গোপালদী পৌরসভা

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার পৌরসভা

গোপালদী পৌরসভা বাংলাদেশের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার অন্তর্গত 'খ' শ্রেণির একটি পৌরসভা।[১]গোপালদী পৌরসভা একটি নবগঠিত পৌরসভা। ২৮/০৩/২০১২ সালে সদাসদী ইউনিয়ন বিলুপ্ত করে দিয়ে গঠন হয় গোপালদী পৌরসভার। গোপালদী এবং এ পৌরসভার গ্রে কাপড় রাজধানীর ইসলামপুর সহ সারা দেশের চাহিদা পূরন করছে।

গোপালদী পৌরসভা
পৌরসভা
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলানারায়ণগঞ্জ জেলা
উপজেলাআড়াইহাজার উপজেলা
প্রতিষ্ঠা২০১২
সরকার
 • মেয়রএম.এ হালিম সিকদার[১] (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট১২.৪০ বর্গকিমি (৪.৭৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪৫,৬৫০
 • জনঘনত্ব৩,৭০০/বর্গকিমি (৯,৫০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও সীমানা সম্পাদনা

গোপালদীর উত্তরে নরসিংদী উপজেলা মাধবদী,পূর্বে ব্রা‏হ্মণবাড়ীয়ার বাঞ্চারামপুর ও কুমিল্লার মেঘনা উপজেলা,দক্ষিনে ও পশ্চিমে আড়াইহাজার উপজেলা অবস্থিত। ১২.৪০ বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসভায় মোট গ্রাম রয়েছে ৪১ টি। ঘন বসতিপূর্ন এ পৌরসভায় মোট জনসংখ্যা ৪৫,৬৫০জন। এর মধ্যে পুরুষ ১২,৯৩৩ এবং মহিলা ১২,৭২৩ জন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৪,৫২২ জন এর মধ্যে পুরুষ ভোটার ১২,৫৫২ এবং নারী ভোটার ১১,৯৭০ জন। এ পৌরসভায় রয়েছে ধর্মীয় সম্পৃতি এবং হিন্দু মুসলিমের সহ অবস্থান। এখানে মোট মসজিদ ৬০টি মন্দির ও আশ্রম ১৯ টি। মোট শিক্ষার হার ৮৭% এর মধ্যে পুরুষ শিক্ষার হার ৮২% নারী ৯২%। শিক্ষার জন্য রয়েছে ৯টি প্রাথমিক বিদ্যালয় ৩টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ১টি কলেজ বেসরকারী মাদ্রাসা রয়েছে ২০টি। অসহায় নি:স্ব বিরাট জনগোষ্ঠির জন্য রয়েছে মাসিক ভাতার ব্যাবস্থা। এ পৌরসভায় মোট ৭১১জন দরিদ্র নি:স্ব সহায় সম্বলহীন নারী পুরুষ বর্তমানে বয়স্ক ভাতার সুবিধা পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে ১৫২এবং প্রতিবন্দ্বি ভাতা পাচ্ছে ৬৮ জন। গোপালদী রয়েছে অনেক ছোট বড় হাট-বাজার তার মধ্যে  অন্যতম প্রাচীন এবং বড় বাজার হলো মেঘনার কোলঘেসে গড়ে উঠা গোপালদী বাজার। এখানে রয়েছে শত বছরের পুরানো ঐতিহ্যবাহী সদাসদী জমিদার বাড়ী, চারী ঘাট বাধানো পুকুর যা আমাদের মুঘল শাষকদের মনে করিয়ে দেয়। এখানে শতকর  ৭০% লোক ব্যাসসার সাখে জরিত।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

  • ওয়ার্ডঃ ০৯ টি[১]
  • মৌজাঃ কলাগাছিয়া,গোপালদী,সদাসদী,লক্ষীবরদী,রামচন্দ্রদী,টোকসাদী,দাইরাদী

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

  • মোট আয়তনঃ ১২.৪০ বর্গ কি.মি.
  • মোট জনসংখ্যাঃ ৪৫,৬৫০ জন[১]

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

  • শিক্ষার হারঃ ৭৮%
  • শিক্ষা প্রতিষ্ঠানঃকলাগাছিয়া আর এফ উচ্চ বিদ্যালয় ।
  • শিক্ষা প্রতিষ্ঠানঃ :- সদাসদী বহুমুখী উচ্চ বিদ্দালয় ।
  • শিক্ষা প্রতিষ্ঠানঃ :- গোপালদী ফাজিল ডিগ্রি মাদ্রাসা ।
  • শিক্ষা প্রতিষ্ঠানঃ গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ।

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান মেয়রঃ এম.এ হালিম সিকদার[১]

বর্তমান ১ নং ওয়ার্ড কাউন্সিলরঃ মোঃ আক্তার হোসেন[১]

বর্তমান ২ নং ওয়ার্ড কাউন্সিলরঃ রাজু আহম্মেদ বাছেদ[১]

বর্তমান ৩ নং ওয়ার্ড কাউন্সিলরঃ মোঃ গোলজার হোসেন ভূইয়া[১]

বর্তমান ৪ নং ওয়ার্ড কাউন্সিলরঃ হাজী মোঃ হারিছুল হক[১]

বর্তমান ৫ নং ওয়ার্ড কাউন্সিলরঃ মিনহাজুর রহমান[১]

বর্তমান ৬ নং ওয়ার্ড কাউন্সিলরঃ মোঃ শাহনেওয়াজ মোল্লা[১]

বর্তমান ৭ নং ওয়ার্ড কাউন্সিলরঃ মোঃ দুলাল মিয়া[১]

বর্তমান ৮ নং ওয়ার্ড কাউন্সিলরঃ মোঃ আনোয়ার হোসেন[১]

বর্তমান ৯ নং ওয়ার্ড কাউন্সিলরঃ মোঃ আলী আজগর[১]

বর্তমান ১ নং সংরক্ষিত কাউন্সিলরঃ আছমা খানম[১]

বর্তমান ২ নং সংরক্ষিত কাউন্সিলরঃ মিসেস সুফিয়া[১]

বর্তমান ৯ নং সংরক্ষিত কাউন্সিলরঃ সাহিদা সিকদার[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এক নজরে গোপালদী পৌরসভা"araihazar.narayanganj.gov.bd। ১৩ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০