গভ. ল্যাবরেটরি হাই স্কুল, খুলনা

বাংলাদেশের খুলনা জেলার শিক্ষা প্রতিষ্ঠান

গভ. ল্যাবরেটরি হাই স্কুল খুলনা জেলার একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়।[১] বিদ্যালয়টি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়।[২]

গভ. ল্যাবরেটরি হাই স্কুল
Govt. Laboratory High School
অবস্থান
,
কুয়েট-৯২০৩

তথ্য
বিদ্যালয়ের ধরনসরকারি মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯৬৭; ৫৭ বছর আগে (1967)[২]
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর[৩][২]
বিদ্যালয় জেলাখুলনা জেলা
ইআইআইএন১১৭১৫[৩][২]
প্রধান শিক্ষকমোঃ আবু হানিফ[৪]
শিক্ষকমণ্ডলী২৭ জন[৪]
শিক্ষার্থী সংখ্যা১০৩১[৫][২]
ভাষাবাংলা
শ্রেণীকক্ষ২০টি[২]
ক্যাম্পাসসমূহ০১টি
আয়তন৪.৪৪ একর (১৮,০০০ মি)[২]
ক্যাম্পাসের ধরনমহানগরী
ওয়েবসাইটwww.glhsk.edu.bd

শিক্ষক-শিক্ষিকা সম্পাদনা

বর্তমানে বিদ্যালয়ে মোট ২৭ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। ০১ জন প্রধান শিক্ষিকা, ০১ জন সহকারী প্রধান শিক্ষক-শিক্ষিকা সহ ১২ জন সিনিয়র শিক্ষক-শিক্ষিকা এবং ১১ জন সহকারীশিক্ষক-শিক্ষিকা রয়েছে।[৪]

শিক্ষার্থী সম্পাদনা

বর্তমানে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা ১০৩১।[৫]

  • ছাত্র সংখ্যা ৫৪৫
  • ছাত্রী সংখ্যা ৪৮৬

ধর্ম ভিত্তিক সম্পাদনা

বিদ্যালয়ে ০৩টি ধর্মের শিক্ষার্থী রয়েছে।

  1. মুসলিম শিক্ষার্থী ৯১৮ জন
  2. হিন্দু শিক্ষার্থী ১০৭ জন
  3. খ্রিস্টান শিক্ষার্থী ০৬ জন

বিভাগ ভিত্তিক সম্পাদনা

নবম ও দশম শ্রেণিতে ০৩টি বিভাগ রয়েছে।[৫][৩]

  1. বিজ্ঞান বিভাগে ১২৩ জন
  2. মানবিক বিভাগে ১৪ জন
  3. বানিজ্য বিভাগে ০ জন

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. প্রতিনিধি, খানজাহান আলী থানা (২০২৪-০২-০৯)। "খুলনা গভ. ল্যাবরেটরি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা"সময়ের খবর। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৯ 
  2. "এক নজরে"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-গভ. ল্যাবরেটরি হাই স্কুল, খুলনা। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৯ 
  3. "গভ. ল্যাবরেটরি হাই স্কুল, খুলনা"মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৯ 
  4. "শিক্ষক-শিক্ষিকা"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-গভ. ল্যাবরেটরি হাই স্কুল, খুলনা। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৯ 
  5. "অধ্যায়নরত শিক্ষার্থী"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-গভ. ল্যাবরেটরি হাই স্কুল, খুলনা। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৯