিদম ধারণ করে।

গ্নুনেট
জিটিকে+ ব্যবহারকারী ইন্টারফেসের সাথে গ্নুনেট
জিটিকে+ ব্যবহারকারী ইন্টারফেসের সাথে গ্নুনেট
উন্নয়নকারীগ্নুনেট কম্যুনিটি
প্রাথমিক সংস্করণ৫ নভেম্বর ২০০১; ২২ বছর আগে (2001-11-05)
পূর্বরূপ সংস্করণ
০.১১.০প্রি৬৬ / ৬ জুন ২০১৮; ৬ বছর আগে (2018-06-06)[১]
রিপজিটরি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
যে ভাষায় লিখিতসি[২]
অপারেটিং সিস্টেমপ্রাতিষ্ঠানিক: ফ্রি সফটওয়্যার অপারেটিং সিস্টেম সমূহ (গ্নু/লিনাক্স, ফ্রিবিএসডি, নেটবিএসডি, ওপেনবিএসডি);
অপ্রাতিষ্ঠানিক: অন্যান্য অপারেটিং সিস্টেম সমূহ (ম্যাকওএস, মাইক্রোসফট উইন্ডোজ)
উপলব্ধস্প্যানিশ, ইংরেজি, রাশিয়ান, জার্মান, ফরাসি
ধরনঅ্যানোনিমাস পিটুপি, ফ্রেবড-টু-ফ্রেন্ড
লাইসেন্সগ্নু এজিপিএল সংস্করণ ৩ বা তার পরে (ফ্রি সফটওয়্যার)
ওয়েবসাইটgnunet.org
ক্রিস্টিয়ান গ্রোথোফ, গ্নুনেটের ম্যানটেইনার

গ্নুনেটের প্রাথমিক নেটওয়ার্ক টপোলজি হলো মেশ নেটওয়ার্ক। গ্নুনেটে ডিস্ট্রিবিউটেড হ্যাশ টেবল (ডিএইচটি) অন্তর্ভুক্ত রয়েছে যেটি ক্যাডেমলিয়ার একটি এলোমেলো সংস্করণ। গ্নুনেট ফ্রেন্ড-টু-ফ্রেন্ড টপোলজি অপশনও প্রদান করে শুধুমাত্র ব্যবহারকারী বিশ্বস্ত বন্ধুদের মধ্যে সংযোগ সীমাবদ্ধ করে দিতে। ব্যবহারকারীর বন্ধুগণের বন্ধু পরোক্ষভাবে ব্যবহারকারীদের কম্পিউটারের সাথে ফাইল আদান-প্রদান করতে পারে, কখনও এর আইপি ঠিকানা সরাসরি ব্যবহার না করেই।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "গ্নুনেট ডাউনলোড ওয়েবসাইট"। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৮ 
  2. গ্নুনেট সোর্স কোড
  3. "gnunet.org সাইট ওভারভিউ"অ্যালেক্সা ইন্টারনেট। ৯ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা