গুইদো পিজ্জারো

আর্জেন্টিনীয় ফুটবলার

গুইদো হারনান পিজ্জারো দেমেস্ত্রি (ফেব্রুয়ারি ২৬, ১৯৯০) একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার যিনি স্প্যানিশ ক্লাব সেভিয়া এবং আর্জেন্টিনার হয়ে খেলেন।

গুইদো পিজ্জারো
২০১৭ সালে সেভিয়ার হয়ে পিজ্জারো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম গুইদো হারনান পিজ্জারো দেমেস্ত্রি
জন্ম (1990-02-26) ২৬ ফেব্রুয়ারি ১৯৯০ (বয়স ৩৪)
জন্ম স্থান বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান দল
সেভিয়া
জার্সি নম্বর ১৪
যুব পর্যায়
২০০৭-২০০৯ লেনাস
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯-২০১৩ লেনাস ১০২ (৫)
২০১৩-২০১৭ টাইগরেস ইউএনএল ১১৬ (৫)
২০১৭– সেভিয়া ২০ (২)
জাতীয় দল
২০১৭– আর্জেন্টিনার (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৪ নভেম্বর ২০১৭ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৮ মার্চ ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব ক্যারিয়ার সম্পাদনা

২০০৯ সালে আর্জেন্টাইন ক্লাব লেনাসের হয়ে পিজ্জারোর অভিষেক হয়। ২০১৩ সালের জুলাইয়ে মেক্সিকান ক্লাব টাইগরেস ইউএনএলে যোগ দেয়। টাইগরেসের হয়ে মেক্সিকো আপারচুরা ২০১৪ মৌসুম এবং ২০১৫ কোপা লিবার্তোরেস ফাইনালে পরাজিত হয়। টাইগরেসের হয়ে মেক্সিকো আপারচুরা ২০১৫ মৌসুম এবং আপারচুরা চ্যাম্পিয়েন্সিপ ২০১৬ এর শিরোপা লাভ করে। ২০১৭ সালের জুলাইয়ে তিনি স্প্যানিশ ক্লাব সেভিয়া এফসিতে যোগ দেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পাদনা

২০১৬ সালে পিজ্জারো কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার প্রাথমিক দলে ডাক পান, কিন্তু মুলদলে ডাক পাননি।[১] নভেম্বরে ব্রাজিল এবং কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ডাক পেলেও খেলার সুযোগ পাননি। ২০১৭ সালের ২৮ মার্চে বলিভিয়ার বিপক্ষে পিজ্জারোর অভিষেক হয়।

২০১৮ সালের মে'তে বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৩৫ সদস্যের দলে ডাক পান। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Argentina recalls Tevez for initial Copa America squad". goal.com. 4 May 2016. Retrieved 3 July 2016.
  2. "Revealed: Every World Cup 2018 squad - Final 23-man lists | Goal.com"www.goal.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২৯