গন্ডোয়ানা বিশ্ববিদ্যালয়

গন্ডোয়ানা বিশ্ববিদ্যালয় হল মধ্য ভারতে মহারাষ্ট্র রাজ্যের গড়চিরোলি শহরে ২০১১ সালে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়।[১] প্রতিষ্ঠানটির নামকরণ মধ্য ভারতের গন্ডোয়ানা অঞ্চলের নামানুসারে করা হয়েছে।

গন্ডোয়ানা বিশ্ববিদ্যালয়
গন্ডোয়ানা বিশ্ববিদ্যালয় লোগো
নীতিবাক্যসংস্কৃত: ज्ञानदेव तू कैवल्यम, প্রতিবর্ণীকৃত: "Through knowledge one attains liberation"
ধরনসরকারি
স্থাপিত২০১২ (১২ বছর আগে) (2012)
আচার্যমহারাষ্ট্রের রাজ্যপাল
উপাচার্যডঃ শ্রীনিবাস ভারখেদি
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহুরে
অধিভুক্তিইউজিসি, এনএএসি, এআইইউ
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

মহারাষ্ট্র বিধানসভা ২০১০ সালের ২৩শে জুলাই চন্দ্রপুর ও গড়চিরোলি জেলা নিয়ে গঠিত এলাকার জন্য গন্ডোয়ানা বিশ্ববিদ্যালয় গঠনের জন্য সর্বসম্মত প্রস্তাব পাস করেছিল। তৎকালীন উচ্চ ও কারিগরি শিক্ষামন্ত্রী রাজেশ তোপে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। নতুন বিশ্ববিদ্যালয়টিমহারাষ্ট্র বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৪-এর ৩ নং ধারার উপ-ধারার (এ) অধীনে বিজ্ঞপ্তি জারি করার মাধ্যমে গঠিত হয়েছিল।[২][৩] গন্ডোয়ানা বিশ্ববিদ্যালয় ২০১১ সালের ২৭শে সেপ্টেম্বর নাগপুরের আরটিএমএনইউ থেকে পৃথক করা হয়েছিল।[৪] আনুষ্ঠানিক উদ্বোধন ২০১২ সালের আগস্ট মাস পর্যন্ত বিলম্বিত হয়েছিল।[৫]

এখতিয়ার সম্পাদনা

বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার পূর্ব মহারাষ্ট্রের চন্দ্রপুরগড়চিরোলি জেলার উপর রয়েছে।[৬]

শিক্ষাপ্রাঙ্গণ সম্পাদনা

গড়চিরোলি শহরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপ্রাঙ্গণ রয়েছে।

অনুষদ ও বিভাগ সম্পাদনা

বিশ্ববিদ্যালয়ে কলা, বিজ্ঞান, আইন, সামাজিক বিজ্ঞান, বাণিজ্য, গার্হস্থ্য বিজ্ঞান, শিক্ষা ও চিকিৎসা অনুষদ রয়েছে।

বিভাগসমূহ

  1. কম্পিউটার বিভাগ
  2. ব্যবস্থাপনা বিভাগ
  3. প্রথাগত বিভাগ
  4. বিজ্ঞান বিভাগ
  5. প্রকৌশল বিভাগ
  6. প্যারামেডিক্যাল বিভাগ
  7. ভোকেশনাল বিভাগ
  8. শিক্ষা বিভাগ
  9. বাণিজ্য বিভাগ
  10. গবেষণা বিভাগ[৭]

অধিভুক্তি সম্পাদনা

বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মোট২৩৬ টি কলেজ রয়েছে।[৮]

বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিশিষ্ট কলেজগুলি হল গভর্নমেন্ট কলেজ অব ইঞ্জিনিয়ারিং, চন্দ্রপুর, সর্দার প্যাটেল মহাবিদ্যালয়, চন্দ্রপুর এবং জনতা মহাবিদ্যালয়, চন্দ্রপুর।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Gondwana University"। ২৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৩ 
  2. "Maharashtra Universities Act, 1994" (পিডিএফ)Maharashtra Government GazetteGovernment of Maharashtra। ২১ জুলাই ১৯৯৪। ১৮ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৭ 
  3. "Maha Legislature passes bill to set up Gondwana University" 
  4. "Finally, GU to become an official varsity on Aug 26"The Times of India। আগস্ট ২৫, ২০১২। অক্টোবর ২, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-২২ 
  5. Ganjapure, Vaibhav (২৫ আগস্ট ২০১২)। "Finally, GU to become an official varsity on Aug 26"The Times of India। Times News Network। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৭ 
  6. "Maharashtra Public Universities Act, 2016" (পিডিএফ)Maharashtra Government GazetteGovernment of Maharashtra। ১১ জানুয়ারি ২০১৭। পৃষ্ঠা 119। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. https://www.gondwanauniversity.org/COURSES_SYLLABUS.html, official website of Gondwana University of Gadchiroli, (Sep, 30, 2022, 2:16 am)। "Gondwana University"www.gondwanauniversity.org। ২০২২-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৯ 
  8. "Govt sanctions 38 new colleges in Gadchiroli"The Times of India। জুলাই ১৪, ২০১২। অক্টোবর ২৩, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-২২