খাইবার পাখতুনখোয়া ক্রিকেট দল

খাইবার পাখতুনখোয়া ক্রিকেট দল পাকিস্তানের একটি ঘরোয়া ক্রিকেট দল যা খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রতিনিধিত্ব করে। এটি ঘরোয়া প্রথম-শ্রেণী, লিস্ট এ এবং টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, যেমন কায়েদ-এ-আজম ট্রফি, পাকিস্তান কাপ এবং জাতীয় টি-টোয়েন্টি কাপ প্রতিযোগিতায় অংশ নেয়।

খাইবার পাখতুনখোয়া ক্রিকেট দল
কর্মীবৃন্দ
অধিনায়কমোহাম্মদ রিজওয়ান
কোচআবদুল রাজ্জাক
মালিকখাইবার পাখতুনখোয়া ক্রিকেট এসোসিয়েশন
ব্যবস্থাপকফাররুখ জামান
দলের তথ্য
রং     ধূসর      কালো
প্রতিষ্ঠাবর্তমান ফর্ম: ২০১৯
ঐতিহাসিক: ১৯৩৭ (NWFP হিসাবে)
স্বাগতিক মাঠআরবাব নিয়াজ স্টেডিয়াম, পেশাওয়ার
অপ্রধান স্বাগতিক মাঠঅ্যাবোটাবাদ ক্রিকেট স্টেডিয়াম, অ্যাবোটাবাদ
ইতিহাস
জাতীয় টি-টোয়েন্টি কাপ জয় (২০২০–২১)
পাকিস্তান কাপ জয় (২০২০–২১)
কায়েদ-এ-আজম ট্রপি জয় (২০২০–২১ (ভাগ))

ইতিহাস

সম্পাদনা

উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ (NWFP) হিসাবে, দলটি ১৯৩৭ সালে রঞ্জি ট্রফিতে তার উদ্বোধনী মৌসুম খেলেছিল। পাকিস্তানের স্বাধীনতার পর, NWFP ১৯৫৩-৫৪ থেকে ১৯৭৮-৭৯ পর্যন্ত বিক্ষিপ্তভাবে কায়েদে আজম ট্রফি এবং পেন্টাঙ্গুলার কাপ এবং পাকিস্তান কাপে অংশ নিয়েছিল । ২০১০ সালে, প্রদেশের নামকরণ করা হয় "খাইবার পাখতুনখোয়া" এবং সেই অনুযায়ী দলের নাম পরিবর্তন করা হয়। দলটি ১৯৩৮ সাল থেকে পেশোয়ার ক্লাব গ্রাউন্ডকে হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে যতক্ষণ না এটি ১৯৮৫ সালে আরবাব নিয়াজ স্টেডিয়ামে প্রতিস্থাপিত হয়েছিল।

বর্তমান ফর্ম

সম্পাদনা

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃক ৩১ আগস্ট ২০১৯-এ ঘোষিত ঘরোয়া ক্রিকেটের পুনর্গঠনের অংশ হিসেবে প্রবর্তিত ছয়টি দলের মধ্যে একটি নতুন খাইবার পাখতুনখোয়া দল ছিল। []

বর্তমান স্কোয়াড

সম্পাদনা

আন্তর্জাতিক ক্যাপধারী খেলোয়াড়দের বোল্ড তালিকাভুক্ত করা হয়েছে।

নাম জন্ম তারিখ ব্যাটিং ধরণ বোলিং ধরণ নোট
ব্যাটসম্যান
আদিল আমিন (1990-12-13) ১৩ ডিসেম্বর ১৯৯০ (বয়স ৩৩) ডান-হাতি ডান হাতি অফ ব্রেক
ইসরারুল্লাহ (1992-05-15) ১৫ মে ১৯৯২ (বয়স ৩২) বাম-হাতি
ফখর জামান (1990-04-10) ১০ এপ্রিল ১৯৯০ (বয়স ৩৪) বাম-হাতি স্লো বাম-হাতি অর্থোডক্স
মুসাদিক আহমেদ (1989-04-25) ২৫ এপ্রিল ১৯৮৯ (বয়স ৩৫) ডান-হাতি
সাহিবজাদা ফারহান (1996-03-06) ৬ মার্চ ১৯৯৬ (বয়স ২৮) ডান-হাতি
শোয়েব মালিক (1982-02-01) ১ ফেব্রুয়ারি ১৯৮২ (বয়স ৪২) ডান-হাতি ডান-হাতি অফ ব্রেক
আমের আজমত (1998-11-26) ২৬ নভেম্বর ১৯৯৮ (বয়স ২৫) ডান-হাতি ডান-হাতি অফ ব্রেক
অলরাউন্ডার
খালিদ উসমান (1986-03-01) ১ মার্চ ১৯৮৬ (বয়স ৩৮) ডান-হাতি স্লো বাম হাতি অর্থোডক্স সহ-অধিনায়ক
কামরান গোলাম (1995-10-10) ১০ অক্টোবর ১৯৯৫ (বয়স ২৮) ডান-হাতি স্লো বাম হাতি অর্থোডক্স
সাজিদ খান (1993-09-03) ৩ সেপ্টেম্বর ১৯৯৩ (বয়স ৩০) ডান-হাতি ডান-হাতি অফ ব্রেক
ইফতিখার আহমেদ (1990-09-03) ৩ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ৩৩) ডান-হাতি ডান-হাতি অফ ব্রেক
জোহাইব খান (1984-03-20) ২০ মার্চ ১৯৮৪ (বয়স ৪০) ডান-হাতি স্লো বাম হাতি অর্থোডক্স
উইকেটরক্ষক
রেহান আফ্রিদি (1992-05-10) ১০ মে ১৯৯২ (বয়স ৩২) ডান-হাতি
মুহাম্মদ হারিস (2001-03-30) ৩০ মার্চ ২০০১ (বয়স ২৩) ডান-হাতি
মোহাম্মাদ রিজওয়ান (1992-06-01) ১ জুন ১৯৯২ (বয়স ৩২) ডান-হাতি অধিনায়ক
স্পিন বোলার
আসিফ আফ্রিদি (1986-12-25) ২৫ ডিসেম্বর ১৯৮৬ (বয়স ৩৭) বাম-হাতি স্লো বাম হাতি অর্থোডক্স
পেস বোলার
ইমরান খান (1987-07-15) ১৫ জুলাই ১৯৮৭ (বয়স ৩৭) ডান-হাতি ড়ান-হাতি মিডিয়ায়-ফাস্ট
আরশাদ ইকবাল (2000-12-26) ২৬ ডিসেম্বর ২০০০ (বয়স ২৩) ডান-হাতি ডান-হাতি মিডিয়াম-ফাস্ট
মোহাম্মদ ওয়াসিম (2001-08-25) ২৫ আগস্ট ২০০১ (বয়স ২৩) ডান-হাতি ডান-হাতি মিডিয়াম
ইরফানুল্লাহ শাহ (1995-05-05) ৫ মে ১৯৯৫ (বয়স ২৯) ডান-হাতি ডান-হাতি মিডিয়াম-ফাস্ট
উসমান শিনওয়ারি (1994-01-05) ৫ জানুয়ারি ১৯৯৪ (বয়স ৩০) বাম-হাতি বাম-হাতি মিডিয়াম-ফাস্ট
জুনায়েদ খান (1989-12-24) ২৪ ডিসেম্বর ১৯৮৯ (বয়স ৩৪) ডান-হাতি বাম-হাতি ফাস্ট
সামিন গুল (1999-02-04) ৪ ফেব্রুয়ারি ১৯৯৯ (বয়স ২৫) ডান-হাতি ডান-হাতি মিডিয়াম
মোহাম্মদ ইমরান (2001-01-20) ২০ জানুয়ারি ২০০১ (বয়স ২৩) বাম-হাতি বাম-হাতি মিডিয়াম-ফাস্ট
শাহীন শাহ আফ্রিদি (2000-04-06) ৬ এপ্রিল ২০০০ (বয়স ২৪) বাম-হাতি বাম-হাতি ফাস্ট

আরো দেখুন

সম্পাদনা
  • বেলুচিস্তান ক্রিকেট দল
  • মধ্য পাঞ্জাব ক্রিকেট দল
  • উত্তর ক্রিকেট দল
  • সিন্ধু ক্রিকেট দল
  • দক্ষিণ পাঞ্জাব ক্রিকেট দল

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা