খিলচিপুর রাজ্য

প্রাক্তন ভারতীয় রাজ্য

খিলচিপুর রাজ্য [১] ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির ভোপাল এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[২] রাজ্যটির রাজধানী রাজগড় শহরটি বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যে রাজগড় জেলায় অবস্থিত। রাজ্যটি ৭১০ বর্গকিলোমিটার (২৭৩ মা) অঞ্চলজুড়ে বিস্তৃত ছিলো এবং ১৯০১ খ্রিস্টাব্দের জনসংখ্যা ছিলো ৩১,১৪৩ জন৷ ঐ বছরই রাজ্যের মোট রাজস্বের পরিমাণ ছিলো ১,১৪,০০০ ভারতীয় মুদ্রা৷ [৩]

খিলচিপুর রাজ্য
खिलचीपुर
দেশীয় রাজ্য
১৫৪৪–১৯৪৮
পতাকা

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত খিলচিপুর রাজ্য
আয়তন 
• ১৯০১
৭১০ বর্গকিলোমিটার (২৭০ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
৩১,১৪৩
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৫৪৪
১৯৪৮
উত্তরসূরী
ভারত
ভারতের দেশীয় রাজ্য

ইতিহাস সম্পাদনা

গাগরৌনের রাজা খিচি শহর থেকে দেওয়ান উগ্রসেনকে বিতাড়িত করলে তিনি বর্তমান রাজগড় অঞ্চলে আসেন এবং ১৫৪৪ খ্রিস্টাব্দে খিলচিপুর রাজ্যের প্রতিষ্ঠা করেন৷ তৎকালীন মুঘল সম্রাট দেওয়ান উগ্রসেনের জন্য কিছু জমি বরাদ্দ করেন। পরে ওই বরাদ্দ জমির জিরাপুর এবং মছলপুর পরগনা ইন্দোর দ্বারা এবং সুজলপুর পরগনা গোয়ালিয়রের রাজা দ্বারা অধিগৃহীত হয়। ১৭৭০ খ্রিস্টাব্দে গোয়ালিয়রের মহারাজা সিন্ধিয়ার মূল লক্ষ্য হলো উঠে এই রাজ্যটি। ওই সময় খিলচিপুরের শাসক অভয় সিং মহারাজা সিন্ধিয়ার সঙ্গে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করে এবং মহাদজী সিন্ধিয়ার শর্ত অনুসারে খিলচিপুর মারাঠা সাম্রাজ্যের গোয়ালিয়র অংশের সামন্ত রাজ্যে পরিণত হয়। [৪] ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর এই খিলচিপুর রাজ্য ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়। স্বাধীন ভারতে প্রাথমিকভাবে ১৯৪৮ খ্রিস্টাব্দে এটিকে মধ্যভারত ও পরে ১৯৫৬ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর তারিখে নবগঠিত মধ্যপ্রদেশ রাজ্যে অংশীভূত করা হয়।[৫]

শাসকবর্গ সম্পাদনা

১৮৭০ থেকে ১৯২৮ খ্রিস্টাব্দ পর্যন্ত খিলচিপুর দেশীয় রাজ্যের শাসকগণ রাও বাহাদুর উপাধিতে ভূষিত হতেন।[৬]

দেওয়ান সম্পাদনা

  • ১৬৭৯ – ১৭১৫ দ্বিতীয় অনুপ সিং
  • ১৭১৮ – ১৭৩৮ ফতে সিং
  • ১৭৩৮ – ১৭৭০ ....
  • ১৭৭০ – ১৭৮৭ অভয় সিং
  • ১৭৮৭ – ১৭৯৫ দীপ সিং
  • ১৭৯৫ – ১৮১৯ দুর্জন সিং
  • ১৮১৯ বলবন্ত সিং
  • ১৮১৯ – ১৮৬৮ শির সিং
  • ২৭ নভেম্বর ১৮৬৮ – এপ্রিল ১৮৭৩ অমর সিং

রাও বাহাদুর সম্পাদনা

  • এপ্রিল ১৮৭৩ – ১৮৯৯ অমর সিং (s.a.)
  • ১৮৯৯ – ১৮ জানুয়ারি ১৯০৮ ভবানি সিং
  • ১৯ জানুয়ারি ১৯০৮ – ১৯২৮ দুর্জন সাল সিং

রাজা সম্পাদনা

  • ১৯২৮ – ১৯৪২ দুর্জন সাল সিং
  • ১৯৪২ – ১৫ আগস্ট ১৯৪৭ যশোধর শিং

তথ্যসূত্র সম্পাদনা

  1. Imperial Gazetteer of India19। Clarendon Press। ১৯০৮। পৃষ্ঠা 241। 
  2. David P. Henige (২০০৪)। Princely states of India: a guide to chronology and rulers। Orchid Press। পৃষ্ঠা 22। আইএসবিএন 978-974-524-049-0 
  3. https://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V08_131.gif
  4. Krishnan, V.S. (১৯৯৬)। Madhya Pradesh District Gazetteers: Rajgarh। Government Central Press। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২০ 
  5. https://dsal.uchicago.edu/reference/gazetteer/text.html?objectid=DS405.1.I34_V15_284.gif
  6. "Khilchipur (Princely State)"। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৪