গুমানমর্দন পেশকারহাট ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
গুমানমর্দন পেশকারহাট ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নে অবস্থিত।[১] মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ নুরুল আমিন।[১]
গুমানমর্দন পেশকারহাট ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | দাখিল মাদ্রাসা |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৫ |
অধ্যক্ষ | মীর মুহাম্মদ নুরুল আমিন |
শিক্ষার্থী সংখ্যা | ৫৫০+ |
ইতিহাসসম্পাদনা
১৯৭৫ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ সিরাজুল হক আল কাদেরী ১৯৩৩ সালে এ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেও নানা প্রতিকূলতায় শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এটি ১৯৭৫ সালে এমপিও ভুক্ত হয়।[১]
ব্যবস্থাপনাসম্পাদনা
মাদ্রাসা পরিচালনার জন্য জনাব খায়রুল বশর চৌধুরীকে সভাপতি করে ১২ জন বিশিষ্ট একটি পরিচালনা পরিষদ রয়েছে।[১] মাদ্রাসার মূল ভবনটি একটি ত্রিতল ভবন। এছাড়া একটি দ্বিতল, ২টি একতলা ও ১টি আধাপাকা ভবন রয়েছে। মাদ্রাসার সামনে একটি খেলার মাঠ রয়েছে। সর্বমোট ভূমির পরিমাণ ২ একর।[১]
শিক্ষা কার্যক্রমসম্পাদনা
এ প্রতিষ্ঠানে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। এ প্রতিষ্ঠানে দাখিল (মাধ্যমিক) পর্যায় পর্যন্ত শিক্ষালাভের সুযোগ রয়েছে। বর্তমানে সাড়ে ৫ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।[১] মাদ্রাসাটির বিগত বছরের পাশের হার ৮৭.৫%।[১]