গুগল ডুডল
গুগল ডুডল হলো গুগল কর্তৃক ডিজাইনকৃত কোনো বিশেষ দিন, বিশেষ ঘটনা, অর্জন বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্ম - মৃত্যুবার্ষিকী স্মরণ করতে গুগলের প্রধান পাতায় তাদের লোগোর পরিবর্তে ব্যবহৃত শিল্পসম্মত লোগো। যেটি কোনো বিশেষ দিনে গুগলের প্রধান পাতায় তাদের নিজস্ব লোগোর পরিবর্তে ব্যবহার করা হয়। গুগল ডুডল তৈরির লক্ষ্য হলো বিশ্বজুড়ে আকর্ষণীয় ঘটনা এবং বিশেষ দিন উদ্যাপন করা যা গুগলের ব্যক্তিত্ব এবং নতুর নতুন উদ্ভাবনের প্রতি ভালোবাসাকে প্রতিফলিত করে। গুগলের প্রথম ডুডল যোগ হয় ১৯৯৮ সালের ৩০শে আগস্ট বার্নিং ম্যান ফেস্টিভ্যালের দিন।[১][২] এটি ডিজাইন করেছিলো গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সার্গেই বিন, এটি দেওয়ার কারণ ছিলো মূলত গুগল ব্যবহারকারীদের তাদের অনুপস্থিতি সম্পর্কে বার্তা দেওয়া। পরবর্তীতে গুগল ডুডল ডিজাইন করার জন্য "ডুডলার" নামে কর্মী নিয়োগ দেন।[৩]২০১০ সালের জানুয়ারিতে গুগল, স্যার আইজ্যাক নিউটন এর সম্মানার্থে প্রথমবারের মতো এনিমেটেড ডুডল প্রকাশ করে।[৪]প্যাক-ম্যান, উদ্যাপন উপলক্ষে প্রথমবারের মতো ইন্টারঅ্যাক্টিভ ডুডল প্রকাশ করা হয়।[৫] এবং এটির মাধ্যমে ডুডলে হাইপারলিংক ও দেওয়া শুরু হয়, যেটিতে ক্লিক করলে উক্ত বিষয়বস্তু সম্পর্কিত গুগলে অনুসন্ধান ফলাফল দেখানো হয়। ২০১৯ সাল পর্যন্ত গুগল আঞ্চলিক ও আন্তর্জাতিক ডুডল মিলে মোট ৪০০০ এরও বেশি সংখ্যক ডুডল তাদের প্রধান পাতায় প্রদর্শন করেছে।[৬]
একনজরে
সম্পাদনাগুগল এ পর্যন্ত অনেক বিখ্যাত ব্যক্তিদের স্মরণে ডুডল প্রকাশ করেছে, তাদের মধ্যে অন্যতম হলো অ্যান্ডি ওয়ারহোল, আলবার্ট আইনস্টাইন, লিওনার্দো দ্য ভিঞ্চি,কাজী নজরুল ইসলাম , রবীন্দ্রনাথ ঠাকুর, লুইস ব্রেইল, ইলা ফিরসগেরাল্ড, পার্সিভাল লুয়েল, এডভার্ড মান্চ, নিকোলা টেসলা,নরম্যান হেরিংটন, জন লেনন, মাইকেল জ্যাকসন, সত্যজিৎ রায়, এইচ. জি. ওয়েলস, ফ্রেডি মার্কারি, স্যামুয়েল মোর্স, হ্যানচ ক্রিশ্চিয়ান ওয়েরস্টেড, মহাত্মা গান্ধী, ডেনিস গেবর সহ আরও অনেক।[৭][৮][৯] এছাড়াও গুগল বাংলাদেশের অনেক কবি, সাহিত্যিক ও অন্যান্য বিখ্যাত ব্যক্তিদের স্মরণে ডুডল প্রকাশ করেছে। তাদের মধ্যে অন্যতম হলো: হুমায়ুন আহমেদ, বেগম রোকেয়া, শামসুর রহমান, লাকী আখন্দ, সুফিয়া কামাল, তারেক মাসুদ,জয়নুল আবেদীন প্রমুখ। [১০]এছাড়াও বাংলাদেশের স্বাধীনতা দিবস ও একুশে ফেব্রুয়ারি এবং বাংলা নববর্ষের দিনও গুগল ডুডল প্রকাশ করে থাকে।
ডুডলার
সম্পাদনাযেসকল প্রকৌশলী, ইলাস্ট্রেটর এবং শিল্পীগণ গুগলের ডুডল ডিজাইন করেন তাদের বলা হয় "ডুডলার"। এদের মধ্যে অন্যতম হলো ইকুয়া হোমস, জেনিফার হম, সোফিয়া ফস্টার-ডমিনো, রঙ্গনাথ কৃষ্ণমণি এবং ডেনিস হোয়াং[১১][১২][১৩][১৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Doodle 4 Google"। Google.com। সংগ্রহের তারিখ এপ্রিল ২৩, ২০১৪।
- ↑ "Burning Man Festival"। Google.com। আগস্ট ৩০, ১৯৯৮। সংগ্রহের তারিখ এপ্রিল ২৩, ২০১৪।
- ↑ "Meet the people behind the Google Doodles"। The Guardian। এপ্রিল ১২, ২০১৪। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৭, ২০১৪।
- ↑ "Isaac Newton's birth marked by Google Doodle"। The Telegraph। জানুয়ারি ৪, ২০১০। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৩০, ২০১৪।
- ↑ Nelson, Randy (মে ২১, ২০১০)। "Google celebrates Pac-Man's 30th anniversary with playable logo"। Joystiq। অক্টোবর ৬, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৩০, ২০১৪।
- ↑ "Google Doodles"। www.google.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ১৫, ২০১৯।
- ↑ "Stress Cultlogos"। Google। সংগ্রহের তারিখ আগস্ট ১৪, ২০০৯।
- ↑ Matthew Moore (সেপ্টেম্বর ২৭, ২০০৯)। "Googlle: Google releases misspelt logo to mark 11th anniversary"। The Telegraph। London। মে ২৫, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৭, ২০০৯।
- ↑ "Google doodles a fresh beginning on New Year's Day"। CNN-IBN। ডিসেম্বর ৩১, ২০১১। জানুয়ারি ৭, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৩১, ২০১১।
- ↑ "গুগল ডুডলে শিল্পাচার্য জয়নুল আবেদিন"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-২৯। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৯।
- ↑ Barnett, Emma (ফেব্রুয়ারি ১৯, ২০১৩)। "Creating a women's Google Doodle was too frightening"। The Telegraph। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৯, ২০১৪।
- ↑ "Roxbury artist creates Google Doodle for MLK Day - The Boston Globe"। BostonGlobe.com। সংগ্রহের তারিখ এপ্রিল ২১, ২০১৭।
- ↑ Hogenboom, Melissa (আগস্ট ১৩, ২০১২)। "Google's doodles: Who's behind them?"। BBC News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ এপ্রিল ২১, ২০১৭।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |