খসড়া:কালচারাল উইং (স.আ.হ.ক)

কালচারাল উইং (স.আ.হ.ক) এর অফিসিয়াল ফেসবুক পেজের কাভার ছবি।

কালচারাল উইং (স.আ.হ.ক) একটি সাংস্কৃতিক সংগঠন। এটি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। সরকারি আজিজুল হক কলেজ বগুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

ইতিহাস সম্পাদনা

সরকারি আজিজুল হক কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাচীনকাল থেকেই বগুড়া একটি ঐতিহ্যবাহী জেলা।  শিক্ষা সংস্কৃতি সবদিক থেকেই অন্যান্য জেলার থেকে বগুড়া অনেক এগিয়ে রয়েছে। আজিজুল হক কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই যারা হাল ধরেছেন ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং সৈয়দ মুজতবা আলীর মতো বিখ্যাত কীর্তিমান ব্যক্তিবর্গ। সেই প্রতিষ্ঠান থেমে থাকবার নয়। এর নামকরণের দিকে দেখলেও আমরা বুঝতে পারি ব্রিটিশ ভারতের শিক্ষামন্ত্রী স্যার আজিজুল হক এর নাম অনুসারে কলেজের নামকরণ হয়েছে। সঙ্গত কারণেই কলেজটি দুর্বার গতিতে এগিয়ে চলেছ। সংস্কৃতির দিক থেকেও এই প্রতিষ্ঠান অনেক এগিয়ে। এই প্রতিষ্ঠানের সাংস্কৃতিক উন্নয়নের জন্য শিক্ষার্থীদেরে উদ্যোগে শিক্ষকদের সহায়তায় গড়ে তোলা হয় কালচারাল উইং (স.আ.হ.ক) নামে একটি সাংস্কৃতিক সংগঠন। এরপর থেকে জাতীয় শিক্ষা সপ্তাহ এবং বিভিন্ন পর্যায়ে কয়েকটি বিভাগে কালচারাল উইং (স.আ.হ.ক) এর সদস্যরা দেশে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।