গীতিকা জাখর (জন্ম ১৮ই আগস্ট ১৯৮৫) হলেন একজন ভারতীয় কুস্তিগির। গীতিকা এক ক্রীড়াবিদ পরিবার থেকেই এসেছেন। তিনি অর্জুন পুরস্কার পেয়েছেন ২০০৬ সালে। ভারতীয় ক্রীড়ার ইতিহাসে তিনিই একমাত্র মহিলা কুস্তিগির যাঁকে ২০০৫ সালের কমনওয়েলথ গেমসের সেরা কুস্তিগির হিসাবে বিচার করা হয়েছিল। তিনি ২০০৬ এবং ২০১৪ সালের এশিয়ান গেমসে পদক জিতেছেন। গীতিকা হলেন প্রথম মহিলা কুস্তিগির যিনি ২০০৬ সালে ভারত সরকার কর্তৃক অর্জুন পুরস্কারে ভূষিত হন। হরিয়ানা সরকার তাঁকে ভীম পুরস্কার দিয়ে সম্মানিত করেছিল। ক্রীড়া ক্ষেত্রে তাঁর অসাধারণ কৃতিত্বের জন্য, হরিয়ানা সরকার তাঁকে ২০০৮ সালে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পদে নিযুক্ত করেছে।[১০]

গীতিকা জাখর
২০০৭ সালের আগস্টে গীতিকা জাখর
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাভারতীয়
জন্মআগরোহা, হরিয়ানা, ভারত[১]
উচ্চতা১৫৯ সেমি[২]
ওজন৬৩ কেজি
ক্রীড়া
দেশভারত
ক্রীড়াফ্রিস্টাইল কুস্তি
বিভাগ৬৩ কেজি
পদকের তথ্য
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
কমনওয়েলথ গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৪ গ্লাসগো ৬৩ কেজি
এশিয়ান গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৬ দোহা ৬৩ কেজি
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৪ ইনছন ৬৩ কেজি
এশীয় রেসলিং চ্যাম্পিয়নশিপ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৩ দিল্লি ৬৩ কেজি
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৫ উহান ৬৩ কেজি
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৩ দিল্লি ৬৩ কেজি
কমনওয়েলথ রেসলিং চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৩ লন্ডন[৩] ৬৩ কেজি
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৫ কেপ টাউন[৪] ৬৩ কেজি
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৭ অন্টারিও[৫] ৬৩ কেজি
বিশ্ব পুলিশ এবং ফায়ার গেম
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৯ চেংদু ৬৯ কেজি[৬]
বিশ্ব জুনিয়র রেসলিং চ্যাম্পিয়নশিপ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৫ ভিলনিয়াস[৭] ৬৩ কেজি
এশীয় জুনিয়র রেসলিং চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৪ আলমাটি[৮] ৬৭ কেজি
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৫ জেজু দ্বীপ[৯] ৬৩ কেজি

ব্যক্তিগত জীবন এবং পরিবার সম্পাদনা

গীতিকার বাবা সত্যবীর সিং জাখর হরিয়ানার হিসারে ক্রীড়া আধিকারিক ছিলেন। গীতিকার পিতামহ সিএইচ. অমর চাঁদ জাখর নিজে একজন দক্ষ কুস্তিগির ছিলেন। তাঁকে দেখেই গীতিকা এই খেলার প্রতি অনুপ্রাণিত হন। তিনি ১৩ বছর বয়সে কুস্তি শুরু করেছিলেন, এবং ২০০০ সালে নতুন দিল্লিতে অনুষ্ঠিত একটি লড়াইতে ভারত কেশরি সোনিকা কালীরামনকে (প্রখ্যাত কুস্তিগির চান্দগি রামের কন্যা) পরাজিত করে ১৫ বছর বয়সে ভারত কেশরি খেতাব পান। তারপর থেকে তিনি টানা ৯ বছর ভারত কেশরী খেতাব জিতেছিলেন। তিনি শ্রী কমলদীপ সিং রানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি একজন নির্বাহী প্রকৌশলী হিসাবে হরিয়ানা পাবলিক ওয়ার্ক বিভাগে কর্মরত।[১১]

প্রাথমিক ক্রীড়াজীবন সম্পাদনা

গীতিকা বিদ্যালয় স্তরে খেলাধুলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছিলেন এবং তাঁর মনোযোগ ছিল অ্যাথলেটিক্সের দিকে। কিন্তু যখন তাঁর পরিবার তাঁর ছোট ভাইকে এবং তাঁকে উন্নত শিক্ষা প্রদানের জন্য তাঁদের গ্রাম আগরোহা থেকে হিসারে চলে আসেন, তখন তাঁর খেলোয়াড়ি জীবনে একটি মোড় আসে। প্রতিযোগিতামূলকভাবে অ্যাথলেটিক্স শুরু করার প্রয়াসে, তাঁর বাবা তাঁকে হিসারের মহাবীর স্টেডিয়ামে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তাঁরা কোনো প্রশিক্ষক না পেয়ে হতাশ হয়ে ফিরে আসেন। এই সময় তিনি কাছাকাছি একটি কুস্তির আখড়ায় গিয়ে দেখেছিলেন প্রশিক্ষকরা তাঁদের শিক্ষার্থীদের বাইরে থেকে জোরে জোরে উপদেশ দিচ্ছেন। তরুণ গীতিকা কুস্তি অনুশীলনকারী অন্যান্য মেয়েদের দেখে অবিলম্বে এই খেলাকে ভালোবাসতে শুরু করেন এবং ১৯৯৮ সালের অক্টোবর থেকে, অ্যাথলেটিক্স ছেড়ে কুস্তি খেলাকে নিজের খেলা হিসাবে বেছে নেন। কুস্তি শুরু করার চার মাস পরে তিনি মণিপুরে ১৯৯৯ সালের জাতীয় গেমসে হরিয়ানার প্রতিনিধিত্ব করেছিলেন এবং চতুর্থ স্থান অর্জন করেছিলেন।

তিনি ২০০১ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপের সমস্ত বিভাগ: সাব-জুনিয়র, জুনিয়র এবং সিনিয়রে স্বর্ণপদক জিতে সর্বকনিষ্ঠ কুস্তিগির হয়েছিলেন। এটি একটি প্রশংসনীয় রেকর্ড যা এখনও ভাঙা যায়নি। এর মাধ্যমে তিনি নিজের গোল্ডেন কোয়ার্টেট সম্পন্ন করেছিলেন।

১৯৯৯ সম্পাদনা

  • ১৩ বছর বয়সে ইম্ফল (মনিপুর) জাতীয় গেমসে সর্বকনিষ্ঠ কুস্তিগির হিসেবে ৫৬ কেজি বিভাগে মহিলা ফ্রিস্টাইল কুস্তিতে অংশগ্রহণ করেন এবং চতুর্থ স্থান লাভ করেন।
  • ভিওয়ানিতে অনুষ্ঠিত হরিয়ানা স্টেট গেমসে স্বর্ণপদক; হরিয়ানার সেরা মহিলা কুস্তিগির আখ্যা প্রাপ্তি।

২০০০ সম্পাদনা

২০০১ সম্পাদনা

  • সাব-জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক।
  • জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক।
  • সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক, হরিয়ানার নেদানি।
  • জাতীয় গেমসে স্বর্ণপদক, লুধিয়ানা, পাঞ্জাব

গোল্ডেন কোয়ার্টেট সম্পূর্ণ করেন, একমাত্র কুস্তিগির হিসেবে।

আন্তর্জাতিক খেলোয়াড় জীবন সম্পাদনা

তাঁর আন্তর্জাতিক জীবন শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রেনিউইয়র্কে, ২০০২ সালের বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে প্রথম উপস্থিতির মাধ্যমে।

২০০২ সম্পাদনা

২০০৩ সম্পাদনা

২০০৫ সম্পাদনা

২০০৬ সম্পাদনা

২০০৭ সম্পাদনা

  • কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক, অন্টারিও, কানাডা।
  • সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক।
  • জাতীয় গেমসে স্বর্ণপদক, গুয়াহাটি, আসাম
  • সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ, বিশকেক, কিরগিজস্তানে অংশগ্রহণ[১২]

২০১২ সম্পাদনা

  • সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক।

২০১৩ সম্পাদনা

২০১৪ সম্পাদনা

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "GEETIKA JAKHAR - BIOGRAPHY"Commonwealth Games Federation। ৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৬ 
  2. "Jakhar, Geetika (IND)"। Institut für Angewandte Trainingswissenschaft (IAT)। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৬ 
  3. "2003 Commonwealth Wrestling Championships - London, Ontario, Canada ARTICLES & RESULTS"। Commonwealth Amateur Wrestling Association (CAWA)। ২৩ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৫ 
  4. "Indian grapplers sweep gold in Commonwealth Championship"Zee News। ২ জুলাই ২০০৫। ২৭ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৬ 
  5. "2007 - Commonwealth Wrestling Championships - Information & RESULTS"। Commonwealth Amateur Wrestling Association (CAWA)। ২৩ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৫ 
  6. "Haryana Police inspector bags gold in World Police Games"Business StandardAsian News International (ANI)। ২১ আগস্ট ২০১৯। ১৭ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৯ 
  7. "Haryana grapplers strike gold in SA"The Tribune। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৫ 
  8. "India wins four medals"The Hindu। ২০০৪-০৬-২৩। ১০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৫ 
  9. "Indian wrestlers win 10 medals"The Hindu। ২০০৫-০৬-১৩। ১০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৫ 
  10. Geetika Jakhar ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ জুলাই ২০১৬ তারিখে. glasgow2014.com
  11. "MEDAL WINNERS FROM INDIA - YoungBites"www.youngbites.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৫ 
  12. "International Wrestling Database"www.iat.uni-leipzig.de। সংগ্রহের তারিখ ২০১৫-১১-০২ 
  13. "Glasgow 2014 - Geetika Jakhar Profile"g2014results.thecgf.com। ২০১৬-০৬-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১১-০২ 
  14. "Sports Information"incheon2014ag.org (via Wayback Machine)Olympic Council of Asia। ৪ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা