গোঁসাইপুর সরগরম

সত্যজিৎ রায় রচিত ফেলুদা সিরিজের বই

গোঁসাইপুর সরগরম (১৯৭৬), সত্যজিৎ রায় রচিত গোয়েন্দা কাহিনী ফেলুদা সিরিজের একটি বই।

গোঁসাইপুর সরগরম
লেখকসত্যজিৎ রায়
প্রকাশনার স্থানভারত
ভাষাবাংলা
ধারাবাহিকফেলুদা
ধরনগোয়েন্দা উপন্যাস
প্রকাশকআনন্দ প্রকাশনী[]
প্রকাশনার তারিখ
১৯৭৬
পৃষ্ঠাসংখ্যা৬২[]

কাহিনী সংক্ষেপ

সম্পাদনা

জীবন মল্লিক গোঁসাইপুর জমিদারের একমাত্র ছেলে। তার বাবা কলকাতার ব্যবসায়ী। এদিকে আত্মারাম বাবু গোঁসাইপুর জমিদারি দখল করার চক্রান্ত করেন। তিনি জমিদার ও জীবনের মাঝে ঝামেলা বাঁধাতে সমর্থ হন। ফলশ্রুতিতে জমিদার মানসিক রুগীতে পরিণত হন। জীবন মল্লিক এরূপ পরিস্থিতিতে রহস্য উদ্ধার করতে গোয়েন্দা ফেলুদার শরণাপন্ন হন।[]

অভিযোজন

সম্পাদনা
  • গোঁসাইপুর সরগরম উপন্যাসকে উপজীব্য করে ১৯৯৬ সালে সন্দীপ রায়ের পরিচালনায় টিভি চলচ্চিত্র নির্মিত হয়, যেখানে সব্যসাচী চক্রবর্তী, রবি ঘোষ, শ্বেতা চ্যাটার্জী, ভারতী দেবী, সত্য বন্দ্যোপাধ্যায়, দিব্য ভট্যাচার্য প্রমুখ অভিনয় করেন।[]
  • এই গল্পটি নিয়ে প্রথম থিয়েটার তৈরি করে দিশারী বার্ণপুর । এই থিয়েটার টি মঞ্চস্থ করার আগে নাট্য সংস্হার পক্ষ থেকে সত্যজিৎ রায়ের লিখিত অনুমতি নেওয়া হয়। এই নাটক প্রথম মঞ্চস্থ হয় ১৯৮৩ সালে বার্ণপুর ভারতী ভবনে। পরে আরো দুটো শো হয়। কলকাতায় এই নাটকের শো হলে তিনি দেখতে যাবেন এই মিউজিক তিনি তৈরি করবেন বলে সত্যজিৎ রায় ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদিও সেটা বাস্তবায়ন হয় নি।[]

আরোও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা