ক্লাউদিও বিনকাস (স্পেনীয়: Claudio Bincaz, স্পেনীয় উচ্চারণ: [klˈa͡ʊðjo binkˈaθ]; ১০ মে ১৮৯৭ – ৮ নভেম্বর ১৯৮০) একজন আর্জেন্টিনীয় সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।

ক্লাউদিও বিনকাস
১৯২৭ সালে ক্লাউদিও
ব্যক্তিগত তথ্য
জন্ম (১৮৯৭-০৫-১০)১০ মে ১৮৯৭
জন্ম স্থান আর্জেন্টিনা
মৃত্যু ৮ নভেম্বর ১৯৮০(1980-11-08) (বয়স ৮৩)
মৃত্যুর স্থান আর্জেন্টিনা
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়

ক্লাউদিও ১৯১৬ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তিনি আর্জেন্টিনার হয়ে সর্বমোট একটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৬) অংশগ্রহণ করেছিলেন, যেখানে তিনি রানার-আপ হয়েছিলেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

ক্লাউদিও কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) প্রথম আসর ১৯১৬ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[১][২]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

ক্লাউদিও বিনকাস ১৮৯৭ সালের ১০ই মে তারিখে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯৮০ সালের ৮ই নভেম্বর তারিখে, আর্জেন্টিনায় ৮৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

দল সাল ম্যাচ গোল
আর্জেন্টিনা ১৯১৬
সর্বমোট

তথ্যসূত্র সম্পাদনা

  1. "South American Championship 1916" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৬]। RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২ 
  2. "Argentina - Squad" [আর্জেন্টিনা - দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ১৯ ডিসেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা