গংগাচড়া ইউনিয়ন
রংপুর জেলার গংগাচড়া উপজেলার একটি ইউনিয়ন
গংগাচড়া ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলা গংগাচড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২] এটি ৬৪.৫৪ কিমি২ (২৪.৯২ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩৭,৯২৮ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১০টি ও মৌজার সংখ্যা ১০টি।[৩]
গংগাচড়া ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৪নং গংগাচড়া ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | রংপুর জেলা |
উপজেলা | গংগাচড়া উপজেলা |
আয়তন | |
• মোট | ৬৪.৫৪ বর্গকিমি (২৪.৯২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৭,৯২৮ |
• জনঘনত্ব | ৫৯০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
প্রশাসনিক বিভাগ
সম্পাদনাগ্রাম
সম্পাদনাগ্রামগুলি হল:[৪]
- গংগাচড়া
- গংগাচড়া নিউস্টারপাড়া
- গংগাচড়া খামারপাড়া
- গংগাচড়া মুন্সিপাড়া
- গংগাচড়া থানাপাড়া
- গংগাচড়া পূর্বমধ্যপাড়া
- গান্নারপাড়
- ধামুর
- ধামুর বোল্লারপাড়
- গংগাচড়া মধ্যপাড়া
- গংগাচড়া শান্তিপাড়া
- গংগাচড়া দোলাপাড়া
- গংগাচড়া মনাকষা
- ভূটকা
- পশ্চিম নবনীদাস
- পূর্ব নবনীদাস
- আরাজীনিয়ামত
- নিলকচন্ডী
- চেংমারী
- পশ্চিম মান্দ্রাইন
- দক্ষিণ চেংমারী
মৌজা
সম্পাদনাইউনিয়নে ৯টি মৌজা আছে।[৫]
- কিসমত ধামুর
- ধামুর
- গংগাচড়া
- ভূটকা
- নবনীদাস
- আরাজিনিয়ামত
- নিলকচণ্ডী
- চেংমারি
- মানদ্রাইন পশ্চিমপাড়া
দর্শনীয় স্থান
সম্পাদনাহর্টিকালচার সেন্টার, কৃষি গবেষণা কেন্দ্র, ডাকবাংলা, বেড়িবাঁধ, শহীদ মিনার।
সাংস্কৃতিক অবকাঠামো
সম্পাদনাসাংস্কৃতিক সংগঠন ১টি, ঈদগাহ ১৩টি, কবরস্থান ১৭টি, শ্মশান ৮টি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গংগাচড়া ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ "Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ "গ্রামসমূহের তালিকা"। gongachoraup.rangpur.gov.bd। ৯ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১।
- ↑ "ওয়ার্ড ভিত্তিক লোকসংখ্যা"। gongachoraup.rangpur.gov.bd। ৯ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১।