খসড়া:২০২৪-এ কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স
মরশুমে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক সুনীল নারিন (বামে),
দলের সর্বোচ্চ ক্যাচ সংগ্রাহক শ্রেয়াস আইয়ার (ডানে)
২০২৪ মৌসুম
কোচচন্দ্রকান্ত পণ্ডিত
অধিনায়কশ্রেয়াস আইয়ার
মাঠইডেন গার্ডেন, কলকাতা
আইপিএল লীগপ্লে-অফের যোগ্যতা অর্জন (বাছাই ১)
প্লে-অফ (বাছাই ১)সরাসরি ফাইনালে উঠেছে
ফাইনালমৌসুম শিরোপা(৩য় বার) [১]
সর্বাধিক রানসুনীল নারাইন (৪৮৮)
সর্বাধিক উইকেটবরুন চক্রবর্তী (২১)
সর্বাধিক ক্যাচশ্রেয়াস আইয়ার (১০)
সর্বাধিক স্ট্যাম্পিংফিল সল্ট (১২)

২০২৪ এ কলকাতা নাইট রাইডার্সের দ্বারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭ তম মরশুমে কলকাতা নাইট রাইডার্স দলের অবস্থানকে বোঝায়। এই দলটি ২০২৪ এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা ১০ টি দলের অন্যতম একটি।তারা এর আগের মরশুমের লিগে ৭ম স্থানে ছিল।[২]

মরশুমের শুরুতেই শ্রেয়াস আইয়ার অধিনায়ক হিসেবে ফিরে এসেছিলেন,২০২৩ মরশুমে তিনি পিঠে আঘাত পেয়ে বিশ্রামে ছিলেন।[৩][৪] এই মরশুমে দলের নবম ম্যাচে জয়ের পর প্রথম দল হিসেবে তারা প্লে-অফের যোগ্যতা অর্জন করে।[৫][৬] মরশুমের ৬৩ তম ম্যাচ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বাতিল হওয়ার পর কলকাতা বাছাই ১ এ পৌছে যায়।[৭][৮] লিগ পর্বে ৯ টি ম্যাচে জিতে ৩ টিতে হেরে কলকাতা ২০ অঙ্ক নিয়ে ১ম স্থানে শেষ করে।[৯]

আহমেদাবাদে অনুষ্ঠিত বাছাই ১ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে প্রথম দল হিসেবে কলকাতা নাইট রাইডার্স ফাইনালে পৌছে যায়। ২০২৪ সালের ২৬ মে তারিখে চেন্নাইয়ে অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতায় কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ২০১২ এবং ২০১৪ এর পর তৃতীয় বার শিরোপা অর্জন করে।[১০][১১]

সুনীল নারাইনকে মরশুমের চূড়ান্ত ফ্যান্টাসি খেলোয়াড় পুরস্কারে ভূষিত করা হয় এবং সাথে ১০ লক্ষ ($১৩০০০) নগদ পুরস্কার ও একটি ট্রফি প্রধান করা হয়।রমনদীপ সিং কে মরশুমের সেরা ক্যাচ পুরস্কার হিসেবে ১০ লক্ষ ($১৩০০০) নগদ পুরস্কার ও একটি ট্রফি প্রধান করা হয়।সুনীল নারাইন কে এছাড়াও মরশুমের মূল্যবান খেলোয়াড় হিসাবে (৪৫০ অঙ্ক)[১২] ১০ লক্ষ ($১৩০০০) নগদ পুরস্কার ও একটি ট্রফি প্রধান করা হয়।[১৩]

  • উৎস: ই.এস.পি.এন.ক্রিকইনফো [১৪]
  • আন্তর্জাতিক স্তরে খেলুড়ে খেলোয়াড়দের বড়ো করে নাম দেওয়া আছে
  •  *  এর দ্বারা নির্দেশিত হয় যে এই খেলোয়াড় মরশুমের বাকি সময় অনুপস্থিত ছিলেন।

প্রশাসনিক এবং সহকারী কর্মকর্তারা

সম্পাদনা
Position Name
প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসর
দল ব্যবস্থাপক ওয়েইন বেন্টলে
প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত
ব্যাটিং কোচ অভিষেক নায়ার
বোলিং কোচ ভরত অরুণ
ফিল্ডিং কোচ রায়ান টেন ডেসকাট
দলের পরামর্শদাতা গৌতম গম্ভীর
Source:[১৫]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "হায়দরাবাদকে হারিয়ে ১০ বছর পর তৃতীয় শিরোপা অর্জন কলকাতা নাইট রাইডার্সের"দা হিন্দু (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২৪ 
  2. "আইপিএল পয়েন্ট টেবিলে দলের স্থান-কলকাতা"ই.এস.পি.এন.ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৪ 
  3. "নাইট রাইডার্স জেসন রয়কে শ্রেয়াসের বিকল্প হিসেবে বেছে নিয়েছে"দে টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। ৫ এপ্রিল ২০২৩। 
  4. "শ্রেয়াশ আইয়ারের অধিনায়ক হিসেবে আগমন,নীতিশ হতে পারেন সহ-অধিনায়ক"কেকেআর.ইন (ইংরেজি ভাষায়)। ১৪ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৪ 
  5. "কেকেআর বনাম এমআই স্কোরকার্ড: ৬০ তম ম্যাচ কলকাতায়, ১১ মে ২০২৪"ই.এস.পি.এন.ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৪ 
  6. "মুম্বাইকে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফে কলকাতা"ইন্ডিয়াটুডে (ইংরেজি ভাষায়)। ১২ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৪ 
  7. "জিটি বনাম কেকেআর স্কোরকার্ড: ৬৩ তম ম্যাচ আহমেদাবাদে, ১৩ মে ২০২৪"ই.এস.পি.এন.ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২৪ 
  8. "আইপিএল ২০২৪ তালিকা হালনাগাদ: কলকাতা পৌঁছালো বাছাই ১ -এ, গুজরাট বাইরে"দে ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ১৩ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২৪ 
  9. "আইপিএল ২০২৪ এর লিগ পর্যায়ের সর্বশেষ পয়েন্ট টেবিল"ই.এস.পি.এন.ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৪ 
  10. "কেকেআর বনাম হায়দরাবাদ স্কোরকার্ড: চেন্নাইয়ে ফাইনাল ম্যাচ, ২৬ মে ২০২৪"ই.এস.পি.এন.ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৪ 
  11. প্রসাদ, ধ্রুব (২৬ মে ২০২৪)। "আইপিএল ২০২৪ ফাইনাল: হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় বার ট্রফি নিজের নাম করলো কলকাতা নাইট রাইডার্স"স্পোর্টস্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৪ 
  12. "আইপিএল ২০২৪ পরিসংখ্যান: সবচেয়ে মূল্যবান খেলোয়াড়"ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৪ 
  13. স্পোর্টস্টার, টিম (২৬ মে ২০২৪)। "আইপিএল ফাইনাল ২০২৪ এর সকল পুরস্কারের তালিকা: সুনীল নারিন সবচেয়ে মূল্যবান,বিরাট কোহলি কমলা টুপি"স্পোর্টস্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৪ 
  14. "২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় তালিকা"ই.এস.পি.এন.ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৪ 
  15. "কলকাতা নাইট রাইডার্সের প্রশাসনিক দলের তালিকা"স্পোর্টিকীড়া (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৪