তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা
তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা বাংলাদেশের একটি ধর্মীয় উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান।[১] তা‘মীরুল মিল্লাত ট্রাস্ট দ্বারা পরিচালিত মাদ্রাসাটি দেশের সকল মাদ্রাসার মধ্যে শীর্ষস্থানীয় ফলাফল স্থান দখল[২] ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে দেখা যায়।[৩]
নীতিবাক্য | رَبِّ زِدْنِي عِلْمًا |
---|---|
বাংলায় নীতিবাক্য | হে আমার প্রতিপালক, আমার জ্ঞানকে সমৃদ্ধ করো। |
ধরন | এমপিওভুক্ত আলিয়া মাদ্রাসা |
স্থাপিত | ১৯৬৩ খ্রি. |
প্রতিষ্ঠাতা | অধ্যাপক ইউসুফ আলী |
অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০১০-২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান) |
ধর্মীয় অধিভুক্তি | ইসলাম |
অধ্যক্ষ | মীরহাজীরবাগ (যাত্রাবাড়ি) ক্যাম্পাস: ড.খলিলুর রহমান আল মাদানী (ভারপ্রাপ্ত)
টঙ্গী ক্যাম্পাস: ড. হিফজুর রহমান মহিলা ক্যাম্পাস: মুফতি মাওলানা মিজানুর রহমান |
ভিপি | টঙ্গী ক্যাম্পাস: আব্দুল্লাহ আল মিনহাজ, যাত্রাবাড়ি ক্যাম্পাস: মেহেদী হাসান সিয়াম |
শিক্ষার্থী | ২২,০০০ (প্রায়) |
ঠিকানা | যাত্রাবাড়ি ক্যাম্পাস: ৩১৫, মীরহাজীরবাগ, কাজীবাড়ি, যাত্রাবাড়ি, ঢাকা-১২০৪।
, , টঙ্গী ক্যাম্পাস: গাজীপুরা, এরশাদনগর, টঙ্গী, গাজীপুর-১৭১২। মহিলা ক্যাম্পাস: বাদশাহ মিয়া রোড, মাতুয়াইল, ডেমরা |
ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনা১৯৬৩ সালে যাত্রাবাড়িতে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানের সূচনা হয়। ১৯৮৮ সালে এটিকে কামিল শ্রেণিতে উন্নীত করা হয়। সর্বশেষ মেয়েদের জন্য আলাদা ভবন নির্মিত হয়। ১৯৯৭ সালে এর টঙ্গীতে নতুন আরেকটি ক্যাম্পাস চালু করা হয়। ইসলামি মূল্যবোধ, নৈতিক চেতনা থেকে মুসলিম মেয়েদের জন্য ২০০০ সালে শুরুতে মহিলা শাখা খোলা হয়, নাম দেওয়া হয় তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা। মহিলা শাখা মাতুয়াইল চট্টগ্রাম বিশ্বরোডের পাশে অবস্থিত। মাদ্রাসার দাখিল আলিম স্তরে বিজ্ঞান ও মানবিক বিভাগ এবং কামিল এম.এ শ্রেণিতে হাদিস, তাফসির ও ফিকহ বিভাগ চালু রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অধীনে ২০১০ সাল থেকে ৪ বছর মেয়াদী ফাজিল সম্মান (অনার্স) কোর্স চালু রয়েছে। ২০১২ সালে টঙ্গীতে বালিকা ক্যাম্পাস চালু হয়।
ক্যাম্পাসসমূহ
সম্পাদনাতা’মীরুল মিল্লাত এর বর্তমান মোট ৪ টি স্বতন্ত্র ক্যাম্পাস রয়েছে।
মীরহাজীরবাগ (যাত্রাবাড়ি, ঢাকা) ক্যাম্পাস
সম্পাদনামাদ্রাসাটির প্রথম ক্যাম্পাস এটি। যা মূল ক্যাম্পাস নামে সমধিক পরিচিত। এখানে ছেলে ও মেয়েদের জন্য আলাদা ভবন রয়েছে। ঢাকা মহানগরীর পূর্ব দক্ষিণ উপকন্ঠে যাত্রাবাড়ি মধ্য মীরহাজীরবাগে অবস্থিত। বর্তমানে কামিল শ্রেণিতে হাদিস, তাফসির, ফিকহ ও আরবি সাহিত্য বিভাগ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ও আদ দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স ও মাস্টার্স চালু রয়েছে। ছাত্র সংখ্যা ৫০০০ এর অধিক।
মহিলা ক্যাম্পাস
সম্পাদনাঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত মাতুয়াইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ক্যাম্পাস অবস্থিত। এ ক্যাম্পাসের কার্যক্রম ২০০০ ইং. সালে শুরু হয়। বর্তমানে কামিল শ্রেণিতে হাদিস, তাফসির ও ফিকহ বিভাগ চালু রয়েছে। ছাত্রী সংখ্যা ৩৫০০ এর অধিক। অধ্যক্ষ হিসেবে আছেন মুফতি মিজানুর রহমান ।
টঙ্গী ক্যাম্পাস (বালক)
সম্পাদনাগাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী থানার অন্তর্গত গাজীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ক্যাম্পাসটি অবস্থিত । এখানে একটি মসজিদ, দুটি আবাসিক ছাত্র হল, অডিটোরিয়াম ও পুকুর রয়েছে। এ ক্যাম্পাসের কার্যক্রম ১৯৯৭ ইং. সালে শুরু হয়। বর্তমানে হিফজুল কুরআন বিভাগ, দাখিল ও আলিম শ্রেণিতে বিজ্ঞান ও সাধারণ বিভাগ, ফাজিল শ্রেণিতে পাস কোর্স এবং আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স কোর্স এবং শ্রেণিতে হাদিস, তাফসির ও ফিকহ বিভাগ চালু রয়েছে। ছাত্র সংখ্যা প্রায় ১৩,৫০০ হাজারের অধিক। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন মাওলানা মিজানুর রহমান [৪]।
টঙ্গী ক্যাম্পাস (বালিকা)
সম্পাদনাএ ক্যাম্পাসের কার্যক্রম ২০১২ ইং. সালে শুরু হয়। বর্তমানে দাখিল ও আলিম শ্রেণিতে বিজ্ঞান ও সাধারণ বিভাগ, ফাজিল শ্রেণিতে পাস কোর্স ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি –এই তিন বিষয়ে অনার্স কোর্স এবং কামিল শ্রেণিতে হাদিস, তাফসির ও ফিকহ বিভাগ চালু রয়েছে।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসসমূহে বর্তমানে আলিম (এইচএসসি সমমান) শ্রেণি পর্যন্ত বিজ্ঞান ও সাধারণ উভয় শাখা চালু রয়েছে। এবং কামিল পর্যন্ত কুরআন সুন্নাহর গবেষণাধর্মী বিভিন্ন বিষয় (তাফসির, হাদিস, ফিকহ ইত্যাদি) চালু আছে। এছাড়া মীরহাজীরবাগ ও টঙ্গী ক্যাম্পাসে হিফজ বিভাগ চালু রয়েছে।
বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে (ঢাকা বিশ্ববিদ্যালয়ে) ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে দেখা যায় এই মাদ্রাসার শিক্ষার্থীদের।[৫] প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি মেধা তালিকার প্রথম দশে স্থান পায় এই মাদ্রাসার শিক্ষার্থীরা।[৬][৭] এছাড়াও দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে ভালো ফলাফল করে এই মাদ্রাসার শিক্ষার্থীরা।[৮]
শিক্ষক ও শিক্ষার্থী
সম্পাদনা৪টি ক্যাম্পাস মিলিয়ে বর্তমানে মাদ্রাসার ছাত্র সংখ্যা ২২ হাজারের অধিক।[৯]
সহশিক্ষা কার্যক্রম
সম্পাদনাশিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা প্রভৃতি।
টঙ্গী ক্যাম্পাস
সম্পাদনাতা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় সকল শিক্ষার্থীদের সাধারণ প্ল্যাটফর্ম একটি ছাত্র সংসদ রয়েছে। প্রতি বছর এই ছাত্র সংসদে নির্বাচন হয়ে থাকে। ছাত্র সংসদটির নাম তা‘মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)'[১০]। ছাত্র সংসদের বর্তমান ভিপি আব্দুল্লাহ আল মিনহাজ ও জিএস মুহাম্মাদ ইকবাল কবির।
ডিবেটিং সোসাইটি
সম্পাদনাতা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় একটি সক্রিয় ডিবেটিং সোসাইটি রয়েছে, তারা বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে।[১১] তারা ২০২১ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়।[১২]
প্রকাশনা
সম্পাদনাতামীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় একটি ত্রৈমাসিক পত্রিকা রয়েছে, যার নাম ত্রৈমাসিক তা‘মীরুল মিল্লাত। মাদ্রাসার শিক্ষার্থীরা, শিক্ষকগণ এখানে লেখালিখি করে থাকেন। মাদ্রাসার বিস্তারিত খবরাখবর এখানে স্থান পায়। এছাড়া প্রতিবছবর তিনটি ক্যাম্পাসের বার্ষিকী প্রকাশ করা হয় যেখানে শিক্ষার্থীরা নিজদের প্রতিভা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করে প্রতিভার বিকাশ ঘটাতে পারে।
ফটোগ্রাফি ক্লাব
সম্পাদনামিল্লাতে অত্যন্ত সক্রিয় ফটোগ্রাফি ক্লাব রয়েছে যার নাম Tamirul Millat Art & Photography Club (TMAPC)। যারা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, সাংবাদিকতা সহ আরো বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করে।
তুরাগ শিল্পী গোষ্ঠী
সম্পাদনাতুরাগ শিল্পী গোষ্ঠীর মূল উদ্দেশ্য সুস্থ্য সাংস্কৃতির বিকাশ ঘটানো। সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা পালন এবং নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকে।
মিল্লাত সাইন্স ক্লাব
সম্পাদনামিল্লাত সাইন্স ক্লাব বিগত কয়েক বছর যাবত বিভিন্ন সাইন্স ফেয়ার এবং অলিম্পিয়াডে সাফল্যের সাথে অংশগ্রহণ করে এবং বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে। সেই সাথে বিজ্ঞান বিষয়ে সবাইকে উৎসাহিত করা এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকে।
মীরহাজিরবাগ ক্যাম্পাস, যাত্রাবাড়ি, ঢাকা
সম্পাদনাছাত্র সংসদ
নেতৃত্বের বিকাশ ও ছাত্রদের প্রতিনিধিত্বের জন্য রয়েছে তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা ছাত্র সংসদ। বর্তমান ভিপি মেহেদী হাসান সিয়াম এবং জিএস আব্দুর রহমান।
প্রকাশনা
সম্পাদনাতা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, প্রধান শাখার নিয়মিত প্রকাশনা দ্বিমাসিক প্রণোদনা।
ডিবেটিং সোসাইটি
সম্পাদনামিল্লাত ডিবেটিং ক্লাব (এমডিসি)
সাংস্কৃতিক সংগঠন
সম্পাদনাএ ক্যাম্পাসের সাংস্কৃতিক সংগঠন মিল্লাত সাংস্কৃতিক সংসদ (মিসাস)। এ সংগঠনটি সংগীত, আবৃত্তি, অভিনয়, কিরাতসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
ভর্তি প্রক্রিয়া
সম্পাদনামাদ্রাসাটিতে প্রত্যেক শিক্ষাবর্ষের শুরুতে শিশু থেকে ৯ম শ্রেণি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পাবলিক পরীক্ষা শেষে অন্যান্য ক্লাসে ভর্তি প্রক্রিয়া চালু রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে ভর্তির জন্য লিখিত ও মৌখিক মূল্যায়ণের মাধ্যমে বাছাই করা হয়। শিশু থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা প্রতিবছর ২৫ ডিসেম্বর সকাল ১০:০০ টায় প্রতি ক্যাম্পাসে আলাদা আলাদা ভাবে অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ২৪শে ডিসেম্বর এর মধ্যে স্ব-স্ব ক্যাম্পাসের ওয়েবসাইটে ভর্তি ফরম পূরণ ও এন্ট্রি করে নিতে হয়।
আবাসন ব্যবস্থা
সম্পাদনাপ্রত্যেকটি ক্যাম্পাসে মাদরাসার নিজস্ব ছাত্রাবাস ও ছাত্রীনিবাস রয়েছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আগ্রহী শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। ছাত্রাবাস বা ছাত্রীনিবাসে সিট খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থীরা আবাসন সুবিধা পেয়ে থাকে। মাদ্রাসার নিজস্ব ছাত্রাবাসের বাইরে বিপুল সংখ্যক ছাত্রকে বিভিন্ন প্রাইভেট ছাত্রাবাসে অবস্থান করতে হয়। এসব ক্ষেত্রেও মাদ্রাসার প্রত্যক্ষ ও পরোক্ষ মনিটরিং ব্যবস্থা বিদ্যমান।
উল্লেখযোগ্য শিক্ষার্থী
সম্পাদনা- ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বিশিষ্ট আইনজীবী।
- ড.শামসুল আলম,ভাইস চ্যান্সেলর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।
- ড. আব্দুস সালাম আজাদী, আন্তর্জাতিক ইসলামীক স্কলার।
- ড. আবুল কালাম আজাদ, আন্তর্জাতিক ইসলামীক স্কলার।
- মাহফুজ আলম- ২০২৪ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা
- আব্দুল হান্নান মাসুদ- ২০২৪ বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের প্লাটফর্ম বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অব্যাহত সফলতায় এবারও শীর্ষে টঙ্গী তা'মীরুল মিল্লাত"। দৈনিক যুগান্তর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২।
- ↑ "সাফল্যের ধারাবাহিকতায় তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী"। thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২।
- ↑ "ঢাবির ভর্তি পরীক্ষায় এবারও তামীরুল মিল্লাতের চমক"। thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২।
- ↑ "Tamirul Millat Kamil Madrasah Tongi"। tm.edu.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৮।
- ↑ mamun, abdullah। "ঢাবিতে এক মাদরাসা থেকেই চান্স পেয়েছে ৮৪ জন" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২।
- ↑ "এবারও ঢাবির ভর্তি পরীক্ষায় তামীরুল মিল্লাতের চমক"। দৈনিক শিক্ষার আলো (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-১৪। ২০২১-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২।
- ↑ "ঢাবির 'ঘ' ইউনিটে প্রথম মাদ্রাসা ছাত্র"। Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২।
- ↑ "শর্ত পূরণের পরও ঢাবিতে বিভাগ পাচ্ছেন না মাদ্রাসা শিক্ষার্থীরা"। Nayadiganta Jobs Portal (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২।
- ↑ "ছাত্র সংখ্যা"। ১২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ {{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://tacsu.org/
- ↑ ডেস্ক, বিনোদন। "মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে বির্তক প্রতিযোগিতার ফাইনালে লালমাটিয়া মহিলা কলেজ ও তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২।
- ↑ "কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা"। Leading Campus News Portal Bangladesh। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২।