খরনা ইউনিয়ন, পটিয়া

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার একটি ইউনিয়ন

খরনা বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

খরনা
ইউনিয়ন
১৭নং খরনা ইউনিয়ন পরিষদ
খরনা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
খরনা
খরনা
খরনা বাংলাদেশ-এ অবস্থিত
খরনা
খরনা
বাংলাদেশে খরনা ইউনিয়ন, পটিয়ার অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৫′২৫″ উত্তর ৯২°১′১″ পূর্ব / ২২.২৫৬৯৪° উত্তর ৯২.০১৬৯৪° পূর্ব / 22.25694; 92.01694 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাপটিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমাহবুবুর রহমান
আয়তন
 • মোট৮.৯০ বর্গকিমি (৩.৪৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৫,৩২২
 • জনঘনত্ব১,৭০০/বর্গকিমি (৪,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৬.৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

খরনা ইউনিয়নের আয়তন ২,১৯৯ একর (৮.৯০ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খরনা ইউনিয়নের মোট জনসংখ্যা ১৫,৩২২ জন। এর মধ্যে পুরুষ ৭,৫১০ জন এবং মহিলা ৭,৮১২ জন। মোট পরিবার ৩,১১৩টি।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

পটিয়া উপজেলার দক্ষিণাংশে খরনা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে কচুয়াই ইউনিয়ন, পশ্চিমে কচুয়াই ইউনিয়নশোভনদণ্ডী ইউনিয়ন, দক্ষিণে শোভনদণ্ডী ইউনিয়নচন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন এবং পূর্বে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নপটিয়া উপজেলাধীন কচুয়াই ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

খরনা ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ১৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[]

  • উত্তর খরনা ওয়াহেদুরপাড়া
  • উত্তর খরনা কইশ্যাপাড়া
  • উত্তর খরনা মাঝিরপাড়া
  • উত্তর খরনা ফকিরপাড়া
  • মধ্যম খরনা
  • দক্ষিণ খরনা
  • পূর্ব খরনা
  • লালারখীল
  • মুজাফফরাবাদ

ইতিহাস

সম্পাদনা

পাহাড়ী অঞ্চল প্রাকৃতিক সমারোহে ঘিরে খরনা ইউনিয়ন। বর্তমান খরনা খাল এক সময়ে ছিল একটি ছড়া। পাহাড়ী ঝর্ণাধারায় ছোট ছোট ছড়া থেকে নেমে আস্ত খরস্রোত। এই খরস্রোত থেকে খরনা ও খরনা খাল নামকরণ করা হয়। তখনকার ব্যক্তি বর্গরা খরনা খালের নামানুসারে খরনা ইউনিয়নের নামকরণ করে।[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খরনা ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৯%।[] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি উচ্চ মাধ্যমিক কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
কলেজ[]
মাধ্যমিক বিদ্যালয়[]
মাদ্রাসা[]
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর খরনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ খরনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম মুজাফফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব মুজাফফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মুজাফফরাবাদ শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লালারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন[]
  • লালারখীল আইডিয়াল কেজি স্কুল

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

খরনা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

খরনা ইউনিয়নে ১৬টি মসজিদ, ১টি ঈদগাহ ও ২৮টি মন্দির রয়েছে।[][]

খাল ও নদী

সম্পাদনা

খরনা ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে খরনা খাল।[১০]

হাট-বাজার

সম্পাদনা

খরনা ইউনিয়নের প্রধান হাট/বাজার হল হাজী নুরুজ্জামান সওদাগর বাজার।[১১]

দর্শনীয় স্থান

সম্পাদনা

খরনা ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[১২]

  • হযরত শাহাজাহান আউলিয়ার মাজার
  • মুজাফফরাবাদ শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রম
  • খরনা শ্রী শ্রী জগৎজননী জ্বালাকুমারী মায়ের মন্দির (খরনা মায়ের বাড়ী)
  • মুজাফফরাবাদ বধ্যভূমি (১৯৭১ সালে এ গ্রামের তিন শতাধিক নারী পুরুষকে গণকবর দেয়া হয়)

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: মাহবুবুর রহমান

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০ 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"kharanaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৭ 
  3. "খরনা ইউনিয়নের ইতিহাস - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"kharanaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৭ 
  4. "কলেজ - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"kharanaup.chittagong.gov.bd 
  5. "মাধ্যমিকবিদ্যালয় - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"kharanaup.chittagong.gov.bd 
  6. "মাদ্রাসা - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"kharanaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৭ 
  7. "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"kharanaup.chittagong.gov.bd 
  8. "ঈদগাহ - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"kharanaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৭ 
  9. "মন্দির - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"kharanaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৭ 
  10. "খাল ও নদী - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"kharanaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৭ 
  11. "হাট বাজারের তালিকা - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"kharanaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৭ 
  12. "দর্শনীয়স্থান - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"kharanaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা