গৌরব চট্টোপাধ্যায়

ভারতীয় অভিনেতা
(গৌরব চ্যাটার্জী থেকে পুনর্নির্দেশিত)

গৌরব চট্টোপাধ্যায় একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। তিনি উত্তম কুমারের নাতি।[] তরুণ মজুমদার পরিচালিত ভালোবাসার অনেক নাম (২০০৬) এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন। সেই চলচ্চিত্রে সহঅভিনেতা হিসেবে ছিলেন সৌমিত্র চ্যাটার্জী এবং মৌসুমী চ্যাটার্জী[]

গৌরব চট্টোপাধ্যায়
২০১৩ সালে গৌরব
জন্ম
গৌরব চট্টোপাধ্যায়

জাতীয়তাভারতীয়
পেশাঅভিনয়শিল্পী
দাম্পত্য সঙ্গীঅনিন্দিতা বসু (বি. ২০১৩–২০১৫)
দেবলীনা কুমার (বি. ২০২০)
আত্মীয়উত্তম কুমার (পিতামহ)

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

গৌরব চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। মহানায়ক উত্তম কুমার তার পিতামহ। তিনি ২০১৩ সালে অনিন্দিতা বসুকে বিয়ে করেন। ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। আবার তিনি ২০২০ সালের ৯ ডিসেম্বর দেবলিনা কুমারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

চলচ্চিত্র

সম্পাদনা
বছর শিরোনাম চরিত্র পরিচালক মন্তব্য
২০০৬ ভালোবাসার অনেক নাম তরুণ মজুমদার
২০০৭ কৃষ্ণকান্তের উইল
২০০৮ ইতি সঞ্জয়
২০১১ রঙ মিলান্তি ডিজে কৌশিক গাঙ্গুলি
২০১২ পথের শেষ কোথায়
২০১৩ আশ্চর্য প্রদীপ অনিক দত্ত
২০১৯ কে তুমি নন্দিনী আকাশ পথিকৃৎ বসু
২০২২ বাবা বেবি ও সৌভিক অরিত্র মুখোপাধ্যায়
২০২৩ ঘরে ফেরার গান রিভু অরিত্র সেন
মায়া জুনিয়র দরবার রাজর্ষি দে
কীর্তন অরূপ অভিমন্যু মুখোপাধ্যায়
আসন্ন সেনাপতি শিবাজি রাও রিঙ্গো ব্যানার্জি অপ্রকাশিত
অতি উত্তম গৌরব সৃজিত মুখার্জি

টিভি ধারাবাহিক

সম্পাদনা
বছর শিরোনাম চরিত্র পরিচালক মন্তব্য
২০২১ - বর্তমান গাঁটছড়া ঋদ্ধিমান "রিদ্ধি" সিংহ রায় সৌমেন হালদার স্টার জলসা []
২০১৯ - ২০২২ মহাপীঠ তারাপীঠ রবীন্দ্রনাথ ঠাকুর শুভেন্দু চক্রবর্তী স্টার জলসা[]
২০১৭ - ২০২২ করুণাময়ী রাণী রাসমণি মথুরামোহন বিশ্বাস অভিমন্যু মুখোপাধ্যায় জি বাংলা[]
২০১৭ - ২০১৮ আদরিনী রায়ান সেন স্টার জলসা []
২০১৩ - ২০১৭ বধূবরণ সাত্যকি চৌধুরী স্টার জলসা
২০১২ - ২০১৩ ঘরে ফেরার গান রিক ব্যানার্জি স্টার জলসা []
২০০৮ - ২০১০ দুর্গা রূপম অনুপম হরি স্টার জলসা

ওয়েব ধারাবাহিক

সম্পাদনা
বছর শিরোনাম চরিত্র পরিচালক মন্তব্য
২০২১ সেই যে হলুদ পাখি -

সিজন ২

২০২০ বন্য প্রেমের গল্প
২১শে ফেব্রুয়ারি ২০১৯ বউ কেনো সাইকো
২০১৮ সেই যে হলুদ পাখি
৮ই ডিসেম্বর ২০১৮ বিরক্ত করবেন না
২৯শে সেপ্টেম্বর ২০১৮ চরিত্রহীন

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Now, Tarun Kumar's grandson in films - Times of India"। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৭ 
  2. "ভবানীপুরের চাটুজ্জেবাড়ির আরও দুই ভাই"Eisamay। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০ 
  3. "Gourab Chatterjee-Devlina Kumar get married, their wedding pics are straight out of a fairytale"The Times of Indiaআইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০ 
  4. "Solanki-Gourab's Gatchora: 'মথুরবাবু' গৌরবের সঙ্গে 'কাদম্বিনী' শোলাঙ্কির 'গাঁটছড়া'! কী বললেন টলিপাড়ার নতুন জুটি?"Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০ 
  5. "Mahapith Tarapith: শান্তির খোঁজে বামদেবের কাছে কবিগুরু! গৌরব সাজলেন রবিঠাকুর"Hindustantimes Bangla। ২০২১-০৯-০১। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০ 
  6. "Actor Gourab Chatterjee to enter the serial 'Rani Rashmoni'"The Times of India। ২০১৮-০৬-২৫। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০ 
  7. "Throwback Thursday: Adorini actor Gourab Chatterjee posts a childhood pic with his sister"The Times of India। ২০১৮-০৪-১২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০ 
  8. "Gourab's stepping into a new role"The Times of India। ২০১৭-০১-১১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০ 

বহিসংযোগ

সম্পাদনা