গোজতেপে স্পোর্টস ক্লাব
গোজতেপে স্পোর কুলুবু (তুর্কি উচ্চারণ: [ɟœztepe spoɾ kulyby], তুর্কি: Göztepe Spor Kulübü; এছাড়াও গোজতেপে এসকে অথবা শুধুমাত্র গোজতেপে নামে পরিচিত) হচ্ছে গোজতেপে ভিত্তিক একটি তুর্কি পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে তুরস্কের শীর্ষ স্তরের ফুটবল লিগ সুপার লিগে খেলে। এই ক্লাবটি ১৯২৫ সালের ১৪ই জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ফেনারবাহচে তাদের সকল হোম ম্যাচ গোজতেপের গুরসেল আকসেল স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২০,০৪০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইলহান পালুত এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মেহমেত সেপিল। তুর্কি আক্রমণভাগের খেলোয়াড় হালিল আকবুনার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | গোজতেপে স্পোর কুলুবু | ||
---|---|---|---|
ডাকনাম | গোজ গোজ | ||
প্রতিষ্ঠিত | ১৪ জুন ১৯২৫ গোজতেপে গেঞ্চলিক কুলুবু হিসেবে | ||
মাঠ | গুরসেল আকসেল স্টেডিয়াম[১] | ||
ধারণক্ষমতা | ২০,০৪০ | ||
সভাপতি | মেহমেত সেপিল | ||
ম্যানেজার | ইলহান পালুত | ||
লিগ | সুপার লিগ | ||
২০১৯–২০ | ১১তম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ঘরোয়া ফুটবলে, গোজতেপে এপর্যন্ত ১১টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি তুর্কি ফুটবল চ্যাম্পিয়নশিপ, ৪টি টিএফএফ প্রথম লিগ, ২টি টিএফএফ দ্বিতীয় লিগ, ১টি টিএফএফ তৃতীয় লিগ, ২টি তুর্কি কাপ এবং ১টি তুর্কি সুপার কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, গোজতেপের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ১৯৬৮–৬৯ আন্তঃ-শহর মেলা কাপের সেমি ফাইনালে পৌঁছানো; যেখানে তারা হাঙ্গেরীয় ক্লাব উয়পেশটের কাছে ১–৮ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।[৩]
অর্জন
সম্পাদনাঘরোয়া চ্যাম্পিয়নশিপ
সম্পাদনা- তুর্কি ফুটবল চ্যাম্পিয়নশিপ
- টিএফএফ প্রথম লিগ
- চ্যাম্পিয়ন (৪): ১৯৭৭–৭৮, ১৯৮০–৮১, ১৯৯৮–৯৯, ২০০০–০১
- রানার-আপ (২): ১৯৮৯–৯০, ১৯৯০–৯১
- টিএফএফ দ্বিতীয় লিগ
- চ্যাম্পিয়ন (২): ২০১০–১১, ২০১৪–১৫
- রানার-আপ (১): ২০১৩–১৪
- টিএফএফ তৃতীয় লিগ
- চ্যাম্পিয়ন (১): ২০০৮–০৯
ঘরোয়া কাপ
সম্পাদনা- তুর্কি কাপ
- চ্যাম্পিয়ন (২): ১৯৬৮–৬৯, ১৯৬৯–৭০
- রানার-আপ (১): ১৯৬৬–৬৭
- তুর্কি সুপার কাপ
- চ্যাম্পিয়ন (১): ১৯৭০
- রানার-আপ (১): ১৯৬৯
- প্রাইম মিনিস্টার'স কাপ
- রানার-আপ (১): ১৯৫০
ইউরোপীয়
সম্পাদনা- আন্তঃ-শহর মেলা কাপ
- সেমি ফাইনাল: ১৯৬৮–৬৯
- উয়েফা কাপ উইনার্স কাপ
- কোয়ার্টার ফাইনাল: ১৯৬৯–৭০
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গুরসেল আকসেল স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০।
- ↑ "গোজতেপে এসকের তথ্য"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০।
- ↑ "Tarihçe" (Turkish ভাষায়)। goztepe.org.tr। ২৭ মে ২০১৭। ১৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (তুর্কি)