গোলাম সবুর টুলু

বাংলাদেশী রাজনীতিবিদ

গোলাম সবুর টুলু একজন বাংলাদেশী শিল্পপতি[১], রাজনীতিবিদ, ও সাবেক সংসদ সদস্য। তিনি ২০০৮ সালে বরগুনা-২ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন।[২][৩] গোলাম সবুর টুলু ২০১৩ সালের জুলাইতে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন।[৪][৫][৬]

গোলাম সবুর টুলু
জাতীয় সংসদ
কাজের মেয়াদ
জানুয়ারি ২০০৮ – ২৬ জুলাই ২০১৩
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৫ জুলাই, ১৯৫৩
মৃত্যু২৬ জুলাই, ২০১৩
ভাঙ্গা, ফরিদপুর
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীসুলতানা নাদিরা

প্রারম্ভিক জীবন সম্পাদনা

সাবেক সাংসদ গোলাম সবুর টুলু বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি মরহুম ফয়জদ্দিন হাওলাদারের ছেলে। ছয় ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম।[৭]

রাজনৈতিক ক্যারিয়ার সম্পাদনা

তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ নবম জাতীয় সংসদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Constituency 110"www.parliament.gov.bd। ২০১৮-০৯-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০২ 
  2. "৯ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"www.parliament.gov.bd। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০২ 
  3. "গোলাম সবুর"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "এমপি গোলাম সবুর টুলু সড়ক দুর্ঘটনায় নিহত"www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০২ 
  5. "গাড়ি খাদে, সাংসদ গোলাম সবুর নিহত"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০২ 
  6. "সড়ক দুর্ঘটনায় এমপি গোলাম সবুর টুলু নিহত"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "আজ এমপি গোলাম সবুর টুলুর মৃত্যু বাষিকী"patharghatanews.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০২