গুল বখশ ছিলেন একজন বাঙ্গালী কবি।[১] ১৮৬০ খ্রীষ্টাব্দের ছাগলনাইয়া আক্রমণকে কেন্দ্র করে তিনি একটি পুঁথি লিখেছিলেন।[২][৩] যদিও সম্পূর্ণ পুঁথি হারিয়ে গেছে, ইতিহাসবিদ আবদুল করিম সাহিত্যবিশারদ পূঁথির অবশিষ্ট অংশগুলো সংগ্রহ করে "কুকি কাটার পুঁথি" নামে সুপরিচিত করান।[৪]

গুল বখশ
পেশালেখক
উল্লেখযোগ্য কর্ম
কুকি কাটার পুঁথি

বখশের পূঁথিটি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি ম্যাগাজিনে ১৩৭৫ বাংলা সনে (আনুমানিক ১৯৬৯ খ্রিস্টাব্দ) প্রকাশিত হয়েছিল।[৫] একটি ৮০ বছরের পুরানো অসম্পূর্ণ পাণ্ডুলিপি (পৃষ্ঠা ৩ থেকে ১৭) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূঁথি কুতুবখানায় হেফাজৎ করা আছে। আরেকটি অসম্পূর্ণ পাণ্ডুলিপি (পৃষ্ঠা ৪ থেকে ১৭) কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডে হেফাজৎ করা আছে।[৬]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. যতীন্দ্রমোহন ভট্টাচার্য (১৯৭৮)। বাংলা পুথির তালিকা সমন্বয়এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩২। 
  2. জন এডোয়ার্ড ওয়েবস্টার (১৯১১)। "History"। Eastern Bengal and Assam District Gazetteers। দ্যা পাইয়োনিয়ার প্রেস। পৃষ্ঠা ৩০। 
  3. আবদুল করিম সাহিত্যবিশারদ; আহমদ শরীফ (১৯৬০)। A Descriptive Catalogue Of Bengali Manuscriptsপাকিস্তান এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৭৪। 
  4. রণজীৎ কুমার সমাদ্দার (১৯৯১)। বাংলার গণসংগ্রামের পটভূমিকা। বনমালী বিশ্বনাথ প্রকাশন। পৃষ্ঠা ১১৪। 
  5. আকাডেমী পত্রিকাপশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। জুন ১৯৯৯। পৃষ্ঠা 248। 
  6. ইতিহাস সম্মেলন। পরিষদ। ১৯৬৮। পৃষ্ঠা ৬৫।