গাওলা ইউনিয়ন
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার একটি ইউনিয়ন
গাওলা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১][২]
গাওলা | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে গাওলা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৬′৩৫″ উত্তর ৮৯°৪২′১৬″ পূর্ব / ২২.৯৪৩০৬° উত্তর ৮৯.৭০৪৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | বাগেরহাট জেলা |
উপজেলা | মোল্লাহাট উপজেলা |
প্রতিষ্ঠা | ১৯৭৪ |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ভৈাগলিক অবস্থান
সম্পাদনাভৈাগলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির উত্তরে কুলিয়া ইউনিয়ন, দক্ষিণে মূলঘর ইউনিয়ন ও কালিগংগা নদী, পূর্বে কোদালিয়া ইউনিয়ন, পশ্চিমে নলধা সৌভেগ ও গাংনী ইউনিয়ন অবস্থিত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গাওলা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫।
- ↑ "মোল্লাহাট উপজেলা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫।