গাংনী ইউনিয়ন, মোল্লাহাট
গাংনী ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১] বুড়িগাংনীকে কেন্দ্রকরে গাংনীর সকল কার্যক্রম পরিচালনা করা হয়।
গাংনী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৩নং গাংনী ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে গাংনী ইউনিয়ন, মোল্লাহাটের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৬′৩৫″ উত্তর ৮৯°৪২′১৬″ পূর্ব / ২২.৯৪৩০৬° উত্তর ৮৯.৭০৪৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | বাগেরহাট জেলা |
উপজেলা | মোল্লাহাট উপজেলা |
প্রতিষ্ঠা | ১৯৬১ |
সরকার | |
• চেয়ারম্যান | শিকদার উজির আলী |
সাক্ষরতার হার | |
• মোট | ৪১.৫২ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাউত্তরে ২নং চুনখোলা ইউনিয়ন, দক্ষিণে ঘাটভোগ ইউনিয়ন, পূর্বে ৪ নং কুলিয়া ও ৫ নং গাওলা ইউনিয়ন, এবং পশ্চিমে ছাগলাদাহ ইউনিয়ন।
ইতিহাস
সম্পাদনাব্রিটিশ শাসনামলে ১৯৩০ সালে বাগেরহাট মহকুমার অধিনে দারিয়ালা, চরকান্দি, নগরকান্দি, গাংনী, জিড়ানতলা, জয়খাঁ, বুড়ীগাংনী, বামনডাংগা, চাঁদপুর, শিয়ালী, ও মৌভোগ গ্রাম নিয়ে গাংনী ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন চেয়ারম্যানকে পঞ্চায়েত এবং পরবর্তীতে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৬৭ সালে আঃ মজিদ শেখ প্রথম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনীত হয়। ১৯৮৭ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক গাংনী ইউনিয়ন থেকে বামনডাঙ্গা, চাঁদপুর, শিয়ালী, ও বিলমৌভোগ গ্রামকে পৃথক করে ঘাটভোগ নামে আলাদা ইউনিয়ন গঠন করা হয়। বর্তমানে ১১টি ছোট বড় গ্রাম মিলিয়েই গাংনী ইউনিয়ন।
প্রশাসনিক এলাকা
সম্পাদনা- দারিয়ালা
- চরদারিয়ালা
- চরকান্দি
- নগরকান্দি
- জিড়ানতলা
- আন্দিগ্রাম
- জয়খা
- গাংনী
- মাতারচর
- বুড়ীগাংনী
- রহমাতপাড়া
* ফকির পাড়া
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাআয়তন: ৪৩১১.১৯ একর। জনসংখ্যা : ২০৬০৮ জন। পুরুষ- ১০৭৩৩ জন, মহিলা- ৯৮৭৫ জন, মোট ভোটার সংখ্যা - ১৩,১৭৯ জন, পুরুষ ভোটার সংখ্যা- ৬৮২০ জন, মহিলা ভোটার সংখ্যা- ৬৩৫৯ জন।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার : ৪১.৫২%
শিক্ষা প্রতিষ্ঠান
- হাফেজিয়া মাদ্রাসা ১টি
- মাধ্যমিক বিদ্যালয় ৩ টি
- সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ টি
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান- শিকদার উজির আলী
ক্রমিক নং | চেয়ারম্যানগণের তালিকা | সময়কাল |
---|---|---|
০১ | আঃ মজিদ শেখ | |
০২ | মোল্লা ইলিয়াচুর রহমান | |
০৩ | শিকদার উজির আলী | |
০৪ | শেখ হুমায়ুন কবির | |
০৫ | মোঃ জাকির হোসেন | |
০৬ | শেখ ফিরোজ আহমেদ(ভারপ্রাপ্ত) | |
০৭ | শিকদার উজির আলী | বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গাংনী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫।