ক্ষুদ্র সুখাবতীব্যূহ সূত্র

ভারতীয় মহাযান বৌদ্ধ ধর্মীয় সূত্র

ক্ষুদ্র সুখাবতীব্যূহ সূত্র হলো দুটি ভারতীয় মহাযান সূত্রগুলোর মধ্যে একটি যা অমিতাভের বিশুদ্ধ ভূমি সুখাবতীকে বর্ণনা করে। এটি চীন, কোরিয়া, জাপান ও ভিয়েতনাম সহ পূর্বএশীয় বৌদ্ধধর্মে খুব প্রভাবশালী এবং তাইশো ত্রিপিটকে ৩৬৬ নং হিসাবে তালিকাভুক্ত।

জাপানি সূত্রের বই সংক্ষিপ্ত সুখাবতীব্যূহ সূত্রের জন্য খোলা
কাতাকানা, সিদ্ধং লিপিকাঞ্জিতে লিখিত সংক্ষিপ্ত সুখাবতীব্যূহ সূত্র। ১৭৭৩ সালে জাপানে প্রকাশিত।

তথ্যসূত্র

সম্পাদনা
  • Gomez, Luis, trans. (1996), The Land of Bliss: The Paradise of the Buddha of Measureless Light: Sanskrit and Chinese Versions of the Sukhavativyuha Sutras, Honolulu: University of Hawaii Press