গৌরিপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়

দাউদকান্দির গৌরিপুরে অবস্থিত অত্র এলাকার সবচেয়ে পুরোনো একটি ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান।

গৌরিপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়টি দাউদকান্দি উপজেলার গৌরিপুরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়। এটি অত্র এলাকার সবচেয়ে পুরাতন বিদ্যালয়

গৌরিপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়।
গৌরিপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় By Junaid Hasan Jishan
ঠিকানা
গৌরিপুর,দাউদকান্দি,কুমিল্লা

বাংলাদেশ
তথ্য
বিদ্যালয়ের ধরনআধা-সরকারি বিদ্যালয়। মাধ্যমিক
প্রতিষ্ঠাকাল১৯৪২ (1942)
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা
বিদ্যালয় জেলাকুমিল্লা জেলা
সেশনজানুয়ারি - ডিসেম্বর
চেয়ারম্যানসুবিদ আলী ভুইয়া
অধ্যক্ষসেলিম সরকার
শিক্ষকমণ্ডলী৪৩
কর্মচারী১২
লিঙ্গবালক, বালিকা
শিক্ষার্থী সংখ্যা৩২০১
শ্রেণী৬-১০
শিক্ষা ব্যবস্থাজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনআবাসিক-অনাবাসিক
ওয়েবসাইটhttps://www.gouripursahs.edu.bd বিদ্যালয়ের ওয়েবসাইট।

ভৌত অবকাঠামো সম্পাদনা

বিদ্যালয়ের তিনটি আলাদা ভবন আছে।

ভবনের ধরন সংখ্যা কক্ষ
একতলা ১টি ৫টি
দোতলা ১টি ৩০টি
তিনতলা ১টি ৮টি
সর্বমোট ৩টি ৪৩টি

বিদ্যালয়ের ইউনিফর্ম সম্পাদনা

ছেলেদের

  1. ব্লু হাফ/ফুল শার্ট(সোল্ডারসহ)
  2. প্যান্ট : সাদা ফুল প্যান্ট কুচি ক্রস পকেট
  3. বেল্ট : কালো
  4. জুতা : সাদা কেড্‌স
  5. সাদা মোজা
  6. বিদ্যালয়ের পরিচয় পত্র

মেয়েদের

  1. সাদা শালোয়ার (সোল্ডারসহ)
  2. কামিজ : ব্লু
  3. বেল্ট : কামিজের রঙের
  4. জুতা : সাদা কেড্‌স
  5. সাদা মোজা
  6. স্কার্ফ : সাদা
  7. বিদ্যালয়ের পরিচয়পত্র

ইতিহাস সম্পাদনা

বিংশ শতাব্দীর শুরু দিকে গলিয়ারচর নিবাসী মৌলভী ওয়াজউদ্দীন আহমেদ অত্র এলাকায় কোরআনহাদীস শিক্ষার মাধ্যমে শিক্ষা প্রসারের লক্ষ্যে মক্তব রূপে বিদ্যাপীঠ তৈরি করেন।বর্তমানে একটি আধুনিক বিদ্যালয়ের রূপ লাভ করেছে। সময়ের সাথে তাল রেখে এই বিদ্যাপীঠটি পরিবর্তন ও পরিবর্ধন হতে থাকে। ১৯১৯ খ্রিষ্টাব্দে প্রাথমিক বিদ্যালয়ে উন্নীত হয়। ১৯৪২ খ্রিষ্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃত হয়। মরহুম ডা. শামসুল হুদার উদ্যোগে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রাক্কালে স্থান ও অর্থ দান করায় স্বর্গীয় বাবু সুবল চন্দ্র সাহা ও মরহুম আফতাব উদ্দিন আহমেদ এর নাম শুরু থেকেই জড়িয়ে বিদ্যালয়ের নামকরণ করা হয় গৌরীপুর সুবল-আফ্তাব উচ্চ বিদ্যালয়। হিন্দুমুসলিমের স্বতঃস্ফূর্ত দানে গড়ে উঠা এই বিদ্যালয় শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি এই অঞ্চলের হিন্দু-মুসলিমের পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতির এক অনবদ্য দৃষ্টান্ত উপস্থাপন করে চলছে।

শিক্ষকদের তালিকা সম্পাদনা

শিক্ষকদের নাম বাবার নাম মায়ের নাম পদবী
মো: সেলিম হাবিবুর রহমান রুফিয়া বেগম প্রধান শিক্ষক
মো: সেলিম মিয়া তালুকদার আবদুল জলিল তালুকদার মমতাজ বেগম সহকারী প্রধান শিক্ষক
শাহ আলম আবদুল মালেক সাফিয়া খাতুন সিনিয়র ‍সহকারী শিক্ষক
মোসলেহ উদ্দিন মোসতাক আহমেদ জাহানারা বেগম সহকারী শিক্ষক
শাহনেওয়াজ হক বেবি আনোয়ারুল হক' আফিয়া খাতুন সহকারী শিক্ষক
শহিদুল হক মোকসেদ আলী করিমুন্নেসা সহকারী শিক্ষক
মো: কামরুজ্জামান রতন আলী খাঁন আমেনা খাতুন সহকারী শিক্ষক
মোসা:ফেরদৌসি বেগম মো: রেজাউল করিম জাহানারা করিম সহকারী শিক্ষক
মানিকচান মুনতাজ উদ্দিন ফিরোজা বেগম সহকারী শিক্ষক
মেরীনা আক্তার খানম কে.এম সরফুদ্দিন মৌশিয়া খানম সহকারী শিক্ষক
তোফায়েল আহমেদ আবদুর রউফ হালিমা খাতুন সহকারী শিক্ষক
জসিম উদ্দিন আলী আকবর আমেনা বেগম সহকারী শিক্ষক
নাসিমা আক্তার আবদুর রাজ্জাক সরকার মমতাজ বেগম সহকারী শিক্ষক
সীমা রাণী দাস রাজেন্দ্র চন্দ্র দাস জোসনা রাণী দাস সহকারী শিক্ষক
আবুল কাউসার না্ওবুল ইসলাম সরকা‘র ফজিলাতুন নেসা সহকারী শিক্ষক
মোসা:নাসিমা আক্তার নুরুল ইসলাম মুন্সী মোসা: রাহিমা বেগম সহকারী শিক্ষক
মফিজুল ইসলাম রমিজ্ উদ্দিন মিস. আম্বিয়া খাতুন সহকারী শিক্ষক
নরেশ দাস মৃত.গান্ধি দাস আশ রানী সহকারী শিক্ষক
মো: নাজিম উদ্দিন আরদুর রশিদ নাসিমা বেগম সহকারী শিক্ষক
মুনসুর আহমেদ সামসুল হক লজ্জতুন্নেসা সহকারী শিক্ষক
মো: মনিরুজ্জামান আবদুল মান্নান রাহাতুন বেগম সহকারী শিক্ষক
কাউসার ‍সিকদার রাজু আবদুর রশিদ সিকদার মোসা: মোরশেদা বেগম সহকারী শিক্ষক
আসমা আক্তার আবদুর সাত্তার ভূঁইয়া ফাতেমা বেগম সহকারী শিক্ষক
মো:ফয়জুল হক ‍সরকার মুখলেসুর রহমান আনোয়ারা বেগম সহকারী শিক্ষক
রৌশানারা আক্তার সাইদুর রহমান খাঁন সাজেদা খানম সহকারী শিক্ষক
নাজমুল হাসান ভূঁইয়া নুরুল ইসলাম ভূঁইয়া আয়েশা বেগম সহকারী শিক্ষক
আলমগির হোসাইন আবদুর রহিম মনোরা বেগম সহকারী শিক্ষক
সাবিকুন্নাহার ইউসুফ মজুমদার লিপি আক্তার সহকারী শিক্ষক
হাসান আহমেদ শাহ আলম রহিমা আক্তার সহকারী শিক্ষক

ভর্তি তথ্য সম্পাদনা

প্রতি বছর জানুয়ারী মাসে রেগুলার ভর্তি কার্যক্রম শুরু হয়। ষষ্ঠ শ্রেণীতে ভর্তির আগে অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তির্ণ হতে হয়। ভর্তি ফরম অনলাইন এবং বিদ্যালয় থেকে অফলাইন উভয় পদ্ধতিতে পুরণ করা যায়। নির্দিষ্ট তারিখে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পর উত্তির্ণ ভর্তিচ্ছুদের ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তির সময় প্রশংসাপত্র সহ দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং যাবতীয় কাগজপত্র জমা দিতে হয়। ষষ্ঠ শ্রেণী ব্যতিত অন্যান্য শ্রেণীতে ভর্তিচ্ছুরা ট্রান্সফার সার্টিফিকেট সহ আবেদন করতে হয়।

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

যোগায়োগ সম্পাদনা


গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়

উপজেলা: দাউদকান্দি

জেলা: কুমিল্লা।

তথ্যসূত্র সম্পাদনা