গান্না ইউনিয়ন
ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলার একটি ইউনিয়ন
গান্না ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় অবস্থিত ঝিনাইদহ সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১] এটি ৮৯.৩৫ কিমি২ (৩৪.৫০ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৫,৫৮৩ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ২৬টি ও মৌজার সংখ্যা ২৪টি।[২]
গান্না ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৬নং গান্না ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে গান্না ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৯′২৩.৩″ উত্তর ৮৯°৪′৪৮.৭″ পূর্ব / ২৩.৪৮৯৮০৬° উত্তর ৮৯.০৮০১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | ঝিনাইদহ জেলা |
উপজেলা | ঝিনাইদহ সদর উপজেলা |
আয়তন | |
• মোট | ৮৯.৩৫ বর্গকিমি (৩৪.৫০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ২৫,৫৮৩ |
• জনঘনত্ব | ২৯০/বর্গকিমি (৭৪০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
গ্রামসমূহ
সম্পাদনা- কুঠিদূর্গাপুর
- কালুহাটী
- অশ্বস্থলী
- পশ্চিম গোপীনাথপুর
- আলামপুর
- চন্ডিপুর
- পার্বতীপুর
- পশ্চিম লক্ষীপুর
- পশ্চিম বিষয়খালী
- শংকরপুর
- বেতাই
- রঘুনাথপুর
- দূর্গাপুর
- ভাদালীডাঙ্গা
- খালকুশা
- পশ্চিম নারায়নপুর
- পশ্চিম ঝিনাইদহ
- কাশিমপুর
- দহিজুড়ী
- মাধবপুর
- চান্দেরপোল
- পাইকপাড়া
- বাশিপাড়া
- গান্না
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গান্না ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০২০-০৩-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।