খালিদ হোসেন
খালিদ হোসেন (৪ ডিসেম্বর ১৯৩৫ - ২২ মে ২০১৯) ছিলেন একজন বাঙালি নজরুলগীতি শিল্পী এবং নজরুল গবেষক। তিনি নজরুলের ইসলামী গান গাওয়ার জন্য সুপ্রসিদ্ধ।[১] তার ছয়টি নজরুলগীতির অ্যালবাম এবং ১২টি ইসলামী গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। সঙ্গীতের অবদানের জন্য ২০০০ সালে তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন।
খালিদ হোসেন | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | কৃষ্ণনগর, নদিয়া, পশ্চিমবঙ্গ, ব্রিটিশ ভারত (বর্তমান ভারত) | ৪ ডিসেম্বর ১৯৩৫
মৃত্যু | ২২ মে ২০১৯ ঢাকা, বাংলাদেশ | (বয়স ৮৩)
ধরন | নজরুলগীতি |
পেশা | সঙ্গীতশিল্পী |
বাদ্যযন্ত্র | ভোকাল |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাখালিদ হোসেন ১৯৩৫ সালের ৪ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান ভারত) পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন।[২] দেশ বিভাগের পর তিনি পরিবারের সাথে কুষ্টিয়ার কোর্টপাড়ায় চলে আসেন। ১৯৬৪ সাল থেকে তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করেন।
কর্মজীবন
সম্পাদনাহোসেন সঙ্গীত প্রশিক্ষক ও নিরীক্ষক হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নজরুল ইনস্টিটিউটে নজরুলগীতির আদি সুরভিত্তিক নজরুল স্বরলিপি প্রমাণীকরণ পরিষদের সদস্য।[৩]
হোসেনের ছয়টি নজরুলগীতির অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার সর্বশেষ নজরুলগীতির অ্যালবাম হল শাওনো রাতে যদি।[৪] এছাড়া তার ১২টি ইসলামী গানের অ্যালবামও প্রকাশিত হয়েছে। তার একমাত্র আধুনিক গানের অ্যালবাম চম্পা নদীর তীরে।[৫]
সম্মাননা
সম্পাদনানজরুলগীতিতে অনবদ্য অবদানের জন্য ২০০০ সালে বাংলাদেশ সরকারের কাছ থেকে একুশে পদক পান।[২] এছাড়াও, তিনি নজরুল একাডেমি পদক, শিল্পকলা একাডেমি পদক, কলকাতা থেকে চুরুলিয়া পদকসহ বহু সম্মাননা লাভ করেছেন।[২]
মৃত্যু
সম্পাদনাখালিদ হোসেন ২০১৯ সালের ২২ মে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) মৃত্যুবরণ করেন।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Ascertaining the cultural identity of Bengali Muslims"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৭ আগস্ট ২০১১। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৭।
- ↑ ক খ গ ঘ "সংগীতশিল্পী খালিদ হোসেন আর নেই"। প্রথম আলো। ২২ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৯।
- ↑ "শিল্পী-গবেষক খালিদ হোসেন 'গুরুতর অসুস্থ'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬ জুলাই ২০১৭। ১০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৭।
- ↑ "খালিদ হোসেনের নজরুল সঙ্গীত অ্যালবাম"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৯ মে ২০১১। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৭।
- ↑ "Singer, Nazrul researcher Khalid Hossain 'critically ill'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। ৬ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৭।