গড়াই মহিলা কলেজ

কুষ্টিয়া শহরে অবস্থিত একটি কলেজ

গড়াই মহিলা কলেজ কুষ্টিয়া শহরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি মহিলা কলেজ। কলেজটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়।[১] গড়াই নদীর নামানুসারে কলেজটির নামকরণ করা হয়েছে।

গড়াই মহিলা কলেজ
গড়াই মহিলা ডিগ্রি কলেজ
ধরনএমপিওভুক্ত কলেজ
স্থাপিত১৯৯৪; ৩০ বছর আগে (1994)
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষউত্তম কুমার ঘোষ
উপাধ্যক্ষমোঃ নাসিম পারভেজ
ঠিকানা
রাম চন্দ্র রায় চৌধুরী রোড (জেল খানার মোড়), কুষ্টিয়া হাউজিং কলোনি
, ,
৭০০০
,
২৩°৫৩′৩৭″ উত্তর ৮৯°০৭′৩২″ পূর্ব / ২৩.৮৯৩৬৪৬৫° উত্তর ৮৯.১২৫৬৩৫৭° পূর্ব / 23.8936465; 89.1256357
উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডযশোর শিক্ষা বোর্ড
ইআইআইএন১১৭৮১৪
জাতীয় বিশ্ববিদ্যালয় কোড১০৪৩
ক্যাম্পাসের ধরনশহুরে
আয়তন১.৩৪ একর (৫,৪০০ মি)
ওয়েবসাইটgaraimohilacollege.jessoreboard.gov.bd
মানচিত্র

বিভাগসমূহ

সম্পাদনা

কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যশোর বোর্ডের অধীনে ৩টি বিভাগ রয়েছে।[২] জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি স্নাতক কোর্স চালু রয়েছে।[১]

ডিগ্রি নং বিষয়
এইচএসসি ০১ বিজ্ঞান
০২ মানবিক
০৩ বানিজ্য
স্নাতাক (পাস) ০৪ বি.এস.এস.

বহিঃসংযোগ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "গড়াই মহিলা কলেজ - ১০৪৩"জাতীয় বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৮ 
  2. "গড়াই মহিলা কলেজ, ইআইআইএন - ১১৭৮১৪"মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৮