গগনপুর
গগনপুর (ইংরেজি: Gaganpur) হলো বাংলাদেশ এর রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের একটি গ্রাম।
গগনপুর | |
---|---|
ডাকনাম: Gaganpur | |
গগনপুরের অবস্থান, নওগাঁ, রাজশাহী, বাংলাদেশ | |
স্থানাঙ্ক: ২৫°২′১৫.৫৮″ উত্তর ৮৮°৪৮′৩৭.৪৯″ পূর্ব / ২৫.০৩৭৬৬১১° উত্তর ৮৮.৮১০৪১৩৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নওগাঁ জেলা |
উপজেলা | পত্নীতলা উপজেলা |
ইউনিয়ন | ঘোষনগর ইউনিয়ন |
আয়তন | |
• মোট | ১০.২৫ বর্গকিমি (৩.৯৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০৭)[১] | |
• মোট | ৩,৫০২ |
• জনঘনত্ব | ৪১৮/বর্গকিমি (১,০৮০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬৫৪০ |
ইতিহাসসম্পাদনা
প্রবীণ লোকের মুখে জানা যায় ততকালীন বৃটিশ সরকার, ৯ নং ঘোষনগর ইউনিয়নের খিরসীন গ্রামের মৃত- ডাঃ আব্দুল করিম চৌধুরী কে এই ইউনিয়নের গ্রাম পঞ্চায়েতের শাসন ভার অর্পণ করেছিলেন। কি কারণে যেন প্রয়োজনীয় কাগজ পত্র পুড়ে যায়। এই খবর উর্দ্ধতন কর্মকর্তা জানার পর, অত্র ইউনিয়নের গণ্য-মান্য ব্যক্তিগণ কে নিয়ে আলোচনার মাধ্যমে-গগনপুর গ্রামের জনাব আজগর আলী মন্ডল কে ২৪-০১-১৯৩৫ ইং তারিখে লিখিত ভাবে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা অর্পণ করেন। এই অফিসের কার্য্যকলাপ তখন থেকে তার বৈঠক খানায় চলতো। ইউনিয়নের বিভিন্ন লোকের চাহিদা অনুসারে একটি অফিস ঘরের প্রয়োজন দেখা দিলে, বিভিন্ন গ্রামের লোক জন তাদের নিজ গ্রামে উক্ত অফিস করতে বিভিন্ন মতবিরোধ সৃষ্টি হয়। এই মতবিরোধ নিরসনের লক্ষ্যে বিভিন্ন গ্রামের মোড়ল-মাতব্বরদের নিয়ে পরামর্শের মাধ্যমে সার্ভেয়ার দ্বারা মাপ-জোক করে ইউনিয়নের মাঝখান নির্ধারণ করেন। ইউনিয়নের মাঝখান নির্ধারণ হয় জামগ্রাম- কোতালী মৌজার মাঝখান। ঐখানে ধান ক্ষেতের মাঠ হওয়ায়, সেখান থেকে ৬/৭ শত গজ দূর পশ্চিমে গগনপুর বাজার নাম ধারণ কৃত জামগ্রাম মৌজায় ০৬ কক্ষ বিশিষ্ট একটি মাটির ঘর নির্মাণ করেন, সেখানে ০৭-০৩-২০০৫ ইং তারিখ এই অফিসে পর্যন্ত কাজ কর্ম চলে। এই অফিসের বিভিন্ন কার্য্যকলাপ বৃদ্ধির কারণে, জায়গার সংকট দেখা দেয়। এই সমস্যা দূর করণের লক্ষে উদ্ধর্তন কর্মকর্তাদের নিকট দরখাস্ত করলে এল.জি.ই.ডি. পত্নীতলা, নওগাঁ এর বাস্তবায়নে ততকালীন চেয়ারম্যান জনাব আব্দুল করিম মন্ডলের শাসন কালে ২৯-০৪-২০০৪ ইং তারিখে এই ভবনটি ১৩ কক্ষ বিশিষ্ট পাকা দ্বিতল ভবন পত্নীতলা-ধামইরহাট এলাকার এম.পি-জনাব মোঃ সামসুজ্জোহা নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমানের এই ইটের তৈরী ইউনিয়ন পরিষদ ভবনটি ০৮-০৩-২০০৫ ইং তারিখে উদ্বোধন করেন- পত্নীতলা-ধামইরহাট এলাকার এম.পি-জনাব মোঃ সামসুজ্জোহা খান (জোহা)। উক্ত তারিখ হতে আজ পর্যন্ত এই ভবনে কাজকর্ম চলছে।
যোগাযোগসম্পাদনা
পত্নীতলা সদর হইতে ৬.৫ কি:মি: পূর্ব দিকে গগনপুর বাজারে গগনপুর-নজিপুর রাস্তা সংলগ্ন।
যাতায়াত ব্যবস্থাসম্পাদনা
রিক্সা,ভ্যান,সি,এন,জি, ইত্যাদি।
শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা
প্রাথমিক বিদ্যালয়সম্পাদনা
- গগনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আল-নুর ইসলামি একাডেমী
- সানরাইজ কিন্ডারগার্টেন স্কুল
- চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
উচ্চ বিদ্যালয়সম্পাদনা
- গগনপুর উচ্চ বিদ্যালয়
- গগনপুর ওয়াজেদিয়া ফাজিল মাদ্রাসা
কলেজসম্পাদনা
- গগনপুর বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ
- গগনপুর ওয়াজেদিয়া ফাজিল মাদ্রাসা
হাট বাজারসম্পাদনা
- গগনপুর বাজার
- স্কুল মার্কেট
- মোহাম্মাদ আলী মার্কেট
- গগনপুর হাট
মেলাসম্পাদনা
- সরদারপাড়া মাদারের মেলা
হাসপাতালসম্পাদনা
- গগনপুর স্বাস্থ্য কমপ্লেক্স, পত্নীতলা উপজেলা, নওগাঁ জেলা
ব্যাংকসম্পাদনা
- জনতা ব্যাংক লিমিটেড, গগনপুর, পত্নীতলা উপজেলা, নওগাঁ জেলা
- গ্রামীণ ব্যাংক, গগনপুর, পত্নীতলা উপজেলা, নওগাঁ জেলা
- বাংলাদেশ কৃষি ব্যাংক, মাছের বাজার শাখা, গগনপুর, পত্নীতলা উপজেলা, নওগাঁ জেলা
- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাঙ্ক, গগনপুর, পত্নীতলা উপজেলা, নওগাঁ জেলা
বেসরকারি সংস্থাসম্পাদনা
দর্শনীয় স্থানসম্পাদনা
- মোল্লা আতা মাজার শরিফ
গগনপুরের বিখ্যাত মানুষসম্পাদনা
- আজগর আলী মন্ডল
- আব্দুল আজিজ মন্ডল (বুড়া পনঞ্চায়তি)
- ডঃ আব্দুল মজিদ মন্ডল
- প্রফেসর আব্দুল খালেক মন্ডল
- মোঃ লুৎফর আলী মন্ডল
- মোঃ রমজান আলী মন্ডল
- মোঃ আবদুল করিম
আরও জানুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Bangladesh Bureau of Statistics, Statistical Pocket Book, 2007 (pdf-file) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ সেপ্টেম্বর ২০০৭ তারিখে 2007 Population Estimate. Accessed on 2008-09-29.
টেমপ্লেট:সূত্র তালিলা আল-আফিফ Category:Village in Naogaon District Category:Populated places in the Rajshahi Division
রাজশাহী বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |