গৌরব চট্টোপাধ্যায়
ভারতীয় অভিনেতা
(গৌরব চ্যাটার্জী থেকে পুনর্নির্দেশিত)
গৌরব চট্টোপাধ্যায় একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। তিনি উত্তম কুমারের নাতি।[১] তরুণ মজুমদার পরিচালিত ভালোবাসার অনেক নাম (২০০৬) এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন। সেই চলচ্চিত্রে সহঅভিনেতা হিসেবে ছিলেন সৌমিত্র চ্যাটার্জী এবং মৌসুমী চ্যাটার্জী।[২]
গৌরব চট্টোপাধ্যায় | |
---|---|
জন্ম | গৌরব চট্টোপাধ্যায় |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনয়শিল্পী |
দাম্পত্য সঙ্গী | অনিন্দিতা বসু (বি. ২০১৩–২০১৫) দেবলীনা কুমার (বি. ২০২০) |
আত্মীয় | উত্তম কুমার (পিতামহ) |
ব্যক্তিগত জীবন
সম্পাদনাগৌরব চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। মহানায়ক উত্তম কুমার তার পিতামহ। তিনি ২০১৩ সালে অনিন্দিতা বসুকে বিয়ে করেন। ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। আবার তিনি ২০২০ সালের ৯ ডিসেম্বর দেবলিনা কুমারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[৩]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাচলচ্চিত্র
সম্পাদনাবছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
২০০৬ | ভালোবাসার অনেক নাম | তরুণ মজুমদার | ||
২০০৭ | কৃষ্ণকান্তের উইল | |||
২০০৮ | ইতি | সঞ্জয় | ||
২০১১ | রঙ মিলান্তি | ডিজে | কৌশিক গাঙ্গুলি | |
২০১২ | পথের শেষ কোথায় | |||
২০১৩ | আশ্চর্য প্রদীপ | অনিক দত্ত | ||
২০১৯ | কে তুমি নন্দিনী | আকাশ | পথিকৃৎ বসু | |
২০২২ | বাবা বেবি ও | সৌভিক | অরিত্র মুখোপাধ্যায় | |
২০২৩ | ঘরে ফেরার গান | রিভু | অরিত্র সেন | |
মায়া | জুনিয়র দরবার | রাজর্ষি দে | ||
কীর্তন | অরূপ | অভিমন্যু মুখোপাধ্যায় | ||
আসন্ন | সেনাপতি | শিবাজি রাও | রিঙ্গো ব্যানার্জি | অপ্রকাশিত |
অতি উত্তম | গৌরব | সৃজিত মুখার্জি |
টিভি ধারাবাহিক
সম্পাদনাবছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
২০২১ - বর্তমান | গাঁটছড়া | ঋদ্ধিমান "রিদ্ধি" সিংহ রায় | সৌমেন হালদার | স্টার জলসা [৪] |
২০১৯ - ২০২২ | মহাপীঠ তারাপীঠ | রবীন্দ্রনাথ ঠাকুর | শুভেন্দু চক্রবর্তী | স্টার জলসা[৫] |
২০১৭ - ২০২২ | করুণাময়ী রাণী রাসমণি | মথুরামোহন বিশ্বাস | অভিমন্যু মুখোপাধ্যায় | জি বাংলা[৬] |
২০১৭ - ২০১৮ | আদরিনী | রায়ান সেন | স্টার জলসা [৭] | |
২০১৩ - ২০১৭ | বধূবরণ | সাত্যকি চৌধুরী | স্টার জলসা | |
২০১২ - ২০১৩ | ঘরে ফেরার গান | রিক ব্যানার্জি | স্টার জলসা [৮] | |
২০০৮ - ২০১০ | দুর্গা | রূপম | অনুপম হরি | স্টার জলসা |
ওয়েব ধারাবাহিক
সম্পাদনাবছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
২০২১ | সেই যে হলুদ পাখি -
সিজন ২ |
|||
২০২০ | বন্য প্রেমের গল্প | |||
২১শে ফেব্রুয়ারি ২০১৯ | বউ কেনো সাইকো | |||
২০১৮ | সেই যে হলুদ পাখি | |||
৮ই ডিসেম্বর ২০১৮ | বিরক্ত করবেন না | |||
২৯শে সেপ্টেম্বর ২০১৮ | চরিত্রহীন |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Now, Tarun Kumar's grandson in films - Times of India"। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৭।
- ↑ "ভবানীপুরের চাটুজ্জেবাড়ির আরও দুই ভাই"। Eisamay। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০।
- ↑ "Gourab Chatterjee-Devlina Kumar get married, their wedding pics are straight out of a fairytale"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০।
- ↑ "Solanki-Gourab's Gatchora: 'মথুরবাবু' গৌরবের সঙ্গে 'কাদম্বিনী' শোলাঙ্কির 'গাঁটছড়া'! কী বললেন টলিপাড়ার নতুন জুটি?"। Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০।
- ↑ "Mahapith Tarapith: শান্তির খোঁজে বামদেবের কাছে কবিগুরু! গৌরব সাজলেন রবিঠাকুর"। Hindustantimes Bangla। ২০২১-০৯-০১। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০।
- ↑ "Actor Gourab Chatterjee to enter the serial 'Rani Rashmoni'"। The Times of India। ২০১৮-০৬-২৫। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০।
- ↑ "Throwback Thursday: Adorini actor Gourab Chatterjee posts a childhood pic with his sister"। The Times of India। ২০১৮-০৪-১২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০।
- ↑ "Gourab's stepping into a new role"। The Times of India। ২০১৭-০১-১১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০।